ভ্রমণ ডেস্ক
এক মৌসুমে তিনবার মাউন্ট এভারেস্টে আরোহণ করে রেকর্ড করেছেন নেপালের নাগরিক পূর্ণিমা শ্রেষ্ঠা। তিনবার আরোহণ করতে তিনি সময় নিয়েছেন ১৩ দিন।
পূর্ণিমা এই মৌসুমে ফুরা টেম্বা শেরপার সঙ্গে প্রথম এভারেস্টের চূড়ায় আরোহণ করেন ১২ মে। ১৯ মে পাসাং শেরপার সঙ্গে দ্বিতীয়বার এবং ২৫ মে ভোর ৫টা ৫০ মিনিটে তিনি তৃতীয়বারের মতো এভারেস্টের চূড়ায় আরোহণ করেন কারমা গ্যালজেন শেরপার সঙ্গে।
পূর্ণিমা শ্রেষ্ঠার ৮ হাজার মিটার পর্বতচূড়া আরোহণের রেকর্ড চিত্তাকর্ষক। তিনি মানসলু সামিট করেছেন দুবার এবং মাউন্ট এভারেস্ট চারবার। এ ছাড়া সামিট করেছেন অন্নপূর্ণা-১, ধলাগিরি, কাঞ্চনজঙ্ঘা, লোৎসে, মাকালু ও কেটু। পূর্ণিমা শ্রেষ্ঠা পেশাগত জীবনে একজন ফটোসাংবাদিক।
সূত্র: দ্য হিন্দু
এক মৌসুমে তিনবার মাউন্ট এভারেস্টে আরোহণ করে রেকর্ড করেছেন নেপালের নাগরিক পূর্ণিমা শ্রেষ্ঠা। তিনবার আরোহণ করতে তিনি সময় নিয়েছেন ১৩ দিন।
পূর্ণিমা এই মৌসুমে ফুরা টেম্বা শেরপার সঙ্গে প্রথম এভারেস্টের চূড়ায় আরোহণ করেন ১২ মে। ১৯ মে পাসাং শেরপার সঙ্গে দ্বিতীয়বার এবং ২৫ মে ভোর ৫টা ৫০ মিনিটে তিনি তৃতীয়বারের মতো এভারেস্টের চূড়ায় আরোহণ করেন কারমা গ্যালজেন শেরপার সঙ্গে।
পূর্ণিমা শ্রেষ্ঠার ৮ হাজার মিটার পর্বতচূড়া আরোহণের রেকর্ড চিত্তাকর্ষক। তিনি মানসলু সামিট করেছেন দুবার এবং মাউন্ট এভারেস্ট চারবার। এ ছাড়া সামিট করেছেন অন্নপূর্ণা-১, ধলাগিরি, কাঞ্চনজঙ্ঘা, লোৎসে, মাকালু ও কেটু। পূর্ণিমা শ্রেষ্ঠা পেশাগত জীবনে একজন ফটোসাংবাদিক।
সূত্র: দ্য হিন্দু
চল্লিশ বছর বয়সের পর চোখের নিচে বলিরেখা দেখা, ত্বকের অনুজ্জ্বল ভাব আরও স্পষ্ট হতে শুরু করে। এ সময় যত ব্যস্তই থাকুন না কেন, দিনের একটু সময় নিজের জন্য বরাদ্দ রাখুন, নিজের যত্ন নিন। খাদ্যতালিকায় শরীর ও ত্বকের উপযোগী খাবারকে প্রাধান্য দিন। তবেই ত্বক হাসবে নতুন করে।
৭ ঘণ্টা আগেসারা দিন হাতের ত্বকের ওপর সূর্যরশ্মির প্রচণ্ড অত্যাচার চলে। ফলে খুব স্বাভাবিকভাবে হাতের ত্বকের রং মুখের ত্বকের তুলনায় গাঢ় হয়ে যায়। প্রায় সবার ক্ষেত্রে দেখা যায় মুখের রঙের তুলনায় হাতের রং একটু গাঢ়। ফলে পুরো দেহের ত্বকের রঙের এই ভারসাম্যহীনতা দূর করতে হাতের যত্ন নিতে হবে একটু মনে করেই।
১৭ ঘণ্টা আগেনবম থেকে এগারো শতকের জাপানে ছাতা ছিল কেবল ক্ষমতাবানদের ব্যবহার্য জিনিস। তখন শাসক বা ধর্মীয় নেতাদের মাথার ওপর সম্মান ও আধ্যাত্মিক ছায়ার প্রতীক হিসেবে দীর্ঘ হাতলযুক্ত বড় ছাতা ধরা হতো। বারো শতকের পর সাধারণ মানুষও ছাতা ব্যবহার শুরু করে।
১ দিন আগেড. উইনগার্ডের মতে, মশা কাকে বেশি কামড়াবে, তার ৮৫ শতাংশ নির্ভর করে আমাদের জেনেটিক বৈশিষ্ট্যের ওপর। তবে বাকি অংশ আমরা নিয়ন্ত্রণ করতে পারি কিছু সাধারণ অভ্যাস পরিবর্তনের মাধ্যমে। তিনি গ্রীষ্মকালে মশার হাত থেকে বাঁচতে ৫টি বৈজ্ঞানিক উপায় জানিয়েছেন।
১ দিন আগে