সানজিদা সামরিন
ঢাকা: ফ্যাশন জগতে মোটিফ খুব গুরুত্বপূর্ণ। মাঝে মাঝেই কিছু কিছু মোটিফ ট্রেন্ড সেট করে ফেলে। দীর্ঘ সময় ফ্যাশনের বিভিন্ন অনুষঙ্গে থাকে তার প্রভাব। পাখি ফ্যাশন জগতের গুরুত্বপূর্ণ মোটিফ। দীর্ঘদিন থেকে পাখির মোটিফ ব্যবহার হয়ে আসছে টি শার্ট, শার্ট, স্কার্ট, বেল্টের বাকেলে, কানের দুলে, আংটিতে কিংবা ট্যাটুতে। খুব সম্ভবত পরিবেশ রক্ষায় প্যাঁচার ভূমিকা এবং প্যাঁচাকে নিয়ে পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিতে গড়ে ওঠা সংস্কারের ফলে খুব সহজে শিকারি এ পাখিটি ফ্যাশন আইকনে পরিণত হয়েছে।
ফ্যাশনে প্যাঁচার মোটিফ
আমাদের দেশের ফ্যাশন জগতে প্যাঁচার মোটিফ এখন বেশ জনপ্রিয়। বৈশাখকেন্দ্রিক ফ্যাশনে প্যাঁচার মোটিফের উপস্থিতি দেখা যায় গুরুত্বের সঙ্গে। বৈশাখের শাড়ি ও পাঞ্জাবিতে প্যাঁচার মোটিফ ব্যবহার করা হয়।
তারুণ্যের পোশাক টি–শার্টে প্যাঁচার মোটিফ বেশ জনপ্রিয়। যেকোনো রঙের টি–শার্টেই দেখা যায় প্যাঁচার নকশা।
একরঙা কুর্তির বুকজুড়ে প্যাঁচার মোটিফ দেখা যায় আজকাল। সঙ্গে ম্যাচ বা কনট্রাস্ট করে পাজামা, লেগিংস, পালাজো, চুড়িদার, পাতিয়ালা যা খুশি পরে নিতে পারেন।
প্যাঁচা মোটিফের ফ্যাশন অ্যাক্সেসরিজও পাওয়া যায় এখন। অক্সিডাইজের বড় প্যাঁচা পেন্ডেন্ট, প্যাঁচা দুল, প্যাঁচার মোটিফে আংটি এখন ফ্যাশন অনুষঙ্গ।
চাবির রিং হিসেবেও পাওয়া যায় প্যাঁচা।
আইকনিক ব্রিটিশ লাক্সারি ব্র্যান্ড বারবেরি ২০১২ সালে প্যাঁচার প্রিন্ট ফ্যাশনে অগ্রণী হয়েছিল। তারা প্যাঁচার আদলে হ্যান্ডব্যাগ এনেছিল। এখন ফ্যাশন আনুষঙ্গিক গয়না, টি-শার্ট এবং অন্তর্বাস প্যাঁচার প্রতীক দিয়ে সজ্জিত।
ঢাকা: ফ্যাশন জগতে মোটিফ খুব গুরুত্বপূর্ণ। মাঝে মাঝেই কিছু কিছু মোটিফ ট্রেন্ড সেট করে ফেলে। দীর্ঘ সময় ফ্যাশনের বিভিন্ন অনুষঙ্গে থাকে তার প্রভাব। পাখি ফ্যাশন জগতের গুরুত্বপূর্ণ মোটিফ। দীর্ঘদিন থেকে পাখির মোটিফ ব্যবহার হয়ে আসছে টি শার্ট, শার্ট, স্কার্ট, বেল্টের বাকেলে, কানের দুলে, আংটিতে কিংবা ট্যাটুতে। খুব সম্ভবত পরিবেশ রক্ষায় প্যাঁচার ভূমিকা এবং প্যাঁচাকে নিয়ে পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিতে গড়ে ওঠা সংস্কারের ফলে খুব সহজে শিকারি এ পাখিটি ফ্যাশন আইকনে পরিণত হয়েছে।
ফ্যাশনে প্যাঁচার মোটিফ
আমাদের দেশের ফ্যাশন জগতে প্যাঁচার মোটিফ এখন বেশ জনপ্রিয়। বৈশাখকেন্দ্রিক ফ্যাশনে প্যাঁচার মোটিফের উপস্থিতি দেখা যায় গুরুত্বের সঙ্গে। বৈশাখের শাড়ি ও পাঞ্জাবিতে প্যাঁচার মোটিফ ব্যবহার করা হয়।
তারুণ্যের পোশাক টি–শার্টে প্যাঁচার মোটিফ বেশ জনপ্রিয়। যেকোনো রঙের টি–শার্টেই দেখা যায় প্যাঁচার নকশা।
একরঙা কুর্তির বুকজুড়ে প্যাঁচার মোটিফ দেখা যায় আজকাল। সঙ্গে ম্যাচ বা কনট্রাস্ট করে পাজামা, লেগিংস, পালাজো, চুড়িদার, পাতিয়ালা যা খুশি পরে নিতে পারেন।
প্যাঁচা মোটিফের ফ্যাশন অ্যাক্সেসরিজও পাওয়া যায় এখন। অক্সিডাইজের বড় প্যাঁচা পেন্ডেন্ট, প্যাঁচা দুল, প্যাঁচার মোটিফে আংটি এখন ফ্যাশন অনুষঙ্গ।
চাবির রিং হিসেবেও পাওয়া যায় প্যাঁচা।
আইকনিক ব্রিটিশ লাক্সারি ব্র্যান্ড বারবেরি ২০১২ সালে প্যাঁচার প্রিন্ট ফ্যাশনে অগ্রণী হয়েছিল। তারা প্যাঁচার আদলে হ্যান্ডব্যাগ এনেছিল। এখন ফ্যাশন আনুষঙ্গিক গয়না, টি-শার্ট এবং অন্তর্বাস প্যাঁচার প্রতীক দিয়ে সজ্জিত।
ইউক্রেনের আলোকচিত্রী নিকা রিতচেল ব্যালেরিনাদের ছবি তুলে যুদ্ধের অমানিশা ভুলে থাকার চেষ্টা করছেন। কিয়েভের বোমার শব্দের মধ্যেও থেমে না থেকে তিনি শিল্পচর্চায় আগ্রহীদের মনে জাগিয়ে তুলছেন সাহস, আশাবাদ ও স্বাধীনতার স্বপ্ন।
১২ ঘণ্টা আগেযারা হাইকিং ভালোবাসেন এবং পৃথিবীর বিভিন্ন ট্রেইলে হাইকিং করে থাকেন, তাঁদের অনন্য অভিজ্ঞতা দেবে থাইল্যান্ডের ট্রেইলগুলো। এসব ট্রেইল ধরে হাঁটার সময় এক ভিন্ন রকম উপকূলীয় সৌন্দর্য এবং থাইল্যান্ডের এক ভিন্ন রকম সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া যাবে। ঘন জঙ্গল, ধানখেত, কুয়াশাচ্ছন্ন পাহাড় ও পাহাড়ের ওপরের মন্
১ দিন আগেপড়ন্ত দুপুরে আমরা তিনজন। বাগানের আঁকাবাঁকা পথ অতিক্রম করতে হবে, এই ভেবে বাইক সঙ্গে নিলাম। চৌহাট্টা, আম্বরখানা, লাক্কাতুরা চা-বাগানকে পাশ কাটিয়ে মিনিট দশেকের মধ্যে আমরা পৌঁছে গেলাম দেশের প্রথম চা-বাগান মালনীছড়ার মূল কার্যালয়সংলগ্ন রাস্তার মাথায়। বাগানটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৫৪ সালে।
১ দিন আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির কারণে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগ্রহ কমেছে। কিন্তু ভারতীয় পর্যটকদের মধ্যে দেশটিতে ভ্রমণের আগ্রহ বেড়েছে। সম্প্রতি ভ্রমণবিষয়ক ওয়েবসাইট স্কিফট রিসার্চের এক বিশেষ জরিপে দেখা গেছে, রাজনৈতিক অস্থিরতা ও ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের কারণে কানাডা,
১ দিন আগে