Ajker Patrika

বাংলাদেশ বিমানবাহিনীতে চাকরির সুযোগ

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১২: ৩৭
বাংলাদেশ বিমানবাহিনীতে চাকরির সুযোগ

বাংলাদেশ বিমানবাহিনী ৮৯ বিএএফএ কোর্সে অফিসার ক্যাডেট হিসেবে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। নারী-পুরুষ উভয়েই আবেদনের সুযোগ পাবেন। অনলাইনে আবেদন শুরু হবে ১ মে থেকে। আবেদন করা যাবে ২৫ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত। 

শাখার নাম ও শিক্ষাগত যোগ্যতা

জিডি (পি) : এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ এবং গণিত ও পদার্থ বিষয়ে ন্যূনতম ‘এ’ গ্রেড থাকতে হবে। ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ‘ও’ লেভেলে গণিত ও পদার্থসহ ৫টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড ‘বি’ এবং ‘এ’ লেভেলে গণিত ও পদার্থে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে। 

ইঞ্জিনিয়ারিং: এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ছাড়া ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ এবং রসায়ন, গণিত ও পদার্থ বিষয়ে ন্যূনতম ‘এ’ গ্রেড থাকতে হবে। ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ‘ও’ লেভেলে রসায়ন, গণিত ও পদার্থসহ ৫টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড ‘বি’ এবং ‘এ’ লেভেলে রসায়ন, গণিত ও পদার্থে ‘বি’ গ্রেড থাকতে হবে। 

লজিস্টিক/এটিসি/এডিডব্লিউসি: এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ এবং গণিত ও পদার্থ বিষয়ে ন্যূনতম ‘এ’ গ্রেড থাকতে হবে। ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ‘ও’ লেভেলে গণিত ও পদার্থসহ ৫টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড ‘বি’ এবং ‘এ’ লেভেলে গণিত ও পদার্থে ‘বি’ গ্রেড থাকতে হবে। 

ফিন্যান্স: এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ এবং উভয় পরীক্ষায় গণিত/হিসাববিজ্ঞানে ন্যূনতম লেটার গ্রেড ‘এ’ থাকতে হবে। ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ‘ও’ লেভেলে গণিত/হিসাববিজ্ঞানসহ ৫টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড ‘বি’ এবং ‘এ’ লেভেলে ন্যূনতম দুটি বিষয়ে ‘বি’ গ্রেড (উভয় পরীক্ষায় গণিত ও হিসাববিজ্ঞান) থাকতে হবে। 

বয়স: ২৪ ডিসেম্বর ২০২৩ তারিখে বয়স সাড়ে ১৬ থেকে ২২ বছর। অবিবাহিত এবং বাংলাদেশি নারী বা পুরুষ নাগরিক। 

উচ্চতা ও ওজন: পুরুষ প্রার্থীদের বেলায় ন্যূনতম শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি। বুকের মাপ কমপক্ষে ৩২ ইঞ্চি। প্রসারণ ২ ইঞ্চি। মহিলা প্রার্থীর জিডি (পি)-এর জন্য উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি এবং অন্যান্য ৬২ ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি। ওজন, বয়স ও উচ্চতা অনুসারে। জিডি (পি) শাখার প্রার্থীদের চোখের দৃষ্টি ৬ /৬।

আবেদন প্রক্রিয়া: বাংলাদেশ বিমানবাহিনীর ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ২৫ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত। আবেদনের সব দরকারি তথ্য জানা যাবে বাংলাদেশ বিমানবাহিনীর ওয়েবসাইট থেকে। এ ছাড়াও দরকারি সব তথ্য জানা যাবে বাংলাদেশ বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরোনো বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা এবং রিক্রুটমেন্ট পরিদপ্তর, বাংলাদেশ বিমানবাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস, ঢাকা। 

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত