মাওলানা ইসমাইল নাজিম
সিজদা নামাজের গুরুত্বপূর্ণ একটি ফরজ। প্রতি রাকাতে দুটি করে সিজদা আদায় করতে হয়। সিজদা আদায়ের ক্ষেত্রে বেশ কয়েকটি সুন্নত রয়েছে। এখানে তা তুলে ধরা হলো ১. তাকবির বলা অবস্থায় সিজদায় যাওয়া। (বুখারি: ৮০৩) ২. প্রথমে উভয় হাঁটু মাটিতে রাখা। (আবু দাউদ: ৮৩৮) ৩. তারপর হাতের আঙুলগুলো কিবলামুখী করে সম্পূর্ণরূপে মিলিয়ে মাটিতে নাক বরাবর রাখা। (বুখারি: ৮২৮) তবে নারীরা অত্যন্ত জড়সড় ও সংকুচিত হয়ে সিজদা করবে। (মুসান্নাফে ইবনে আবি শায়বা: ২৭৭৭) ৪. তারপর উভয় বৃদ্ধাঙ্গুলির মাথা বরাবর নাক রাখা।
(আহমদ: ১৮৮৯৪) ৫. তারপর কপাল রাখা। (আহমদ: ১৮৮৮০) ৬. দুই হাতের মাঝে সিজদা করা ও দৃষ্টি নাকের অগ্রভাগের দিকে রাখা। (মুসলিম: ৪০১) ৭. সিজদায় পেট ঊরু থেকে পৃথক রাখা। (মুসলিম: ৪৯৬) তবে নারীরা উভয় রানের সঙ্গে পেট মিলিয়ে রাখবে। (মুসান্নাফে ইবনে আবি শায়বা: ২৭৭৭) ৮. পাঁজরদ্বয় থেকে উভয় বাহু পৃথক রাখবে। (বুখারি, হাদিস: ৮০৭) তবে নারীরা বাহুদ্বয় যথাসাধ্য পাঁজরের সঙ্গে মিলিয়ে রাখবে। (মুসান্নাফে ইবনে আবি শায়বা: ২৭৮১) ৯. কনুই মাটি ও হাঁটু থেকে পৃথক রাখবে। (বুখারি: ৮২২) তবে নারীরা কনুই মাটিতে মিলিয়ে রাখবে এবং পায়ের পাতাগুলো দাঁড়ানো না রেখে (ডান দিকে বের করে) মাটিতে বিছিয়ে রাখবে আর আঙুলগুলো যথাসাধ্য কিবলামুখী রাখবে। (মারাসিলে আবি দাউদ: ৮৭) ১০. সিজদায় কমপক্ষে তিনবার সুবহানা রাব্বিয়াল আলা পড়া। (আবু দাউদ: ৮৭০) ১১. তাকবির বলা অবস্থায় সিজদা থেকে ওঠা। (বুখারি: ৮২৫) ১২. প্রথমে কপাল, (তারপর নাক) তারপর উভয় হাত, তারপর উভয় হাঁটু ওঠানো। (মুসান্নাফে আবদুর রাজ্জাক: ২৯৫৮)
মাওলানা ইসমাইল নাজিম, ইসলামবিষয়ক গবেষক
সিজদা নামাজের গুরুত্বপূর্ণ একটি ফরজ। প্রতি রাকাতে দুটি করে সিজদা আদায় করতে হয়। সিজদা আদায়ের ক্ষেত্রে বেশ কয়েকটি সুন্নত রয়েছে। এখানে তা তুলে ধরা হলো ১. তাকবির বলা অবস্থায় সিজদায় যাওয়া। (বুখারি: ৮০৩) ২. প্রথমে উভয় হাঁটু মাটিতে রাখা। (আবু দাউদ: ৮৩৮) ৩. তারপর হাতের আঙুলগুলো কিবলামুখী করে সম্পূর্ণরূপে মিলিয়ে মাটিতে নাক বরাবর রাখা। (বুখারি: ৮২৮) তবে নারীরা অত্যন্ত জড়সড় ও সংকুচিত হয়ে সিজদা করবে। (মুসান্নাফে ইবনে আবি শায়বা: ২৭৭৭) ৪. তারপর উভয় বৃদ্ধাঙ্গুলির মাথা বরাবর নাক রাখা।
(আহমদ: ১৮৮৯৪) ৫. তারপর কপাল রাখা। (আহমদ: ১৮৮৮০) ৬. দুই হাতের মাঝে সিজদা করা ও দৃষ্টি নাকের অগ্রভাগের দিকে রাখা। (মুসলিম: ৪০১) ৭. সিজদায় পেট ঊরু থেকে পৃথক রাখা। (মুসলিম: ৪৯৬) তবে নারীরা উভয় রানের সঙ্গে পেট মিলিয়ে রাখবে। (মুসান্নাফে ইবনে আবি শায়বা: ২৭৭৭) ৮. পাঁজরদ্বয় থেকে উভয় বাহু পৃথক রাখবে। (বুখারি, হাদিস: ৮০৭) তবে নারীরা বাহুদ্বয় যথাসাধ্য পাঁজরের সঙ্গে মিলিয়ে রাখবে। (মুসান্নাফে ইবনে আবি শায়বা: ২৭৮১) ৯. কনুই মাটি ও হাঁটু থেকে পৃথক রাখবে। (বুখারি: ৮২২) তবে নারীরা কনুই মাটিতে মিলিয়ে রাখবে এবং পায়ের পাতাগুলো দাঁড়ানো না রেখে (ডান দিকে বের করে) মাটিতে বিছিয়ে রাখবে আর আঙুলগুলো যথাসাধ্য কিবলামুখী রাখবে। (মারাসিলে আবি দাউদ: ৮৭) ১০. সিজদায় কমপক্ষে তিনবার সুবহানা রাব্বিয়াল আলা পড়া। (আবু দাউদ: ৮৭০) ১১. তাকবির বলা অবস্থায় সিজদা থেকে ওঠা। (বুখারি: ৮২৫) ১২. প্রথমে কপাল, (তারপর নাক) তারপর উভয় হাত, তারপর উভয় হাঁটু ওঠানো। (মুসান্নাফে আবদুর রাজ্জাক: ২৯৫৮)
মাওলানা ইসমাইল নাজিম, ইসলামবিষয়ক গবেষক
পবিত্র কোরআনের ৬২ তম সুরা, সুরা জুমুআ। এটি মাদানি সুরা, যা জুমার দিনের গুরুত্ব ও তাৎপর্যকে কেন্দ্র করে নাজিল হয়েছে। এই সুরার মূল বার্তা হলো আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্যের মাধ্যমে ইমানদারদের পরিশুদ্ধ জীবন লাভ এবং ইহুদিদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করা।
১৫ ঘণ্টা আগেজনসম্পদকে আমানত হিসেবে দেখা, এর প্রতি যত্নশীল হওয়া এবং এর অপব্যবহার থেকে বিরত থাকা ইমানের অপরিহার্য অংশ। এটি একজন মুমিনের সামাজিক দায়বদ্ধতা এবং আল্লাহর প্রতি গভীর আনুগত্যের পরিচায়ক। এই সম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণ নৈতিক ও ইমানি কর্তব্য।
১৮ ঘণ্টা আগেআমি প্রবাসে আছি সাত বছর হলো। এখনো বিয়ে করিনি। বিয়ের পর আর প্রবাসে আসার ইচ্ছে নেই। তাই মা-বাবাকে বলেছি, পাত্রী দেখার জন্য। যদি সবকিছু ঠিক থাকে মোবাইলের মাধ্যমে বিয়ে সম্পন্ন করে দেশে চলে আসব। প্রবাসে বসে মোবাইলে বিয়ে করা কি আমার জন্য জায়েজ হবে? এ বিষয়ে ইসলামের নির্দেশনা জানতে চাই।
১৮ ঘণ্টা আগেজীবিকা অর্জনের অন্যতম মাধ্যম ব্যবসা-বাণিজ্য। ইসলামে ব্যবসা এক মর্যাদাপূর্ণ পেশা। তবে এই পেশার মর্যাদা নির্ভর করে সততা ও নিষ্ঠার ওপর। আজকের দুনিয়ায় যখন লাভ ও প্রতিযোগিতার মোহে সততাকে বিসর্জন দেওয়া হচ্ছে, তখন ইসলামে একজন সৎ ব্যবসায়ীর জন্য রয়েছে এক অনন্য সুসংবাদ। কিয়ামতের সেই ভয়াবহ দিনে, যখন সূর্যের
১৮ ঘণ্টা আগে