ইসলামে পশুপাখির যত অধিকার
পশুপাখির প্রতি ইসলাম বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি পোষণ করে। জীবনধারণে পশুপাখির গুরুত্ব অপরিসীম। মানুষ তা থেকে নানাভাবে উপকৃত হয়। পৃথিবীকে আবাদ ও প্রাণোচ্ছল রাখতে পশুপাখির সহায়তার বিকল্প নেই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা পশুপাখির নামে বেশ কয়েকটি সুরার নামকরণ করেন। যেমন, বাকারা, আনআম, নাহল ইত্যাদি...