Ajker Patrika

সিরাজগঞ্জে জনবল নিয়োগ দেবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৩: ২২
সিরাজগঞ্জে জনবল নিয়োগ দেবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল

অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, সিরাজগঞ্জ। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নাম: সাঁটলিপিকার (স্টেনোগ্রাফার)।
পদের সংখ্যা: ১টি।
চাকরির ধরন: অস্থায়ী। 
বয়সসীমা: প্রার্থীর বয়সসীমা ২৫ মার্চ, ২০২০ তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: 
(ক) যেকোনো শিক্ষা বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 
(খ) সরকার কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে সাঁটলিপি ও কম্পিউটার কোর্সের সনদপ্রাপ্ত হতে হবে। 
(গ) প্রার্থীকে সাঁটলিপিতে শ্রুতি লেখন এবং পূর্ণ লিখনে প্রয়োজনীয় অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)। 
নির্ধারিত ফি: ১০০ টাকা (অফেরতযোগ্য)। 
আবেদনের শেষ সময়: ৩০ ডিসেম্বর, ২০২১

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত চাকরির ফরমে আবেদন করতে হবে এবং প্রার্থী কর্তৃক দরখাস্তটি নিজের হাতে পূরণকৃত ও স্বাক্ষরিত হতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে (অফিস চলাকালীন) সভাপতি, নিয়োগসংক্রান্ত বাছাই কমিটি ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ১ম আদালত, সিরাজগঞ্জ বরাবর ডাকযোগে অথবা সরাসরি পৌঁছাতে হবে। বিস্তারিত জানতে পারেন জেলা আদালত বাতায়ন, সিরাজগঞ্জ এই লিঙ্কে গিয়ে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত