Ajker Patrika

ফল দিয়ে সাবুদানার ডেজার্ট 

দিনার বড়ুয়া তৃপ্তি
আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১৪: ৪৪
ফল দিয়ে সাবুদানার ডেজার্ট 

উপকরণ 
দুধ আধা লিটার, চিনি ৩ টেবিল চামচ, গুঁড়ো দুধ বা কনডেন্সড মিল্ক (পরিমাণমতো), সাবুদানা ১০০ গ্রাম, জেলো দুই-তিন রঙের নিতে পারেন। পছন্দমতো ফল যেমন–তরমুজ, আপেল, আঙুর, কলা, আনার ইত্যাদি। রুহ আফজা (ইচ্ছে)।

প্রণালি
১ম ধাপ 
জেলো তৈরি
প্যকেটজাত জেলো পাউডার ১ কাপ পানিতে ফুটিয়ে নিয়ে চ্যাপ্টা কোনো পাত্রে ঢেলে ফ্যানের নিচে রেখে দিতে হবে। পরে ফ্রিজে রাখুন ঠান্ডা হতে।

এবার চুলায় পাত্র বসিয়ে পরিমাণমত পানি দিন। বলক উঠলে সাবুদানা দিয়ে নেড়েচেড়ে দিন। সাদা মুক্তোর মতো সাবুদানা যখন রং পাল্টাবে, তখন অনবরত নাড়তে নাড়তে পরখ করে নিন সেদ্ধ হলো কি না। এরপর ছাকনিতে ঢেলে ঠান্ডা পানিতে সঙ্গে সঙ্গে ধুয়ে নিন।
এরপর চুলায় পাত্র বসিয়ে দুধ গরম করে নিন। কম হিটে নাড়তে থাকুন। কিছুক্ষণ পর গুঁড়ো দুধ বা কনডেন্সড মিল্ক দিন ঘন হওয়ার জন্য। চিনি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে ঠান্ডা হতে দিন।

ছবি: লেখক২য় ধাপ
পছন্দসই ফল যেমন—তরমুজ, আপেল, আঙুর, কলা, আনার কিউব করে কেটে নিন। জেলোটা ফ্রিজ থেকে বের করে পছন্দমত কিউব করে কেটে নিন। এখন দুধটা ঘরোয়া তাপমাত্রায় রেখে একে একে সাবুদানা, জেলো, ফল দিয়ে ভালোমতো মিশিয়ে নিন। এই পর্যায়ে রুহ আফজা দিতে পারেন সুন্দর পরিবেশনার জন্য। এরপর ফ্রিজে রেখে আরও ঠান্ডা করে নিন। ১৫ মিনিট পর বাটি বা গ্লাসে পরিবেশন করুন দারুণ এই ডেজার্ট। চাইলে আইসক্রিম দিয়েও পরিবেশন করতে পারেন। 

রেসিপি ও ছবি: দিনার বড়ুয়া তৃপ্তি

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

উপদেষ্টা পরিষদের ভেতরে মাহফুজকে হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে: নাহিদ

সেই ফাইয়াজের ভাই জাকসুর জিএস

পদত্যাগপত্রে যা লিখলেন অধ্যাপক রেজওয়ানা করিম

জাকসুর ভিপি হলেন আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলাম

‘বাংলাদেশের রাজনীতিতে আরেকটি প্রক্সি মওদুদীবাদী দলের দরকার নেই’, কাদের ইঙ্গিত করলেন উপদেষ্টা মাহফুজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত