Ajker Patrika

নতুন অফিসে মানিয়ে নেওয়ার কৌশল

চাকরি ডেস্ক 
নতুন অফিসে মানিয়ে নেওয়ার কৌশল

নতুন চাকরি মানেই নতুন পরিবেশ, নতুন নিয়মকানুন এবং নতুন সহকর্মীদের সঙ্গে খাপ খাওয়ানোর চ্যালেঞ্জ। এ সময়টা অনেকের কাছে হতে পারে মানসিক চাপের সময়। আবার কেউ কেউ এ সময়কে কাজে লাগিয়ে দ্রুতই নিজের জায়গা তৈরি করতে পারেন। মূল বিষয় হলো কীভাবে শুরুটা করবেন? এ ক্ষেত্রে সহজ অথচ কার্যকর কিছু কৌশল মেনে চললে নতুন কর্মক্ষেত্রে মানিয়ে নেওয়া সহজ হয়ে যায়।

প্রথম ইমপ্রেশন গড়ার সুযোগ হাতছাড়া করবেন না

কাজের প্রথম দিন থেকে সবাই আপনাকে লক্ষ করবে। সময়মতো অফিসে পৌঁছানো, পরিচ্ছন্ন পোশাক, ভদ্র আচরণ এবং ইতিবাচক মনোভাব—এসবের মাধ্যমে সহকর্মী ও বসের কাছে আপনি দ্রুত গ্রহণযোগ্য হয়ে উঠতে পারেন।

অফিসের অঘোষিত নিয়ম শিখুন পর্যবেক্ষণের মাধ্যমে

প্রতিটি প্রতিষ্ঠানেরই কিছু আনুষ্ঠানিক নিয়ম থাকে, আবার কিছু অঘোষিত নিয়মও কার্যকর থাকে। যেমন কোন ই-মেইলে কাকে কপি করা হয়, মিটিংয়ে কারা আগে কথা বলেন, কিংবা টিফিনে সবাই কোথায় বসেন। এসব বিষয়ে লিখিত নিয়ম না থাকলেও সংস্কৃতির অংশ হয়ে যায়। প্রথম কয়েক সপ্তাহ যতটা সম্ভব শোনার চেষ্টা করুন, প্রশ্ন করুন এবং পর্যবেক্ষণ করুন।

সম্পর্ক গড়ুন, নেটওয়ার্ক তৈরি করুন

নতুন জায়গায় একা হয়ে থাকলে কাজ কঠিন হয়ে পড়ে। সহকর্মীদের সঙ্গে সহজ সম্পর্ক তৈরি করতে ছোট উদ্যোগ নিন। যেমন দুপুরের খাবারে তাদের সঙ্গে যোগ দিন, কফি ব্রেকে গল্প করুন বা প্রয়োজনে সহযোগিতার প্রস্তাব করুন। ছোটখাটো কথোপকথন থেকেই অনেক সময় আস্থা তৈরি হয়। মনে রাখবেন, অফিসের সম্পর্ক শুধু কাজের জন্য নয়; বরং মানসিক স্বস্তি ও দলগত সহযোগিতার জন্যও জরুরি।

ছোট সাফল্য দিয়ে নিজের সক্ষমতা প্রমাণ করুন

নতুন অফিসে যোগ দিয়েই বড় প্রকল্পে সাফল্য দেখানোর চেষ্টা অনেক সময় বিপরীত ফল আনতে পারে; বরং ছোট কাজগুলোতে দ্রুততা ও গুণগত মান দেখান।

নিয়মিত ফিডব্যাক নিন, শেখার মানসিকতা দেখান

নতুন পরিবেশে ভুল হওয়াই স্বাভাবিক। তবে ভুল থেকে শেখার জন্য বস বা টিম লিডের কাছ থেকে নিয়মিত ফিডব্যাক নিন। এতে বোঝা যাবে আপনি কোন জায়গায় ভালো করছেন, আর কোথায় উন্নতি দরকার। শুধু তা-ই নয়, ফিডব্যাক চাইলে আপনার শেখার আগ্রহও প্রকাশ পায়, যা বসদের কাছে ইতিবাচকভাবে ধরা দেয়। অনেক সময় ফিডব্যাক চাইলে সহকর্মীরাও আপনাকে সহযোগিতা করতে আগ্রহী হন।

ইতিবাচক ও নমনীয় থাকুন সব পরিস্থিতিতে

প্রতিটি নতুন চাকরিতে কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি আসবেই। সহকর্মীর ভিন্ন মনোভাব, কাজের চাপ কিংবা অফিসের রাজনীতি—এসবের মুখোমুখি হতে হবে। এ সময় নেতিবাচক প্রতিক্রিয়া না দেখিয়ে নমনীয়তা দেখাতে পারা বড় গুণ। ইতিবাচক মনোভাব রাখলে অন্যরা আপনাকে সহযোগিতা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। একই সঙ্গে আপনার পেশাগত ইমেজও শক্তিশালী হবে।

নিজের উন্নয়নের জন্য পরিকল্পনা করুন

অফিসের কাজের বাইরে নিজের ক্যারিয়ার উন্নয়নের জন্যও উদ্যোগ নিন। টিমের অভিজ্ঞ সদস্যদের কাছ থেকে শিখুন, অনলাইন কোর্স করুন বা নতুন দক্ষতা অর্জনের চেষ্টা করুন। এতে আপনার ব্যক্তিগত উন্নয়ন হবে, পাশাপাশি প্রতিষ্ঠানও উপকৃত হবে। অনেকে চাকরির শুরুতেই শেখার মানসিকতা প্রকাশ করেন, আর এটিই ভবিষ্যতে তাঁদের সাফল্যের ভিত্তি তৈরি করে।

সোর্স: দ্য মিউস এবং মাইন্ড টুলস্।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় ওয়াকআউট করল কোন কোন দেশ, বাংলাদেশও কি ছিল

প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্টলেডির সঙ্গে ড. ইউনূস, পাশে মেয়ে দীনা

বিএনপির চোখ জামায়াত ও চরমোনাইয়ের দিকে

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: হাইব্রিড পদ্ধতির বিশ্ববিদ্যালয় চলবে দুপুর থেকে সন্ধ্যা

ইসরায়েলকে তুলোধুনোর পর ফিলিস্তিনপন্থী বিক্ষোভে কলম্বিয়ার প্রেসিডেন্ট, ভিসা বাতিলের ঘোষণা যুক্তরাষ্ট্রের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত