আমজাদ ইউনুস
রাসুল (সা.) একবার বনি ইসরাইলের এক বৃদ্ধার ঘটনা শুনিয়েছিলেন। ওই নারীর সঙ্গে নবী মুসা (আ.)-এর সাক্ষাৎ হয়। তিনি মুসা (আ.)-এর একটি উপকার করেন। সেই উপকারের বিনিময়ে তিনি পার্থিব সম্পদ ও সুখকে প্রাধান্য দেননি। কোনো ধনসম্পদ ও স্বর্ণ-রুপা চাননি; বরং তিনি জান্নাতের উচ্চতম মর্যাদা লাভকে প্রাধান্য দিয়েছেন। নিচে হাদিসের আলোকে ঘটনাটি বর্ণনা করা হলো—
একবার রাসুলুল্লাহ (সা.) এক বেদুইনের অতিথি হলেন। বেদুইন তাঁকে সম্মান জানালেন। তখন রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘হে বেদুইন, তোমার ইচ্ছা প্রকাশ করো।’
বেদুইন বলল, ‘হে আল্লাহর রাসুল, আমি যাতায়াতের জন্য একটি উট এবং আমার পরিবারের দুধপানের জন্য একটি দুগ্ধবতী ছাগল চাই।’
তিনি এ অনুরোধ দুইবার করলেন। তখন রাসুল (সা.) বললেন, ‘তুমি কি বনি ইসরাইলের বৃদ্ধার মতো হতে পারলে না?’
সাহাবিরা জানতে চাইলেন: ‘হে আল্লাহর রাসুল, বনি ইসরাইলের বৃদ্ধার ঘটনা কী?’
তখন রাসুলুল্লাহ (সা.) বলেন—
মুসা (আ.) বনি ইসরাইলকে নিয়ে বের হওয়ার সময় পথ হারিয়ে ফেলেন। তখন বনি ইসরাইলের আলেমরা বললেন, ‘আমরা শুনেছি, ইউসুফ (আ.) আমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে আমরা যেন তাঁর দেহও আমাদের সঙ্গে নিয়ে যাই।’
মুসা (আ.) জিজ্ঞাসা করলেন: ‘তোমাদের মধ্যে কে জানে, ইউসুফ (আ.)-এর কবর কোথায়?’ তারা উত্তর দিল, ‘শুধু বনি ইসরাইলের এক বৃদ্ধা এটি জানেন।’
মুসা (আ.) বৃদ্ধাকে ডেকে পাঠালেন এবং বললেন: ‘আমাকে ইউসুফ (আ.)-এর কবর দেখিয়ে দাও।’
বৃদ্ধা বললেন, ‘আল্লাহর কসম, আমি তোমাকে তাঁর কবর দেখাব না, যতক্ষণ না তুমি আমাকে জান্নাতে তোমার সঙ্গী হওয়ার প্রতিশ্রুতি দাও!’
মুসা (আ.) প্রথমে তাঁর এ কথা পছন্দ করেননি। কিন্তু আল্লাহর পক্ষ থেকে বলা হলো, ‘তাঁকে তাঁর চাওয়া সম্মান দাও।’
এরপর বৃদ্ধা এক সরোবরের কাছে গিয়ে বললেন: ‘এই পানির নিচেই ইউসুফ (আ.)-এর দেহ আছে। পানিটা সরাও।’
তারা পানি সরিয়ে ফেলল, তারপর বৃদ্ধা বললেন: ‘এখন এখানে খনন করো।’
খনন করার পর ইউসুফ (আ.)-এর হাড় বেরিয়ে এলো। যখন তাঁর দেহ তুলে নেওয়া হলো, তখন পথ এমন আলোকিত হয়ে গেল, যেন দিবালোকে চলা হচ্ছে!’
(মুস্তাদরাক হাকিম, হাদিস: ৪০৮৮)
গল্পের ৫ শিক্ষা
উচ্চ মর্যাদা প্রার্থনা করা: রাসুল (সা.) সাহাবিদের এবং উম্মতকে উচ্চ মর্যাদা চাওয়ার জন্য উৎসাহিত করেছেন, যেমন এই বৃদ্ধা মুসা (আ.)-এর কাছে জান্নাতে তাঁর সঙ্গী হওয়ার আবেদন করেছিল। রাসুল (সা.) সাহাবিদের আল্লাহর কাছে ফিরদাউস (যা জান্নাতের সর্বোচ্চ ও মধ্যস্থল) প্রার্থনা করতে বলেছেন।
ইহুদিদের ইতিহাস সংক্রান্ত তথ্য প্রদান: রাসুল (সা.) ইহুদিদের এমন কিছু ঘটনা বর্ণনা করেছেন, যা আহলে কিতাবের মধ্যেও অনেকের জানা ছিল না। এই বৃদ্ধার কাহিনিও তার একটি উদাহরণ। তার মানে এটি আল্লাহ তাআলা তাঁকে জানিয়ে দিয়েছেন।
উচ্চ মানসিকতার মহীয়সী নারী: বনি ইসরাইলের মধ্যেও মহৎ চরিত্র ও উচ্চ আকাঙ্ক্ষার অধিকারী মহীয়সী নারী ছিলেন।
নবীদের দেহ অক্ষত থাকে: এখানে ‘ইউসুফ (আ.)-এর হাড় বলতে তাঁর সম্পূর্ণ দেহকে বোঝানো হয়েছে, কেবল হাড় নয়। অর্থাৎ, তাঁর দেহ অক্ষতই ছিল। এতে করে এই হাদিস রাসুল (সা.)-এর সেই বর্ণনার বিরোধিতা করে না, যেখানে তিনি বলেছেন যে, আল্লাহ মাটি বা জমিনকে নবীদের দেহ ভক্ষণ করতে নিষেধ করেছেন।
আল্লাহর অহির প্রতি শ্রদ্ধা: মুসা (আ.) প্রথমে বৃদ্ধার চাওয়া পূরণে দ্বিধাগ্রস্ত হলেও আল্লাহর নির্দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃদ্ধার চাওয়া মেনে নিয়েছিলেন। এতে অহির প্রতি একজন নবীর শ্রদ্ধা ও ভক্তির বিষয়টি ফুটে ওঠে।
রাসুল (সা.) একবার বনি ইসরাইলের এক বৃদ্ধার ঘটনা শুনিয়েছিলেন। ওই নারীর সঙ্গে নবী মুসা (আ.)-এর সাক্ষাৎ হয়। তিনি মুসা (আ.)-এর একটি উপকার করেন। সেই উপকারের বিনিময়ে তিনি পার্থিব সম্পদ ও সুখকে প্রাধান্য দেননি। কোনো ধনসম্পদ ও স্বর্ণ-রুপা চাননি; বরং তিনি জান্নাতের উচ্চতম মর্যাদা লাভকে প্রাধান্য দিয়েছেন। নিচে হাদিসের আলোকে ঘটনাটি বর্ণনা করা হলো—
একবার রাসুলুল্লাহ (সা.) এক বেদুইনের অতিথি হলেন। বেদুইন তাঁকে সম্মান জানালেন। তখন রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘হে বেদুইন, তোমার ইচ্ছা প্রকাশ করো।’
বেদুইন বলল, ‘হে আল্লাহর রাসুল, আমি যাতায়াতের জন্য একটি উট এবং আমার পরিবারের দুধপানের জন্য একটি দুগ্ধবতী ছাগল চাই।’
তিনি এ অনুরোধ দুইবার করলেন। তখন রাসুল (সা.) বললেন, ‘তুমি কি বনি ইসরাইলের বৃদ্ধার মতো হতে পারলে না?’
সাহাবিরা জানতে চাইলেন: ‘হে আল্লাহর রাসুল, বনি ইসরাইলের বৃদ্ধার ঘটনা কী?’
তখন রাসুলুল্লাহ (সা.) বলেন—
মুসা (আ.) বনি ইসরাইলকে নিয়ে বের হওয়ার সময় পথ হারিয়ে ফেলেন। তখন বনি ইসরাইলের আলেমরা বললেন, ‘আমরা শুনেছি, ইউসুফ (আ.) আমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে আমরা যেন তাঁর দেহও আমাদের সঙ্গে নিয়ে যাই।’
মুসা (আ.) জিজ্ঞাসা করলেন: ‘তোমাদের মধ্যে কে জানে, ইউসুফ (আ.)-এর কবর কোথায়?’ তারা উত্তর দিল, ‘শুধু বনি ইসরাইলের এক বৃদ্ধা এটি জানেন।’
মুসা (আ.) বৃদ্ধাকে ডেকে পাঠালেন এবং বললেন: ‘আমাকে ইউসুফ (আ.)-এর কবর দেখিয়ে দাও।’
বৃদ্ধা বললেন, ‘আল্লাহর কসম, আমি তোমাকে তাঁর কবর দেখাব না, যতক্ষণ না তুমি আমাকে জান্নাতে তোমার সঙ্গী হওয়ার প্রতিশ্রুতি দাও!’
মুসা (আ.) প্রথমে তাঁর এ কথা পছন্দ করেননি। কিন্তু আল্লাহর পক্ষ থেকে বলা হলো, ‘তাঁকে তাঁর চাওয়া সম্মান দাও।’
এরপর বৃদ্ধা এক সরোবরের কাছে গিয়ে বললেন: ‘এই পানির নিচেই ইউসুফ (আ.)-এর দেহ আছে। পানিটা সরাও।’
তারা পানি সরিয়ে ফেলল, তারপর বৃদ্ধা বললেন: ‘এখন এখানে খনন করো।’
খনন করার পর ইউসুফ (আ.)-এর হাড় বেরিয়ে এলো। যখন তাঁর দেহ তুলে নেওয়া হলো, তখন পথ এমন আলোকিত হয়ে গেল, যেন দিবালোকে চলা হচ্ছে!’
(মুস্তাদরাক হাকিম, হাদিস: ৪০৮৮)
গল্পের ৫ শিক্ষা
উচ্চ মর্যাদা প্রার্থনা করা: রাসুল (সা.) সাহাবিদের এবং উম্মতকে উচ্চ মর্যাদা চাওয়ার জন্য উৎসাহিত করেছেন, যেমন এই বৃদ্ধা মুসা (আ.)-এর কাছে জান্নাতে তাঁর সঙ্গী হওয়ার আবেদন করেছিল। রাসুল (সা.) সাহাবিদের আল্লাহর কাছে ফিরদাউস (যা জান্নাতের সর্বোচ্চ ও মধ্যস্থল) প্রার্থনা করতে বলেছেন।
ইহুদিদের ইতিহাস সংক্রান্ত তথ্য প্রদান: রাসুল (সা.) ইহুদিদের এমন কিছু ঘটনা বর্ণনা করেছেন, যা আহলে কিতাবের মধ্যেও অনেকের জানা ছিল না। এই বৃদ্ধার কাহিনিও তার একটি উদাহরণ। তার মানে এটি আল্লাহ তাআলা তাঁকে জানিয়ে দিয়েছেন।
উচ্চ মানসিকতার মহীয়সী নারী: বনি ইসরাইলের মধ্যেও মহৎ চরিত্র ও উচ্চ আকাঙ্ক্ষার অধিকারী মহীয়সী নারী ছিলেন।
নবীদের দেহ অক্ষত থাকে: এখানে ‘ইউসুফ (আ.)-এর হাড় বলতে তাঁর সম্পূর্ণ দেহকে বোঝানো হয়েছে, কেবল হাড় নয়। অর্থাৎ, তাঁর দেহ অক্ষতই ছিল। এতে করে এই হাদিস রাসুল (সা.)-এর সেই বর্ণনার বিরোধিতা করে না, যেখানে তিনি বলেছেন যে, আল্লাহ মাটি বা জমিনকে নবীদের দেহ ভক্ষণ করতে নিষেধ করেছেন।
আল্লাহর অহির প্রতি শ্রদ্ধা: মুসা (আ.) প্রথমে বৃদ্ধার চাওয়া পূরণে দ্বিধাগ্রস্ত হলেও আল্লাহর নির্দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃদ্ধার চাওয়া মেনে নিয়েছিলেন। এতে অহির প্রতি একজন নবীর শ্রদ্ধা ও ভক্তির বিষয়টি ফুটে ওঠে।
হজ ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট কার্যাবলির মাধ্যমে পবিত্র কাবাঘর জিয়ারত করার ইচ্ছা পোষণ করাকেই হজ বলে। পবিত্র কোরআনে এসেছে, ‘মানুষের মধ্যে যারা সেখানে পৌঁছানোর সামর্থ্য রাখে, তাদের ওপর আল্লাহর জন্য এ ঘরের হজ করা ফরজ’ (সুরা আলে ইমরান ৯৭)।
১ ঘণ্টা আগেআল্লাহর সন্তুষ্টি, প্রেম ও ভালোবাসা অর্জনের এক অনন্য প্রেমময় ও তুলনাহীন ইবাদত হজ। আজকের লেখায় আলোচনা করব হজের প্রকারভেদ, হজের প্রয়োজনীয় মাসআলা ও আহকাম বিষয়ে।
১৭ ঘণ্টা আগেমুমিনের বহুল প্রত্যাশিত ইবাদত হজে মাবরুর। ‘হজে মাবরুর’ হজের একটি পরিভাষা। সহজে বললে, হজে মাবরুর হলো সেই হজ, যা আল্লাহর কাছে কবুল হয়। হজ পালনের সময় বিশুদ্ধ নিয়ত থাকা...
১ দিন আগেপ্রতি মাসে তিন দিন রোজা রাখার মধ্যে বেশ ফজিলত রয়েছে। হাদিসের ভাষায় এই তিনটি রোজাকে বলায় হয় আইয়ামে বিজের রোজা। এই রোজা প্রতি আরবি মাসের তেরো, চৌদ্দ ও পনেরো তারিখে রাখতে হয়।
২ দিন আগে