Ajker Patrika

আল্লাহর প্রিয় বান্দাদের ১২ বৈশিষ্ট্য

মাহমুদ হাসান ফাহিম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০৮: ০৪
আল্লাহর প্রিয় বান্দাদের ১২ বৈশিষ্ট্য

আমরা আল্লাহর বান্দা। তিনি আমাদের রব। আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহর প্রিয় বান্দা হওয়া মুমিনের অনন্য বৈশিষ্ট্য। পবিত্র কোরআনের সুরা ফুরকানের ৬৩ থেকে ৬৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলার প্রকৃত ও প্রিয় বান্দাদের ১২টি গুণের কথা উল্লেখ করা হয়েছে।

১. পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। অহংকারী ও দাম্ভিক নয়।

২. মূর্খদের সঙ্গে কথা বলার সময় ‘সালাম’ বলে তথা (শান্তিপূর্ণ কথা) বলে এড়িয়ে যায়।

৩. তাদের রবের সামনে সিজদাবনত হয়ে এবং দণ্ডায়মান অবস্থায় রাতযাপন করে।

৪. আল্লাহর ভয় ও আখিরাতের চিন্তায় ইবাদতে মশগুল থাকে এবং আল্লাহর কাছে পানাহ চায়।

৫. ব্যয় করার সময় অপব্যয় করে না এবং কৃপণতা ও ত্রুটিও করে না; বরং সমতা বজায় রাখে।

৬. ইবাদতে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে না। কারণ, শিরক সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ সবকিছু ক্ষমা করলেও শিরক ক্ষমা করবেন না।

৭. কাউকে অন্যায়ভাবে হত্যা করে না।

৮. জিনা-ব্যভিচারে লিপ্ত হয় না।

৯. মিথ্যা ও বাতিল মজলিশে যোগদান করে না। মিথ্যাচর্চার আসর থেকেও বিরত থাকে।

১০. কোনো অন্যায় বা অহেতুক কার্যকলাপের কাছ দিয়ে অতিক্রম করলে আত্মসম্মান বাঁচিয়ে গাম্ভীর্যপূর্ণ হয়ে ভদ্রতার সঙ্গে চলে যায়।

১১. তাদের আখিরাতের কথা স্মরণ করানো হলে, তারা এসবের প্রতি অন্ধ ও বধিরদের মতো আচরণ করে না, বরং শ্রবণশক্তি ও অন্তর্দৃষ্টিসম্পন্ন মানুষের মতো এ নিয়ে চিন্তাভাবনা করে এবং সে অনুযায়ী আমল করে।

১২. নিজ সন্তান-সন্ততি ও স্ত্রীদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হে মাবুদ, এদের আমাদের চক্ষু শীতলের উপকরণ বানাও।

লেখক: ইসলামবিষয়ক গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত