Ajker Patrika

মা-বাবার সঙ্গে সদ্ব্যবহারের সওয়াব

মুফতি খালিদ কাসেমি
মা-বাবার সঙ্গে সদ্ব্যবহারের সওয়াব

মা-বাবার সঙ্গে সদ্ব্যবহার করা সন্তানের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। এটি এমন এক গুরুদায়িত্ব, যা বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে। আল্লাহর হকের পর মা-বাবার হক সর্বাধিক গুরুত্বপূর্ণ। কোরআন ও হাদিসে মা-বাবার সঙ্গে সদাচারের অসংখ্য ফজিলতের কথা উল্লেখ রয়েছে।

মহান আল্লাহ বলেন, ‘তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন, তাকে ছাড়া অন্য কারও ইবাদত করো না, বাবা-মায়ের সঙ্গে সদ্ব্যবহার করো, মা-বাবার কোনো একজন কিংবা উভয়ে যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তাদের উফ্ পর্যন্ত বলো না এবং তাদের ধমক দিও না; বরং তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো। এবং তাদের প্রতি মমতাপূর্ণ আচরণের পাশাপাশি তাদের সামনে নিজেকে বিনয়াবনত করো এবং দোয়া করো—হে আমার প্রতিপালক, তারা যেভাবে আমার শৈশবে আমাকে লালন-পালন করেছেন, তেমনি আপনিও তাঁদের প্রতি রহমতের আচরণ করুন।’ (সুরা বনি ইসরাইল: ২৩-২৪)

অন্য আয়াতে এরশাদ হচ্ছে, ‘আমি তো মানুষকে তার বাবা-মায়ের প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। মা সন্তানকে কষ্টের পর কষ্ট বরণ করে গর্ভে ধারণ করেন এবং তার দুধ ছাড়ানো হয় দুই বছরে। সুতরাং আমার প্রতি ও তোমার মা-বাবার প্রতি কৃতজ্ঞ হও। প্রত্যাবর্তন তো আমারই কাছেই।’ (সুরা লুকমান: ১৪)

মা-বাবার সঙ্গে সদাচার আল্লাহর সবচেয়ে প্রিয় আমল। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে প্রশ্ন করলাম, ‘আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি?’ তিনি বললেন, ‘সঠিক সময়ে নামাজ আদায় করা।’ আমি জিজ্ঞেস করলাম, ‘তারপর কোনটি?’ তিনি বললেন, ‘মা-বাবার প্রতি সদ্বব্যবহার করা।...’ (মুসলিম) অন্য হাদিসে বর্ণিত হয়েছে, নবী (সা.) বলেন, ‘মা-বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি লাভ হয় আর তাঁদের অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি রয়েছে।’ (তিরমিজি)

লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত