Ajker Patrika

১৩ জন নেবে নৌপরিবহন অধিদপ্তর

চাকরি ডেস্ক
১৩ জন নেবে নৌপরিবহন অধিদপ্তর

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন নৌপরিবহন অধিদপ্তর। প্রতিষ্ঠানটি তাদের ৬ ক্যাটাগরির পদে ১৩ থেকে ২০তম গ্রেডে ১৩ জনকে নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম ও সংখ্যা: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ৩টি (অস্থায়ী)
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা (গ্রেড-১৩)
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৮০ ও বাংলায় ৫০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।

পদের নাম ও সংখ্যা: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১টি (স্থায়ী)
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা (গ্রেড-১৪)
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে মিনিটে গতি বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।

পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৩টি (অস্থায়ী)
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

পদের নাম ও সংখ্যা: ডেটা এন্ট্রি অপারেটর ১টি (অস্থায়ী)
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ।

পদের নাম ও সংখ্যা: গাড়িচালক ১টি (স্থায়ী)
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাস। হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক ৪টি (স্থায়ী)
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০)
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বয়সসীমা: সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ২৪ আগস্ট ২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত।

জেলা কোটা: ১ থেকে ৫ নম্বর পদে মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, নড়াইল, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, জয়পুরহাট, সুনামগঞ্জ, পঞ্চগড় ও গাইবান্ধা জেলা এবং ময়মনসিংহ ও বরিশাল বিভাগের সব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। ৬ নম্বর পদে নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, নেত্রকোনা, মাগুরা, খুলনা, বাগেরহাট, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কক্সবাজার, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, জয়পুরহাট, নওগাঁ, দিনাজপুর, রংপুর ও কুড়িগ্রাম জেলা এবং বরিশাল বিভাগের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। তবে সব জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা সব পদেই আবেদন করতে পারবেন।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইটের এই (https: //dos.solutionart.net/currentJobs/cir22Aug2023Tue6) লিংকে গিয়ে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই লিংক অথবা অধিদপ্তরের এই (http: //www.dos.gov.bd) ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আবেদন ফি: ১ থেকে ৫ নম্বর পদের জন্য ২০০ টাকা ও ৬ নম্বর পদের জন্য ১০০ টাকার সঙ্গে অনলাইন সার্ভিস চার্জ বাবদ ফির ১০ শতাংশসহ অনলাইন পেমেন্ট পদ্ধতির (নগদ, বিকাশ, রকেট, অন্যান্য ব্যাংক কার্ড) মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২৩ সেপ্টেম্বর ২০২৩।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত