রংপুরের তিন উপজেলায় বিশেষ অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে রাত ১১টা পর্যন্ত চলা এই অভিযানে তাঁদের আটক করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে বাধা, অর্থ জোগানের পরিকল্পনা এবং অন্যান্য অভিযোগে একাধিক মামলা রয়েছে।