অনলাইন ডেস্ক
ঈদের নামাজ মুসলমানদের জন্য আনন্দ ও কৃতজ্ঞতার একটি বিশেষ উপলক্ষ। এই নামাজে অংশগ্রহণ করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি উদযাপন করা হয়।
ঈদুল ফিতরের নামাজ মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই নামাজ অন্যান্য নামাজের চেয়ে ভিন্ন, কারণ এতে অতিরিক্ত ৬টি তাকবির থাকে। নিচে ঈদের নামাজের সঠিক পদ্ধতি তুলে ধরা হলো:
ঈদুল ফিতরের নামাজের নিয়ত (আরবি)
* নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তায়ালা রাকয়াতা সালাতি ঈদিল ফিতর, মা'আ ছিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তায়ালা ইকতাদাইতু বিহাযাল ইমাম,মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'আবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।
ঈদুল ফিতরের নামাজের নিয়ত (বাংলা)
* আমি কিবলামুখি হয়ে ইমামের পেছনে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ ছয় তাকবিরের সঙ্গে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার।
ঈদুল ফিতরের নামাজের নিয়ম
* ঈদের নামাজ দুই রাকাত। এই নামাজে অতিরিক্ত ৬টি তাকবির রয়েছে। ঈদের নামাজে আজান ও ইকামত নেই।
* প্রথম রাকাত:
* ইমামের সঙ্গে ‘আল্লাহু আকবার’ বলে নিয়ত করে হাত বাঁধতে হবে।
* এরপর সানা পড়তে হবে।
* তারপর অতিরিক্ত তিনটি তাকবির দিতে হবে। প্রথম দুই তাকবিরে হাত কান পর্যন্ত উঠিয়ে ছেড়ে দিতে হবে এবং তৃতীয় তাকবিরে হাত বাঁধতে হবে।
* এরপর ইমাম সূরা ফাতেহা ও অন্য একটি সূরা পাঠ করবেন।
* সাধারণ নামাজের মতো রুকু ও সিজদা করতে হবে।
* দ্বিতীয় রাকাত:
* ইমাম সূরা ফাতেহা ও অন্য একটি সূরা পাঠ করবেন।
* রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটি তাকবির দিতে হবে। প্রতি তাকবিরের সময় হাত কান পর্যন্ত উঠিয়ে ছেড়ে দিতে হবে।
* চতুর্থ তাকবির বলে রুকুতে যেতে হবে।
* এরপর স্বাভাবিক নামাজের মতো সিজদা ও আত্তাহিয়াতু পড়ে সালাম ফেরাতে হবে।
* ঈদের নামাজ শেষে ইমাম খুতবা দেবেন। খুতবা শোনা ওয়াজিব।
ঈদের নামাজ মুসলমানদের জন্য আনন্দ ও কৃতজ্ঞতার একটি বিশেষ উপলক্ষ। এই নামাজে অংশগ্রহণ করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি উদযাপন করা হয়।
ঈদুল ফিতরের নামাজ মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই নামাজ অন্যান্য নামাজের চেয়ে ভিন্ন, কারণ এতে অতিরিক্ত ৬টি তাকবির থাকে। নিচে ঈদের নামাজের সঠিক পদ্ধতি তুলে ধরা হলো:
ঈদুল ফিতরের নামাজের নিয়ত (আরবি)
* নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তায়ালা রাকয়াতা সালাতি ঈদিল ফিতর, মা'আ ছিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তায়ালা ইকতাদাইতু বিহাযাল ইমাম,মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'আবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।
ঈদুল ফিতরের নামাজের নিয়ত (বাংলা)
* আমি কিবলামুখি হয়ে ইমামের পেছনে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ ছয় তাকবিরের সঙ্গে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার।
ঈদুল ফিতরের নামাজের নিয়ম
* ঈদের নামাজ দুই রাকাত। এই নামাজে অতিরিক্ত ৬টি তাকবির রয়েছে। ঈদের নামাজে আজান ও ইকামত নেই।
* প্রথম রাকাত:
* ইমামের সঙ্গে ‘আল্লাহু আকবার’ বলে নিয়ত করে হাত বাঁধতে হবে।
* এরপর সানা পড়তে হবে।
* তারপর অতিরিক্ত তিনটি তাকবির দিতে হবে। প্রথম দুই তাকবিরে হাত কান পর্যন্ত উঠিয়ে ছেড়ে দিতে হবে এবং তৃতীয় তাকবিরে হাত বাঁধতে হবে।
* এরপর ইমাম সূরা ফাতেহা ও অন্য একটি সূরা পাঠ করবেন।
* সাধারণ নামাজের মতো রুকু ও সিজদা করতে হবে।
* দ্বিতীয় রাকাত:
* ইমাম সূরা ফাতেহা ও অন্য একটি সূরা পাঠ করবেন।
* রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটি তাকবির দিতে হবে। প্রতি তাকবিরের সময় হাত কান পর্যন্ত উঠিয়ে ছেড়ে দিতে হবে।
* চতুর্থ তাকবির বলে রুকুতে যেতে হবে।
* এরপর স্বাভাবিক নামাজের মতো সিজদা ও আত্তাহিয়াতু পড়ে সালাম ফেরাতে হবে।
* ঈদের নামাজ শেষে ইমাম খুতবা দেবেন। খুতবা শোনা ওয়াজিব।
১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস, যা ২০০০ সাল থেকে জাতিসংঘ বিশ্বব্যাপী পালন করে আসছে। এর উদ্দেশ্য তরুণদের দায়িত্বশীল ও প্রভাবশালী নাগরিক হিসেবে গড়ে তোলা, তাদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সচেতনতা সৃষ্টি করা এবং নীতি প্রণয়নে অংশগ্রহণ নিশ্চিত করা।
৪ ঘণ্টা আগেযখন একজন মানুষ শারীরিক বা মানসিক দুর্বলতায় ভোগেন, তখন তার পাশে দাঁড়ানো, সান্ত্বনা দেওয়া এবং খোঁজখবর নেওয়া শুধু একটি মানবিক কর্তব্য নয়, বরং ইসলামের দৃষ্টিতে এটি আল্লাহর নৈকট্য অর্জনের এক অনন্য মাধ্যম। রাসুলুল্লাহ (সা.) আমাদের শিখিয়েছেন, অসুস্থকে দেখতে যাওয়া মানে আল্লাহর সন্তুষ্টির সন্ধান করা।
৪ ঘণ্টা আগেমানুষ স্বভাবতই আত্মমর্যাদাবোধ সম্পন্ন একটি প্রাণী। এই আত্মমর্যাদা ও সম্মানবোধ স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। তিনি তাঁর সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষকে বৈচিত্র্যপূর্ণ রং, আকার ও আকৃতি দিয়ে তৈরি করেছেন।
৬ ঘণ্টা আগেকোনো ভালো কাজ, ইবাদত ও আমল আল্লাহর নিকট কবুল হওয়ার অপরিহার্য শর্ত হলো বিশুদ্ধ নিয়ত। বিশুদ্ধ নিয়ত মানে লোকদেখানো মনোভাব বর্জন করে কেবল আল্লাহকে রাজি ও সন্তুষ্ট করার উদ্দেশ্যে ইবাদতটি পালন করা। নিয়ত যার যেমন, সে প্রতিদানও পাবে তেমন।
৭ ঘণ্টা আগে