তানবিরুল হক আবিদ
আল্লাহ তাআলা মানবজাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন তাঁর ইবাদতের জন্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘আমি জিন ও মানুষ কেবল এ জন্যই সৃষ্টি করেছি—তারা আমার ইবাদত করবে।’ (সুরা জারিআত: ৫৬)
ইবাদতের মধ্যে অন্যতম হলো নামাজ। নামাজ পবিত্রতা ছাড়া কবুল হয় না। পবিত্রতা অর্জনের মাধ্যম অজু-গোসল। বিকল্প হিসেবে রয়েছে তায়াম্মুম।
হজরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না। আর খিয়ানতের সম্পদ থেকে সদকা কবুল হয় না।’ (জামে তিরমিজি: ০১)
অন্য হাদিসে অজুর গুরুত্ব এভাবে বর্ণিত হয়েছে, হজরত জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘জান্নাতের চাবি হলো নামাজ। আর নামাজের চাবি হলো অজু।’ (জামে তিরমিজি: ০৪)। অর্থাৎ চাবি ছাড়া যেমন তালা খোলে না, তেমনি পবিত্রতা ছাড়াও নামাজ শুদ্ধ হয় না।
বিশুদ্ধ ও পবিত্র পানির মধ্য অন্যতম হলো আকাশ থেকে বর্ষিত বৃষ্টির পানি। বৃষ্টির পানি দিয়ে সব অবস্থায় অজু করা যায়। আল্লাহ তাআলা এই পানিকে পবিত্রতম ঘোষণা করে বলেন, ‘তিনিই সেই সত্তা, যিনি তাঁর অনুগ্রহের পূর্বাভাসস্বরূপ বায়ু প্রেরণ করেন, এবং আমি আকাশ থেকে শুদ্ধকারী পানি বর্ষণ করি। এর মাধ্যমে আমি মৃতভূমিকে জীবিত করি এবং আমার সৃষ্টি করা বহু জীবজন্তু ও মানুষকে তা পান করাই। (সুরা ফুরকান: ৪৮-৪৯)
বৃষ্টির পানিতে যদি প্রকাশ্য কোনো নাপাক না থাকে অথবা পানির রং, স্বাদ, গন্ধের যে কোনো একটা পরিবর্তন না হয়ে যায়—তাহলে জমিয়ে রাখা বা জমে থাকা বৃষ্টির পানি দিয়েও অজু করা জায়েজ আছে।
তাই খাল-বিল, ডোবা, জলাশয় বা কোনো পবিত্র পাত্রে জমে থাকা পরিষ্কার বৃষ্টির পানি দিয়ে অজু করতে কোনো বাধা নেই।
তথ্যসূত্র: দুররুল মুখতার: ১ / ৩২৩, হাশিয়াতুত তাহতাবি: ১৯-২০, আল ফিকহুল হানাফি ফি সাওবিহিল জাদিদ: ১ / ২৬, মাজমাউল আনহুর: ১ / ৪৪, ফাতাওয়া মাহমুদিয়া-৭ / ৩৭)
আল্লাহ তাআলা মানবজাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন তাঁর ইবাদতের জন্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘আমি জিন ও মানুষ কেবল এ জন্যই সৃষ্টি করেছি—তারা আমার ইবাদত করবে।’ (সুরা জারিআত: ৫৬)
ইবাদতের মধ্যে অন্যতম হলো নামাজ। নামাজ পবিত্রতা ছাড়া কবুল হয় না। পবিত্রতা অর্জনের মাধ্যম অজু-গোসল। বিকল্প হিসেবে রয়েছে তায়াম্মুম।
হজরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না। আর খিয়ানতের সম্পদ থেকে সদকা কবুল হয় না।’ (জামে তিরমিজি: ০১)
অন্য হাদিসে অজুর গুরুত্ব এভাবে বর্ণিত হয়েছে, হজরত জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘জান্নাতের চাবি হলো নামাজ। আর নামাজের চাবি হলো অজু।’ (জামে তিরমিজি: ০৪)। অর্থাৎ চাবি ছাড়া যেমন তালা খোলে না, তেমনি পবিত্রতা ছাড়াও নামাজ শুদ্ধ হয় না।
বিশুদ্ধ ও পবিত্র পানির মধ্য অন্যতম হলো আকাশ থেকে বর্ষিত বৃষ্টির পানি। বৃষ্টির পানি দিয়ে সব অবস্থায় অজু করা যায়। আল্লাহ তাআলা এই পানিকে পবিত্রতম ঘোষণা করে বলেন, ‘তিনিই সেই সত্তা, যিনি তাঁর অনুগ্রহের পূর্বাভাসস্বরূপ বায়ু প্রেরণ করেন, এবং আমি আকাশ থেকে শুদ্ধকারী পানি বর্ষণ করি। এর মাধ্যমে আমি মৃতভূমিকে জীবিত করি এবং আমার সৃষ্টি করা বহু জীবজন্তু ও মানুষকে তা পান করাই। (সুরা ফুরকান: ৪৮-৪৯)
বৃষ্টির পানিতে যদি প্রকাশ্য কোনো নাপাক না থাকে অথবা পানির রং, স্বাদ, গন্ধের যে কোনো একটা পরিবর্তন না হয়ে যায়—তাহলে জমিয়ে রাখা বা জমে থাকা বৃষ্টির পানি দিয়েও অজু করা জায়েজ আছে।
তাই খাল-বিল, ডোবা, জলাশয় বা কোনো পবিত্র পাত্রে জমে থাকা পরিষ্কার বৃষ্টির পানি দিয়ে অজু করতে কোনো বাধা নেই।
তথ্যসূত্র: দুররুল মুখতার: ১ / ৩২৩, হাশিয়াতুত তাহতাবি: ১৯-২০, আল ফিকহুল হানাফি ফি সাওবিহিল জাদিদ: ১ / ২৬, মাজমাউল আনহুর: ১ / ৪৪, ফাতাওয়া মাহমুদিয়া-৭ / ৩৭)
জুমার খুতবা চলাকালে মোবাইল ব্যবহার করা যাবে? যেমন ফেসবুক স্ক্রল করা, মেসেঞ্জার চেক করা ইত্যাদি। এ বিষয়ে ইসলামের নির্দেশনা জানতে চাই।
১১ ঘণ্টা আগেজুমার নামাজ সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এটি মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করতে হয়। এটি মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। প্রাপ্তবয়স্ক ও মানসিকভাবে সুস্থ সব পুরুষের জন্য জুমার নামাজ আদায় করা ফরজ। জুমার খুতবা শোনাও ওয়াজিব। তাই জুমার জন্য আগেভাগে প্রস্তুতি নিয়ে মসজিদে উপস্থিত হওয়া মুমিনের...
১১ ঘণ্টা আগেজুলুম এক অন্ধকার, যা মানবতাকে গ্রাস করার চেষ্টা করেছে প্রতিটি যুগে। কিন্তু চিরন্তন সত্য হলো, জুলুম ক্ষণস্থায়ী, আর মজলুমের বিজয় সুনিশ্চিত। মজলুমের কান্না আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। তার দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। নবীজি (সা.) সতর্ক করে বলেছেন, ‘মজলুমের দোয়াকে ভয় করো। কারণ, তার (দোয়া) এবং আল্লা
১৪ ঘণ্টা আগেনবীজি (সা.) সমগ্র সৃষ্টিজগতের জন্য রহমতস্বরূপ। তাঁর দয়া ও ভালোবাসা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তা পশুপাখিসহ সব প্রাণীর প্রতি প্রসারিত হয়েছিল। তবে বিড়ালের প্রতি তাঁর ভালোবাসা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। বিড়ালের প্রতি তাঁর এই ভালোবাসা ইসলামে প্রাণীর অধিকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
১৪ ঘণ্টা আগে