Ajker Patrika

মাউশির ৩ পদের নিয়োগ পরীক্ষা স্থগিত, আবেদন করেছিলেন ৯৩ হাজার

নিজস্ব প্রতিবেদক
মাউশির ৩ পদের নিয়োগ পরীক্ষা স্থগিত, আবেদন করেছিলেন ৯৩ হাজার

ঢাকা: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) তিনটি পদে নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই পরীক্ষা স্থগিতের কথা জানায় মাউশি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত করা হলো।

যে তিনটি পদে লিখিত পরীক্ষা স্থগিত হয়েছে সেগুলো হলো-ক্যাশিয়ার/স্টোর কিপার (কোড-৩১৮), ক্যাশিয়ার (কোড-৩২০), স্টোর কিপার (কোড-৩২১)। আগামী ৪ জুন বিকেলে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হত। এই পদগুলোতে আবেদন করেছিলেন ৯৩ হাজার ৫৩০ জন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর উপপরিচালক (সাধারণ প্রশাসন) মো. রুহুল মমিন আজকের পত্রিকাকে জানান, 'করোনার সংক্রমণের কারণে পরীক্ষা স্থগিত হয়েছে। কারণ দেশের বিভিন্ন জেলায় লকডাউন থাকায় অনেকেই ঢাকায় এসে পরীক্ষায় অংশ নিতে পারবেন না।'

লিখিত পরীক্ষার পুনর্নির্ধারিত তারিখ ও সময় পরবর্তীতে প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া অধিদপ্তরের ওয়েবসাইটে মাধ্যমে ও জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষার নতুন তারিখ জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত