Ajker Patrika

লজ্জা—পাপ থেকে রক্ষাকারী অদৃশ্য প্রাচীর

ইসলাম ডেস্ক 
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মানবজীবনের যত ধরনের উত্তম গুণাবলি রয়েছে, সেসবের মধ্যে লজ্জাশীলতা এক অন্যতম বৈশিষ্ট্য। এটি কেবল একটি মানবীয় গুণ নয়, বরং মুমিন নারী ও পুরুষের ইমানের এক অবিচ্ছেদ্য অংশ।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘লজ্জা ইমানের অঙ্গ।’ (সহিহ্ মুসলিম)। এ সংক্ষিপ্ত বাণীই লজ্জার গুরুত্বকে স্পষ্ট করে তোলে। এটি সেই অদৃশ্য ঢাল, যা মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে এবং সমাজে তার সম্মান রক্ষা করে।

আরবিতে ‘হায়া’ শব্দের অর্থ হলো লজ্জা, সংকোচ বা ইতস্ততবোধ। এটি এমন এক মানবিক অনুভূতি, যা মানুষকে জনসম্মুখে বা গোপনে কোনো গর্হিত কাজ করতে বাধা দেয়। লজ্জা দুই ধরনের—স্বভাবগত ও অর্জিত। আল্লাহ প্রদত্তভাবে মানুষের মধ্যে যে সহজাত লজ্জা থাকে, তা হলো স্বভাবগত লজ্জা। যেমন—উলঙ্গ হতে লজ্জাবোধ করা। কিন্তু এরচেয়েও গুরুত্বপূর্ণ হলো অর্জিত লজ্জা। মহান আল্লাহর প্রতি ইমান আনার পর দ্বীন, আদব ও শিষ্টাচার সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষের মাঝে যে লজ্জাবোধ সৃষ্টি হয়, তা-ই অর্জিত লজ্জা। এ লজ্জাই মূলত একজন মুমিনকে যাবতীয় অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে।

লজ্জার সঙ্গে ইমানের নিবিড় সম্পর্ক রয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রতিটি দ্বীনেরই একটা চরিত্র রয়েছে, আর ইসলামের মূল চরিত্র হলো লজ্জাশীলতা।’ (সুনানে ইবনে মাজাহ)।

যার লজ্জানুভূতি যত বেশি, তার ইমান তত বেশি শক্তিশালী। এ লজ্জাবোধ তাকে পাপের পথ থেকে দূরে রাখে এবং সে পরিশুদ্ধ জীবন যাপন করতে পারে। এ কারণেই নবীজি (সা.) বলেছেন, ‘লাজুকতা কেবল কল্যাণই বয়ে আনে।’ (সহিহ্ বুখারি)

অন্যদিকে লজ্জাহীনতা হলো দুর্বল ইমানের লক্ষণ। যার লজ্জাবোধ যত কম, তার ইমানের জোর তত কম। লজ্জাহীন ব্যক্তি কোনো কাজ করার আগে তার ভালো-মন্দ বিচার করে না, ফলে সে সহজেই মন্দ পথে ধাবিত হয়। এ বিষয়ে রাসুল (সা.)-এর একটি সতর্কবাণী রয়েছে—‘যখন তুমি নির্লজ্জ হয়ে পড়বে, তখন যা ইচ্ছা তা-ই করো।’ (সহিহ্ বুখারি)। এ হাদিস যেন লজ্জাহীনতার চরম পরিণতিকে তুলে ধরে।

লজ্জাহীনতার কারণে মানুষ নানা ধরনের অন্যায় ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অশ্লীলতাকে কঠোরভাবে হারাম করেছেন। আল্লাহ বলেন, ‘(হে রাসুল,) বলুন, নিশ্চয়ই আমার রব অশ্লীলতা হারাম করেছেন। চাই তা প্রকাশ্যে হোক কিংবা গোপনে।’ (সুরা আরাফ: ৩৩)

লজ্জা ব্যক্তিকে পরিশুদ্ধ করে জান্নাতের পথে চালিত করে। রাসুল (সা.) বলেছেন, ‘লজ্জা ইমানের অঙ্গ, আর ইমানদারদের স্থান জান্নাত। অন্যদিকে নির্লজ্জতা দুশ্চরিত্রের অঙ্গ, আর দুশ্চরিত্রের স্থান জাহান্নাম।’ (জামে তিরমিজি)।

অন্য এক হাদিসে তিনি বলেন, ‘লজ্জা ও অল্প কথা বলা ইমানের দুটি শাখা। আর অশ্লীলতা ও অতিরিক্ত কথা মুনাফেকির দুটি শাখা।’ (জামে তিরমিজি)

লজ্জা দুর্বলতা নয়, এটি মনের শক্তি ও নৈতিকতার পরিচায়ক। আমাদের উচিত, নিজেদের ও আমাদের পরবর্তী প্রজন্মের মাঝে এ মূল্যবান গুণটি প্রতিষ্ঠা করা। একমাত্র লজ্জাশীলতার মাধ্যমে একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে যাবতীয় অনাচার ও অশ্লীলতা থেকে রক্ষা করা সম্ভব।

লেখক: শামসুন্নাহার সুমনা, প্রাবন্ধিক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত