Ajker Patrika

জনবল নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২১: ০৬
জনবল নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী

ঢাকা: ‘২০২২–এ অফিসার ক্যাডেট (১ম গ্রুপ)’ ব্যাচে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। নারী ও পুরুষ উভয়ের জন্যই আবেদন উন্মুক্ত।

এ সম্পর্কিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক বা সমমান পাস হতে হবে। বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানে আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৪ থাকতে হবে। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য ‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে কমপক্ষে তিনটি বিষয়ে ‘এ গ্রেড’ ও দুটি বিষয়ে ‘বি গ্রেড’ থাকতে হবে এবং ‘এ’ লেভেলে কমপক্ষে দুটি বিষয়ে ‘বি গ্রেড’ অবশ্যই থাকতে হবে। উভয় পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিত—এ দুই বিষয় থাকা বাধ্যতামূলক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদনকারীদের বয়স ১ জানুয়ারি ২০২২ তারিখে ১৬ বছর ৬ মাস থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। প্রার্থীদের অবশ্যই অবিবাহিত ও বাংলাদেশের নাগরিক হতে হবে। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিকভাবে ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত ৩২ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪৬ কেজি, বুকের মাপ স্বাভাবিকভাবে ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত ৩০ ইঞ্চি।

সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেট পদের বেতন-ভাতা দেওয়া হবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশে উচ্চতর প্রশিক্ষণ সুবিধা, জাতিসংঘ মিশন, বাসস্থান, চিকিৎসাসহ নানান সুযোগ-সুবিধা থাকবে। আবেদন শুধু অনলাইনে (www.joinnavy.navy.mil.bd) করা যাবে। আগামী ২০ মে সময়ের মধ্যে আবেদন করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত