মাহমুদ হাসান ফাহিম
আমরা আল্লাহর বান্দা। তিনি আমাদের রব। আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহর প্রিয় বান্দা হওয়া মুমিনের অনন্য বৈশিষ্ট্য। পবিত্র কোরআনের সুরা ফুরকানের ৬৩ থেকে ৬৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলার প্রকৃত ও প্রিয় বান্দাদের ১২টি গুণের কথা উল্লেখ করা হয়েছে।
১. পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। অহংকারী ও দাম্ভিক নয়।
২. মূর্খদের সঙ্গে কথা বলার সময় ‘সালাম’ বলে তথা (শান্তিপূর্ণ কথা) বলে এড়িয়ে যায়।
৩. তাদের রবের সামনে সিজদাবনত হয়ে এবং দণ্ডায়মান অবস্থায় রাতযাপন করে।
৪. আল্লাহর ভয় ও আখিরাতের চিন্তায় ইবাদতে মশগুল থাকে এবং আল্লাহর কাছে পানাহ চায়।
৫. ব্যয় করার সময় অপব্যয় করে না এবং কৃপণতা ও ত্রুটিও করে না; বরং সমতা বজায় রাখে।
৬. ইবাদতে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে না। কারণ, শিরক সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ সবকিছু ক্ষমা করলেও শিরক ক্ষমা করবেন না।
৭. কাউকে অন্যায়ভাবে হত্যা করে না।
৮. জিনা-ব্যভিচারে লিপ্ত হয় না।
৯. মিথ্যা ও বাতিল মজলিশে যোগদান করে না। মিথ্যাচর্চার আসর থেকেও বিরত থাকে।
১০. কোনো অন্যায় বা অহেতুক কার্যকলাপের কাছ দিয়ে অতিক্রম করলে আত্মসম্মান বাঁচিয়ে গাম্ভীর্যপূর্ণ হয়ে ভদ্রতার সঙ্গে চলে যায়।
১১. তাদের আখিরাতের কথা স্মরণ করানো হলে, তারা এসবের প্রতি অন্ধ ও বধিরদের মতো আচরণ করে না, বরং শ্রবণশক্তি ও অন্তর্দৃষ্টিসম্পন্ন মানুষের মতো এ নিয়ে চিন্তাভাবনা করে এবং সে অনুযায়ী আমল করে।
১২. নিজ সন্তান-সন্ততি ও স্ত্রীদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হে মাবুদ, এদের আমাদের চক্ষু শীতলের উপকরণ বানাও।
লেখক: ইসলামবিষয়ক গবেষক
আমরা আল্লাহর বান্দা। তিনি আমাদের রব। আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহর প্রিয় বান্দা হওয়া মুমিনের অনন্য বৈশিষ্ট্য। পবিত্র কোরআনের সুরা ফুরকানের ৬৩ থেকে ৬৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলার প্রকৃত ও প্রিয় বান্দাদের ১২টি গুণের কথা উল্লেখ করা হয়েছে।
১. পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। অহংকারী ও দাম্ভিক নয়।
২. মূর্খদের সঙ্গে কথা বলার সময় ‘সালাম’ বলে তথা (শান্তিপূর্ণ কথা) বলে এড়িয়ে যায়।
৩. তাদের রবের সামনে সিজদাবনত হয়ে এবং দণ্ডায়মান অবস্থায় রাতযাপন করে।
৪. আল্লাহর ভয় ও আখিরাতের চিন্তায় ইবাদতে মশগুল থাকে এবং আল্লাহর কাছে পানাহ চায়।
৫. ব্যয় করার সময় অপব্যয় করে না এবং কৃপণতা ও ত্রুটিও করে না; বরং সমতা বজায় রাখে।
৬. ইবাদতে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে না। কারণ, শিরক সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ সবকিছু ক্ষমা করলেও শিরক ক্ষমা করবেন না।
৭. কাউকে অন্যায়ভাবে হত্যা করে না।
৮. জিনা-ব্যভিচারে লিপ্ত হয় না।
৯. মিথ্যা ও বাতিল মজলিশে যোগদান করে না। মিথ্যাচর্চার আসর থেকেও বিরত থাকে।
১০. কোনো অন্যায় বা অহেতুক কার্যকলাপের কাছ দিয়ে অতিক্রম করলে আত্মসম্মান বাঁচিয়ে গাম্ভীর্যপূর্ণ হয়ে ভদ্রতার সঙ্গে চলে যায়।
১১. তাদের আখিরাতের কথা স্মরণ করানো হলে, তারা এসবের প্রতি অন্ধ ও বধিরদের মতো আচরণ করে না, বরং শ্রবণশক্তি ও অন্তর্দৃষ্টিসম্পন্ন মানুষের মতো এ নিয়ে চিন্তাভাবনা করে এবং সে অনুযায়ী আমল করে।
১২. নিজ সন্তান-সন্ততি ও স্ত্রীদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হে মাবুদ, এদের আমাদের চক্ষু শীতলের উপকরণ বানাও।
লেখক: ইসলামবিষয়ক গবেষক
হালাল পেশাকে ইসলাম মর্যাদার চোখে দেখে। হালাল পেশায় নিযুক্ত শ্রমিকের মর্যাদাও কম নয়। তাঁদের অধিকার নিশ্চিতের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে ইসলাম। প্রিয় নবী (সা.) বলেন ‘শ্রমিকেরা তোমাদেরই ভাই, আল্লাহ তাদের তোমাদের দায়িত্বে অর্পণ করেছেন।
২ ঘণ্টা আগেইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে ইসলাম অনন্য। ইসলাম সমাজের সব স্তরের মানুষের অধিকার ও মর্যাদা সুনিশ্চিত করেছে। মালিক-শ্রমিক একজনকে অপরজনের ভাইয়ের মর্যাদা দিয়েছে।
২ ঘণ্টা আগেকোরআন ও হাদিসে জান্নাতের বিবরণে এর সৌন্দর্য ও শান্তির কথা বহুবার বর্ণিত হয়েছে। এটি প্রতিটি মোমিনের পরম কাঙ্ক্ষিত গন্তব্য। এই গন্তব্যে যেতে হলে মহানবী (সা.)-এর সুপারিশের বিকল্প নেই। তিন ধরনের ব্যক্তির জান্নাতের জিম্মাদারি নবী (সা.) নিয়েছেন।
২১ ঘণ্টা আগেহজ ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট কার্যাবলির মাধ্যমে পবিত্র কাবাঘর জিয়ারত করার ইচ্ছা পোষণ করাকেই হজ বলে। পবিত্র কোরআনে এসেছে, ‘মানুষের মধ্যে যারা সেখানে পৌঁছানোর সামর্থ্য রাখে, তাদের ওপর আল্লাহর জন্য এ ঘরের হজ করা ফরজ’ (সুরা আলে ইমরান ৯৭)।
১ দিন আগে