আষাঢ় যাই যাই করছে। আবহাওয়ায় নরম-গরম একটা ভাব রয়েছে এখন। এই ঝরছে অঝোরধারার বৃষ্টি তো এই ঠা–ঠা রোদ। এমন সময় আরামের পোশাক দরকার। আবার শুধু পরার জন্যই নয়, রংও হতে হবে মনের মতো। কারণ, রংও কিন্তু আরামের জন্য গুরুত্বপূর্ণ। তাই কড়া রঙের কাপড়গুলো এখন তোলা থাক। আবহাওয়ার এমন তালে হালকা রঙের কাপড়ই আরাম আনে বেশ। ফতুয়া, টপস, টি-শার্ট, কামিজ, স্কার্ফ, কুর্তা ও গাউন পোশাক যেমনই হোক না কেন, সবকিছুই হওয়া চাই হালকা রঙের। যেন ঘরে-বাইরে যেখানেই থাকুন না কেন, আপনার পোশাকের রং সবখানেই ছড়ায় স্নিগ্ধতা।
হলদে-সবুজে
ঝাঁ রোদ্দুরে লেমন গ্রাসের কথা মনে পড়লেই তরতাজা অনুভূতি কাজ করে। আর বৃষ্টিস্নাত প্রকৃতি মানেই সবুজ। সে সবুজ রঙের সঙ্গে যদি মেশানো যায় ভোরের নরম আলো, তবে পাওয়া যায় তরতাজা, পরিচ্ছন্ন এক রূপ। এই দুই রঙের মিশ্রণ দিয়ে বাটিক, ভেজিটেবল ডাই, টাইডাই, স্ক্রিনপ্রিন্ট, ব্লক করা কাপড় বেছে নিতে পারেন।
কমলায় সতেজ করোনার কারণে ভারী মেকআপের যুগ প্রায় অস্তমিত। ফলে এমন রঙের পোশাক পরতে পারেন, যা আরাম তো দেবে, সেই সঙ্গে ধরে রাখবে চনমনে লুকও। ভ্যালেন্সিয়া অরেঞ্জ হলো তেমনই একটি রং। ওড়না, কোটি, শার্টের ক্ষেত্রে বাছাই করা যেতে পারে এই রংটি।
ওড়নায় সাগরের স্নিগ্ধতা
টি-শার্ট, স্কার্ট ও শার্টের সঙ্গে গলায় পেঁচিয়ে নিতে ফুরফুরে স্কার্ফ একটুও দ্বিধা করছে না ট্রেন্ড সেটাররা। এই ধরনের স্কার্ফ বেশির ভাগই নরম সুতি, শিফন বা সিল্কের সুতায় তৈরি। অন্যান্য সুতার তৈরিও পাওয়া যায়। নীলচে শেডের স্কয়ার স্কার্ফ গলায় ফেলে আলগা গিঁট দিয়ে রাখতে পারেন। চুলের পেছন থেকে নিয়ে মাথার ওপরও বেঁধে রাখতে
পারেন স্কার্ফ। অথবা স্কয়ার স্কার্ফ বেঁধে নিতে পারেন ব্যাগের সঙ্গে।
কয়েক রকম সবুজ
হালকা সবুজ রঙের পোশাকে প্রকৃতির স্নিগ্ধতা থাকে। থ্রি পিস, সিঙ্গেল কামিজ, কুর্তি কিংবা টি–শার্ট যাই হোক না কেন, শরীর ও চোখে আরাম দেবে এ সময়। লেমন গ্রিন হাফ হাতা শার্টের সঙ্গে ডার্ক শেডের সবুজ ফ্লোরাল প্রিন্টের সিল্কের স্কার্ফ তিন কোনা ভাঁজ করে পিঠের ওপর ফেলে রাখতে পারেন। স্কার্ফের দুই কোনা টুইস্ট করে সামনে এনে শার্টের বাটনের সঙ্গে ব্রুজ লাগিয়ে রাখতে পারেন।
শুভ্র-গোলাপির স্নিগ্ধতা
এ সময় যে দুটি রংকে উপেক্ষা করার জো নেই, সে দুটি হলো সাদা ও গোলাপি। সাদা ও অন্যান্য হালকা রঙের পোশাক চোখকে দেবে প্রশান্তি। সাদা পোশাকের মতো হালকা গোলাপি পোশাকও আরাম দেবে। সাদা রঙের পোশাক সবকিছুর সঙ্গে মানিয়ে যায় সহজে।
এমন রঙের পোশাক পরা উচিত রাস্তায় চলাফেরার সময়, যা আশপাশের মানুষের চোখে আরাম দেবে। এ সময় পরার জন্য ট্রপিক্যাল রংগুলো দারুণ। সানশাইন ইয়েলো, অ্যামাজন গ্রিন, ওশান ব্লু, ম্যাঙ্গো বিচ, ভ্যালেন্সিয়া অরেঞ্জ এ সময়ে পরার জন্য উপযোগী। তবে একটু ডার্ক টোনের দিকে গেলে প্যারট গ্রিন ও বার্ডস অব প্যারাডাইস আমরা ব্যবহার করি।
এ. কে. ওয়াসিম উদ্দীন আহমেদ
ডিজাইনার, ইয়েলো।
আষাঢ় যাই যাই করছে। আবহাওয়ায় নরম-গরম একটা ভাব রয়েছে এখন। এই ঝরছে অঝোরধারার বৃষ্টি তো এই ঠা–ঠা রোদ। এমন সময় আরামের পোশাক দরকার। আবার শুধু পরার জন্যই নয়, রংও হতে হবে মনের মতো। কারণ, রংও কিন্তু আরামের জন্য গুরুত্বপূর্ণ। তাই কড়া রঙের কাপড়গুলো এখন তোলা থাক। আবহাওয়ার এমন তালে হালকা রঙের কাপড়ই আরাম আনে বেশ। ফতুয়া, টপস, টি-শার্ট, কামিজ, স্কার্ফ, কুর্তা ও গাউন পোশাক যেমনই হোক না কেন, সবকিছুই হওয়া চাই হালকা রঙের। যেন ঘরে-বাইরে যেখানেই থাকুন না কেন, আপনার পোশাকের রং সবখানেই ছড়ায় স্নিগ্ধতা।
হলদে-সবুজে
ঝাঁ রোদ্দুরে লেমন গ্রাসের কথা মনে পড়লেই তরতাজা অনুভূতি কাজ করে। আর বৃষ্টিস্নাত প্রকৃতি মানেই সবুজ। সে সবুজ রঙের সঙ্গে যদি মেশানো যায় ভোরের নরম আলো, তবে পাওয়া যায় তরতাজা, পরিচ্ছন্ন এক রূপ। এই দুই রঙের মিশ্রণ দিয়ে বাটিক, ভেজিটেবল ডাই, টাইডাই, স্ক্রিনপ্রিন্ট, ব্লক করা কাপড় বেছে নিতে পারেন।
কমলায় সতেজ করোনার কারণে ভারী মেকআপের যুগ প্রায় অস্তমিত। ফলে এমন রঙের পোশাক পরতে পারেন, যা আরাম তো দেবে, সেই সঙ্গে ধরে রাখবে চনমনে লুকও। ভ্যালেন্সিয়া অরেঞ্জ হলো তেমনই একটি রং। ওড়না, কোটি, শার্টের ক্ষেত্রে বাছাই করা যেতে পারে এই রংটি।
ওড়নায় সাগরের স্নিগ্ধতা
টি-শার্ট, স্কার্ট ও শার্টের সঙ্গে গলায় পেঁচিয়ে নিতে ফুরফুরে স্কার্ফ একটুও দ্বিধা করছে না ট্রেন্ড সেটাররা। এই ধরনের স্কার্ফ বেশির ভাগই নরম সুতি, শিফন বা সিল্কের সুতায় তৈরি। অন্যান্য সুতার তৈরিও পাওয়া যায়। নীলচে শেডের স্কয়ার স্কার্ফ গলায় ফেলে আলগা গিঁট দিয়ে রাখতে পারেন। চুলের পেছন থেকে নিয়ে মাথার ওপরও বেঁধে রাখতে
পারেন স্কার্ফ। অথবা স্কয়ার স্কার্ফ বেঁধে নিতে পারেন ব্যাগের সঙ্গে।
কয়েক রকম সবুজ
হালকা সবুজ রঙের পোশাকে প্রকৃতির স্নিগ্ধতা থাকে। থ্রি পিস, সিঙ্গেল কামিজ, কুর্তি কিংবা টি–শার্ট যাই হোক না কেন, শরীর ও চোখে আরাম দেবে এ সময়। লেমন গ্রিন হাফ হাতা শার্টের সঙ্গে ডার্ক শেডের সবুজ ফ্লোরাল প্রিন্টের সিল্কের স্কার্ফ তিন কোনা ভাঁজ করে পিঠের ওপর ফেলে রাখতে পারেন। স্কার্ফের দুই কোনা টুইস্ট করে সামনে এনে শার্টের বাটনের সঙ্গে ব্রুজ লাগিয়ে রাখতে পারেন।
শুভ্র-গোলাপির স্নিগ্ধতা
এ সময় যে দুটি রংকে উপেক্ষা করার জো নেই, সে দুটি হলো সাদা ও গোলাপি। সাদা ও অন্যান্য হালকা রঙের পোশাক চোখকে দেবে প্রশান্তি। সাদা পোশাকের মতো হালকা গোলাপি পোশাকও আরাম দেবে। সাদা রঙের পোশাক সবকিছুর সঙ্গে মানিয়ে যায় সহজে।
এমন রঙের পোশাক পরা উচিত রাস্তায় চলাফেরার সময়, যা আশপাশের মানুষের চোখে আরাম দেবে। এ সময় পরার জন্য ট্রপিক্যাল রংগুলো দারুণ। সানশাইন ইয়েলো, অ্যামাজন গ্রিন, ওশান ব্লু, ম্যাঙ্গো বিচ, ভ্যালেন্সিয়া অরেঞ্জ এ সময়ে পরার জন্য উপযোগী। তবে একটু ডার্ক টোনের দিকে গেলে প্যারট গ্রিন ও বার্ডস অব প্যারাডাইস আমরা ব্যবহার করি।
এ. কে. ওয়াসিম উদ্দীন আহমেদ
ডিজাইনার, ইয়েলো।
মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৫-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে এ বছরের খেতাবপ্রাপ্ত বিজয়ী জেসিয়া ইসলামকে মুকুট পরানোর মধ্য দিয়ে। আজ ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজধানীর মহাখালী ডিওএইচএসে আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
৮ ঘণ্টা আগেবন্ধু বা পরিবারের সঙ্গে কোনো বুফে রেস্টুরেন্টে ঢুকলেন। চোখের সামনে লম্বা টেবিলে সাজানো খাবার, নানান রঙের সালাদ, গরম ধোঁয়া ওঠা মাংস, মিষ্টি, ফল। খাবারের ঘ্রাণ যেন আপনাকে কাছে টানছে। কিন্তু দেখা যায়, অনেকে অল্প কিছু খেয়েই পেট ভরিয়ে ফেলেন। এত আশা করে বুফে খেতে যাওয়া যেন জলে গেল। এমনটা হতেই পারে, যদি
১১ ঘণ্টা আগেকোনো কোনো দেশে জনগণ তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি প্রবল আস্থা প্রকাশ করে। আবার কিছু দেশে সরকারের প্রতি ব্যাপক সংশয় ও অবিশ্বাস বিরাজ করে। সরকারের প্রতি জনগণের বিশ্বাস দেশভেদে ব্যাপকভাবে ভিন্ন বলে জানিয়েছে অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট।
১২ ঘণ্টা আগেপ্রতিবারই পরিকল্পনা করেন, কিন্তু কর্মক্ষেত্র আর বাড়িতে সমানতালে ব্যস্ত থাকায় পূজায় মিষ্টিমুখের জন্য ভরসা করতে হয় মিষ্টির দোকান আর অনলাইন-ভিত্তিক খাবারের পেজগুলোর ওপর। এবার আটঘাট বেঁধেই পরিকল্পনা করেছেন, অল্প করে হলেও ঘরেই তৈরি হবে দশমীর খাবার। আর শেষপাতে থাকবে মিষ্টিমুখের আয়োজন।
১৪ ঘণ্টা আগে