মাহমুদ হাসান ফাহিম
আমরা আল্লাহর বান্দা। তিনি আমাদের রব। আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহর প্রিয় বান্দা হওয়া মুমিনের অনন্য বৈশিষ্ট্য। পবিত্র কোরআনের সুরা ফুরকানের ৬৩ থেকে ৬৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলার প্রকৃত ও প্রিয় বান্দাদের ১২টি গুণের কথা উল্লেখ করা হয়েছে।
১. পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। অহংকারী ও দাম্ভিক নয়।
২. মূর্খদের সঙ্গে কথা বলার সময় ‘সালাম’ বলে তথা (শান্তিপূর্ণ কথা) বলে এড়িয়ে যায়।
৩. তাদের রবের সামনে সিজদাবনত হয়ে এবং দণ্ডায়মান অবস্থায় রাতযাপন করে।
৪. আল্লাহর ভয় ও আখিরাতের চিন্তায় ইবাদতে মশগুল থাকে এবং আল্লাহর কাছে পানাহ চায়।
৫. ব্যয় করার সময় অপব্যয় করে না এবং কৃপণতা ও ত্রুটিও করে না; বরং সমতা বজায় রাখে।
৬. ইবাদতে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে না। কারণ, শিরক সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ সবকিছু ক্ষমা করলেও শিরক ক্ষমা করবেন না।
৭. কাউকে অন্যায়ভাবে হত্যা করে না।
৮. জিনা-ব্যভিচারে লিপ্ত হয় না।
৯. মিথ্যা ও বাতিল মজলিশে যোগদান করে না। মিথ্যাচর্চার আসর থেকেও বিরত থাকে।
১০. কোনো অন্যায় বা অহেতুক কার্যকলাপের কাছ দিয়ে অতিক্রম করলে আত্মসম্মান বাঁচিয়ে গাম্ভীর্যপূর্ণ হয়ে ভদ্রতার সঙ্গে চলে যায়।
১১. তাদের আখিরাতের কথা স্মরণ করানো হলে, তারা এসবের প্রতি অন্ধ ও বধিরদের মতো আচরণ করে না, বরং শ্রবণশক্তি ও অন্তর্দৃষ্টিসম্পন্ন মানুষের মতো এ নিয়ে চিন্তাভাবনা করে এবং সে অনুযায়ী আমল করে।
১২. নিজ সন্তান-সন্ততি ও স্ত্রীদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হে মাবুদ, এদের আমাদের চক্ষু শীতলের উপকরণ বানাও।
লেখক: ইসলামবিষয়ক গবেষক
আমরা আল্লাহর বান্দা। তিনি আমাদের রব। আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহর প্রিয় বান্দা হওয়া মুমিনের অনন্য বৈশিষ্ট্য। পবিত্র কোরআনের সুরা ফুরকানের ৬৩ থেকে ৬৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলার প্রকৃত ও প্রিয় বান্দাদের ১২টি গুণের কথা উল্লেখ করা হয়েছে।
১. পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। অহংকারী ও দাম্ভিক নয়।
২. মূর্খদের সঙ্গে কথা বলার সময় ‘সালাম’ বলে তথা (শান্তিপূর্ণ কথা) বলে এড়িয়ে যায়।
৩. তাদের রবের সামনে সিজদাবনত হয়ে এবং দণ্ডায়মান অবস্থায় রাতযাপন করে।
৪. আল্লাহর ভয় ও আখিরাতের চিন্তায় ইবাদতে মশগুল থাকে এবং আল্লাহর কাছে পানাহ চায়।
৫. ব্যয় করার সময় অপব্যয় করে না এবং কৃপণতা ও ত্রুটিও করে না; বরং সমতা বজায় রাখে।
৬. ইবাদতে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে না। কারণ, শিরক সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ সবকিছু ক্ষমা করলেও শিরক ক্ষমা করবেন না।
৭. কাউকে অন্যায়ভাবে হত্যা করে না।
৮. জিনা-ব্যভিচারে লিপ্ত হয় না।
৯. মিথ্যা ও বাতিল মজলিশে যোগদান করে না। মিথ্যাচর্চার আসর থেকেও বিরত থাকে।
১০. কোনো অন্যায় বা অহেতুক কার্যকলাপের কাছ দিয়ে অতিক্রম করলে আত্মসম্মান বাঁচিয়ে গাম্ভীর্যপূর্ণ হয়ে ভদ্রতার সঙ্গে চলে যায়।
১১. তাদের আখিরাতের কথা স্মরণ করানো হলে, তারা এসবের প্রতি অন্ধ ও বধিরদের মতো আচরণ করে না, বরং শ্রবণশক্তি ও অন্তর্দৃষ্টিসম্পন্ন মানুষের মতো এ নিয়ে চিন্তাভাবনা করে এবং সে অনুযায়ী আমল করে।
১২. নিজ সন্তান-সন্ততি ও স্ত্রীদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হে মাবুদ, এদের আমাদের চক্ষু শীতলের উপকরণ বানাও।
লেখক: ইসলামবিষয়ক গবেষক
পবিত্র কোরআনের ৬২ তম সুরা, সুরা জুমুআ। এটি মাদানি সুরা, যা জুমার দিনের গুরুত্ব ও তাৎপর্যকে কেন্দ্র করে নাজিল হয়েছে। এই সুরার মূল বার্তা হলো আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্যের মাধ্যমে ইমানদারদের পরিশুদ্ধ জীবন লাভ এবং ইহুদিদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করা।
৯ ঘণ্টা আগেজনসম্পদকে আমানত হিসেবে দেখা, এর প্রতি যত্নশীল হওয়া এবং এর অপব্যবহার থেকে বিরত থাকা ইমানের অপরিহার্য অংশ। এটি একজন মুমিনের সামাজিক দায়বদ্ধতা এবং আল্লাহর প্রতি গভীর আনুগত্যের পরিচায়ক। এই সম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণ নৈতিক ও ইমানি কর্তব্য।
১২ ঘণ্টা আগেআমি প্রবাসে আছি সাত বছর হলো। এখনো বিয়ে করিনি। বিয়ের পর আর প্রবাসে আসার ইচ্ছে নেই। তাই মা-বাবাকে বলেছি, পাত্রী দেখার জন্য। যদি সবকিছু ঠিক থাকে মোবাইলের মাধ্যমে বিয়ে সম্পন্ন করে দেশে চলে আসব। প্রবাসে বসে মোবাইলে বিয়ে করা কি আমার জন্য জায়েজ হবে? এ বিষয়ে ইসলামের নির্দেশনা জানতে চাই।
১২ ঘণ্টা আগেজীবিকা অর্জনের অন্যতম মাধ্যম ব্যবসা-বাণিজ্য। ইসলামে ব্যবসা এক মর্যাদাপূর্ণ পেশা। তবে এই পেশার মর্যাদা নির্ভর করে সততা ও নিষ্ঠার ওপর। আজকের দুনিয়ায় যখন লাভ ও প্রতিযোগিতার মোহে সততাকে বিসর্জন দেওয়া হচ্ছে, তখন ইসলামে একজন সৎ ব্যবসায়ীর জন্য রয়েছে এক অনন্য সুসংবাদ। কিয়ামতের সেই ভয়াবহ দিনে, যখন সূর্যের
১২ ঘণ্টা আগে