Ajker Patrika

জনবল নেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড

আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৭: ৪১
জনবল নেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড

একাধিক পদে জনবল নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল)। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

১। পদের নাম: ম্যানেজার (আইসিটি/এমআইএস)।

পদের সংখ্যা: ১ টি।

মূল বেতন: ৯১,০০০ টাকা।

অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সিএসই, আইটি, ইসিই, ইটিই বা সিএস বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অন্তত ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ৪ বছর জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন ইউলিটিস বা কোনো সংস্থায় ডেপুটি ম্যানেজার পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। টিপিএম, টিকিউএম, প্রিভেনটিভ মেইনটেন্যান্স ও করপোরেট গভর্ন্যান্স বিষয়ে জানাশোনা থাকতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর। 

২। পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার।

পদের সংখ্যা: ১০টি (মেকানিক্যাল ৫, ইলেকট্রিক্যাল ৫)।

মূল বেতন: ৫২,০০০ টাকা।

অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। অভিজ্ঞতার প্রয়োজন নেই। 

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর। 

৩। পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর, অ্যাডমিন, ট্রেনিং, কোম্পানি সেক্রেটারিয়েট।

পদের সংখ্যা: ২ টি।

মূল বেতন: ৫২,০০০ টাকা।

অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এইচআরএম, ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। অভিজ্ঞতার প্রয়োজন নেই।

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর। 

৪। পদের নাম: সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার।

পদের সংখ্যা: ৬ টি।

মূল বেতন: ৪০,০০০ টাকা।

অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল, সিভিল, পাওয়ার বা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। অভিজ্ঞতার প্রয়োজন নেই।

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর। 

৫। পদের নাম: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর, অ্যাডমিন, ট্রেনিং বা কোম্পানি সেক্রেটারিয়েট)।

পদের সংখ্যা: ৬ টি।

মূল বেতন: ৪০,০০০ টাকা।

অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এইচআরএম, ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। অভিজ্ঞতার প্রয়োজন নেই।

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর। 

বয়সসীমা: ১০ এপ্রিল ২০২২ তারিখে প্রার্থীর বয়স উল্লিখিত বয়সসীমার মধ্যে থাকতে হবে। ২ থেকে ৫ নম্বর পদের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সে শিথিলতা রয়েছে। 

শর্ত: চূড়ান্তভাবে নির্বাচিত হলে প্রার্থীদের তিন বছর চাকরি করতে হবে—এ মর্মে বন্ড সই করতে হবে। 

আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের আরপিসিএলের ওয়েবসাইট বা টেলিটকে আরপিসিএলের ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ১ নম্বর পদের জন্য ১ হাজার ৫০০ টাকা এবং ২ থেকে ৫ নম্বর পদের জন্য ১ হাজার টাকা টেলিটকের প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। 

আবেদনের শেষ সময়: ১০ এপ্রিল, ২০২২, বিকেল ৫টা পর্যন্ত। 

সূত্র: প্রতিষ্ঠানের ওয়েবসাইট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

সশস্ত্র বাহিনীর সদস্যদের নতুন বেতন নির্ধারণে কমিটি

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

এক ভারতীয়র কারণে যুক্তরাষ্ট্রে বন্ধ হলো ট্রাকচালকদের ভিসা

সরকারি-আধা সরকারি-স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের দপ্তর থাকবে সমন্বিত ভবনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত