Ajker Patrika

পরমাণু শক্তি কমিশনের পরীক্ষার সূচি প্রকাশ

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তিনটি পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তিনটি পদ হলো: অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট, কম্পিউটার টাইপিস্ট ও জেনারেল অ্যাটেনডেন্ট। এসব পদে ১৯ হাজার ৯৯৬ জন প্রার্থী অংশ নেবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৬ সেপ্টেম্বর অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট পদের লিখিত পরীক্ষা আগারগাঁওয়ে অবস্থিত শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয় ও শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে বেলা সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরদিন ২৭ সেপ্টেম্বর কম্পিউটার টাইপিস্ট এবং জেনারেল অ্যাটেনডেন্ট পদের পরীক্ষা পৃথক দুটি সময়ে পৃথক দুটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কম্পিউটার টাইপিস্ট পদের পরীক্ষা আগারগাঁও তালতলা সরকারি কলোনি উচ্চবিদ্যালয় ও কলেজ এবং শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আর বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আগারগাঁও তালতলা সরকারি কলোনি উচ্চবিদ্যালয় ও কলেজ এবং শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রে জেনারেল অ্যাটেনডেন্ট পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের প্রবেশপত্র টেলিটক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে প্রত্যেক পরীক্ষার্থীর মোবাইলে এসএমএসের মাধ্যমে প্রেরণ করা হয়েছে। প্রবেশপত্রে পরীক্ষার কেন্দ্র, কক্ষ নম্বর, তারিখ ও সময় উল্লেখ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরানের হাতে ইসরায়েলের ‘কয়েক লাখ পৃষ্ঠার’ গোপন নথি, পারমাণবিক স্থাপনার ছবি প্রকাশ

আ.লীগের অপরাধীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত

ভারত–চীন সীমান্তের শীতল লাদাখ জেন–জি আন্দোলনে অগ্নিগর্ভ কেন

ভারতের কাছে হারের পর বাংলাদেশকে ধুয়ে দিলেন রুবেল

চীনা নেতৃত্বাধীন বৃহত্তম বাণিজ্য জোট আরসিইপিতে যোগ দিতে চায় বাংলাদেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত