Ajker Patrika

বিসিএস প্রস্তুতি: বন ক্যাডারের কমন প্রশ্নোত্তর

এম এম মুজাহিদ উদ্দীন
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮: ৩৭
বিসিএস প্রস্তুতি: বন ক্যাডারের কমন প্রশ্নোত্তর

চলছে ৪৪তম বিসিএস ভাইভা। ভাইভায় ভালো করার জন্য গুছিয়ে প্রস্তুতির বিকল্প নেই। এ জন্য বেশি বেশি বিগত সময়ে ক্যাডারে উত্তীর্ণদের ভাইভা অভিজ্ঞতা পড়তে হবে। শতাধিক বিসিএস ক্যাডারের ভাইভা অভিজ্ঞতা বিশ্লেষণ করে বন ক্যাডারের কমন কিছু প্রশ্নোত্তর নিয়ে লিখেছেন এম এম মুজাহিদ উদ্দীন।

প্রশ্ন: বিসিএস বন ক্যাডারের পদের বিবরণ বলেন।
উত্তর: সহকারী বন রক্ষক, উপবিভাগীয় বন রক্ষক, সহকারী প্রধান বন সংরক্ষক/বিভাগীয় বন কর্মকর্তা, বন সংরক্ষক, উপপ্রধান বন সংরক্ষক, প্রধান বন সংরক্ষক।

প্রশ্ন: বন ক্যাডারের সর্বোচ্চ পদ কোনটি?
উত্তর: প্রধান বন সংরক্ষক।

প্রশ্ন: বিসিএস বন ক্যাডার কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

প্রশ্ন: একজন বন ক্যাডার সাধারণত কোথায় কোথায় কাজ করেন?
উত্তর: বিসিএস বন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত একজন কর্মচারী বন অধিদপ্তরে কাজ করে থাকেন। এ ছাড়া বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই), জেলা বন কর্মকর্তার অফিস, উপজেলা বন কর্মকর্তার অফিস এবং বাংলাদেশ বন উন্নয়ন করপোরেশনে কাজ করে থাকেন। দেশের বন ও বন্য প্রাণীর সঠিক সুরক্ষার জন্য এই ক্যাডারের দায়িত্বশীল কর্মীদের দ্বারা বাংলাদেশ সরকার বিভিন্ন প্রজেক্ট পরিচালনা ও উন্নয়ন করে থাকে। 

প্রশ্ন: বাঘ কী উপায়ে গণনা করা হয়?
উত্তর: পাগমার্ক ও ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে।

প্রশ্ন: পাগমার্ক ও ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতির মধ্যে কোনটা বেশি কার্যকর?
উত্তর: ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতি।

প্রশ্ন: সুন্দরবনের শতকরা কতভাগ বাংলাদেশে পড়েছে?
উত্তর: প্রায় ৬০ শতাংশ।

প্রশ্ন: সুন্দরবন কয়টি জেলা নিয়ে বেষ্টিত?
উত্তর: মূলত খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট অর্থাৎ ৩টি জেলা নিয়ে বেষ্টিত।

প্রশ্ন: রামপাল পাওয়ার প্ল্যান্টের জন্য সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর কি কোনো বিরূপ প্রভাব পড়বে? তোমার কী মনে হয়?
উত্তর: আমার মনে হয় না কোনো বিরূপ প্রভাব পড়বে। কারণ, রামপালের যে অংশে পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করা হচ্ছে, তা সুন্দরবন থেকে প্রায় ৭০ কিমি দূরে এবং ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্য স্থান থেকে প্রায় ১৪ কিমি দূরে। তাই মনে করি, এতে সুন্দরবনের পরিবেশের ওপর কোনো বিরূপ প্রভাব ফেলবে না।

প্রশ্ন: দুর্যোগ তো আগের মতোই হয়, তবু ক্ষতির পরিমাণ কম হচ্ছে বলতে পারবেন?
উত্তর: সরকারের গৃহীত কিছু কার্যকর পদক্ষেপের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হচ্ছে। যেমন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র স্থাপন, ইনসিডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এবং ইনর‍্যাক্টিভ ভয়েজ রেসপন্স সিস্টেম পরিচালনা। এ ছাড়া যোগাযোগ এবং তথ্যপ্রযুক্তির উন্নয়ন দুর্যোগ-পরবর্তী ক্ষতি কমাতে অবদান রাখছে।

প্রশ্ন: হাওরের বন্যা কীভাবে হয়?
উত্তর: ফ্ল্যাশ ফ্লাড, পাহাড়ধস, সীমান্তবর্তী ভারতের অঞ্চলগুলোতে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে।

প্রশ্ন: নিসর্গ কর্মসূচি কী?
উত্তর: দেশের বিপন্ন বনাঞ্চল ও জীববৈচিত্র্য রক্ষার উদ্দেশ্যে বন এলাকায় বসবাসরত জনগণের সহযোগিতায় বন বিভাগের জাতীয় কর্মসূচি। 

প্রশ্ন: দেশের প্রথম ইকোপার্ক কোথায়?
উত্তর: চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ রিজার্ভ বনভূমি।

প্রশ্ন: ইনস্টিটিউট অব ফরেস্ট্রি কোথায় প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৭৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

স্থানীয় সরকার বিভাগের অধীনে চাকরি, বেতন ১৩–২০ গ্রেডে

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণারয়ের স্থানীয় সরকার বিভাগের অধীন পাবনা জেলা পরিষদ কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৫ ক্যাটাগরির পদে মােট ৫ জনকে নিয়ােগ দেওয়া হবে। গত ১০ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: হিসাব রক্ষক।

পদ সংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রি।

বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা (১৩তম গ্রেড)।

পদের নাম: সাঁটলিপিকার।

পদ সংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান সনদ থাকতে হবে।

বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা (১৩তম গ্রেড)।

পদের নাম: পরিবহন চালক।

পদ সংখ্যা: ১টি।

যোগ্যতা: হালকা যান চালনার বৈধ লাইসেন্স থাকতে হবে।

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (১৬তম গ্রেড)।

পদের নাম: ডুপ্লিকেটিং মেশিন অপারেটর কাম-দপ্তরী।

পদ সংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের সনদ থাকতে হবে।

বেতন: ৮,৮০০–২১,৩১০ টাকা (১৮তম গ্রেড)।

পদের নাম: অফিস সহায়ক।

পদ সংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (২০তম গ্রেড)।

আবেদন পদ্ধতি: আবেদনকারী কর্তৃক নির্ধারিত আবেদন ফর্ম স্ব-হস্তে লিখিত হতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ পূর্বক আবেদন ফর্ম ডাকযোগে অফিস চলাকালীন সময়ের মধ্যে ‘প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, পাবনা’ বরাবর পৌঁছাতে হবে।

আবেদনের শেষ সময়: ১১ জানুয়ারি, ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

মৎস্য উন্নয়ন করপোরেশনের ফল প্রকাশ

চাকরি ডেস্ক 
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১৫: ৩৮
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে ১১১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) করপোরেশনের যুগ্ম পরিচালক মো. মাসুদুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদগুলো হলো ফিশ প্রসেসিং, টেকনোলজিস্ট, ফিশ কালচারিস্ট, নিরাপত্তা অফিসার, হিসাবরক্ষক, অডিটর, উচ্চমান অফিস সহকারী, স্টোরকিপার, মার্কেটিং সহকারী, প্লাম্বার, মেকানিক।

এর আগে একইদিন ১২ ডিসেম্বর প্রতিষ্ঠানটির এই নিয়োগের লিখিত পরীক্ষা তেজগাঁও কলেজ ও তেজগাঁও সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করপোরেশনের জনবল নিয়োগসংক্রান্ত বাছাই কমিটির সুপারিশ অনুযায়ী লিখিত পরীক্ষায় পদভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের সুপারিশ করা হয়েছে। প্রার্থীদের ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে টেলিটকের মাধ্যমে এসএমএসযোগে প্রার্থীদের জানানো হবে এবং যথারীতি করপোরেশনের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরীক্ষা ২৯ ডিসেম্বর

চাকরি ডেস্ক 
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরীক্ষা ২৯ ডিসেম্বর

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ইকুইপমেন্ট কাম মোটর ড্রাইভার পদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ২৯ ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০ ডিসেম্বর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. মমিনুর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, ১০ ডিসেম্বর একই দিন ইকুইপমেন্ট কাম মোটর ড্রাইভার পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ১৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৯ ডিসেম্বর সকাল ১০টায় চট্টগ্রাম বন্দর কলেজ মাঠে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের একই দিনে বেলা ৩টায় প্রতিষ্ঠানটির বোর্ডরুমে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রার্থীরা প্রতিষ্ঠানটির নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে আবেদনপত্রে উল্লেখিত রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ইন্টারভিউ কার্ড ডাউনলোড করতে পারবেন। প্রার্থীদের অনুকূলে ডাকযোগে কোনো ইন্টারভিউ কার্ড পাঠানো হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, আবেদন শেষ ২০ ডিসেম্বর

চাকরি ডেস্ক 
মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, আবেদন শেষ ২০ ডিসেম্বর

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির স্টোর বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১০ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম: সিনিয়র ম্যানেজার/এজিএম, (স্টোর, মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে প্রার্থীর কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র : অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: নির্ধারিত নয়।

কর্মস্থল: নারায়ণগঞ্জ (সোনারগাঁও)।

বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২০ ডিসেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত