মুফতি ইশমাম আহমেদ
আল্লাহর নামে মিথ্যা শপথ করা বড় গুনাহ। মিথ্যা শপথ করার অর্থ হলো, এমন কোনো বিষয়ে আল্লাহর নামে কসম খাওয়া, যা বাস্তব নয় বা বাস্তবায়ন করার সদিচ্ছা শপথকারীর নেই। হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘কবিরা গুনাহ হলো, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা, মা-বাবার অবাধ্য হওয়া, অন্যায়ভাবে কাউকে হত্যা করা এবং মিথ্যা শপথ করা।’ (বুখারি)
অন্য হাদিসে মিথ্যা শপথকারীর প্রতি আল্লাহর অসন্তুষ্টির কথা এসেছে। আবু জর গিফারি (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, ‘তিন ব্যক্তির সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না, তাদের দিকে তাকাবেনও না, এমনকি গুনাহ থেকে তাদের পবিত্রও করবেন না। তাদের জন্য আছে কঠিন শাস্তি।’ বর্ণনাকারী বলেন, রাসুলুল্লাহ (সা.) কথাটি তিনবার বললেন। আবু জর (রা.) বলেন, ‘তারা সত্যিই ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত। তবে তারা কারা, হে আল্লাহর রাসুল।’ উত্তরে তিনি বললেন, ‘টাখনুর নিচে কাপড় পরিধানকারী, কাউকে কোনো কিছু দিয়ে খোঁটা দানকারী এবং মিথ্যা শপথ করে পণ্য বিক্রেতা।’ (মুসলিম)
মিথ্যা শপথ করে অন্যের অধিকার ছিনিয়ে নেওয়া বড় অন্যায়। হজরত আবু উমামা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘কেউ (মিথ্যা) শপথের মাধ্যমে কোনো মুসলিমের অধিকার হরণ করলে আল্লাহ তাঁর জন্য জাহান্নাম অবধারিত করে দেন। এবং তার জন্য জান্নাত হারাম করে দেন।’ (মুসলিম) অন্য হাদিসে আরও বলা হয়েছে, তখন এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রাসুল, তা যদি খুব সামান্য জিনিস হয়, তবুও?’ তিনি বললেন, ‘যদি একটা গাছের ডালও হয়, তবুও।’ (মুসলিম)
মুফতি ইশমাম আহমেদ, ইসলামবিষয়ক গবেষক
আল্লাহর নামে মিথ্যা শপথ করা বড় গুনাহ। মিথ্যা শপথ করার অর্থ হলো, এমন কোনো বিষয়ে আল্লাহর নামে কসম খাওয়া, যা বাস্তব নয় বা বাস্তবায়ন করার সদিচ্ছা শপথকারীর নেই। হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘কবিরা গুনাহ হলো, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা, মা-বাবার অবাধ্য হওয়া, অন্যায়ভাবে কাউকে হত্যা করা এবং মিথ্যা শপথ করা।’ (বুখারি)
অন্য হাদিসে মিথ্যা শপথকারীর প্রতি আল্লাহর অসন্তুষ্টির কথা এসেছে। আবু জর গিফারি (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, ‘তিন ব্যক্তির সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না, তাদের দিকে তাকাবেনও না, এমনকি গুনাহ থেকে তাদের পবিত্রও করবেন না। তাদের জন্য আছে কঠিন শাস্তি।’ বর্ণনাকারী বলেন, রাসুলুল্লাহ (সা.) কথাটি তিনবার বললেন। আবু জর (রা.) বলেন, ‘তারা সত্যিই ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত। তবে তারা কারা, হে আল্লাহর রাসুল।’ উত্তরে তিনি বললেন, ‘টাখনুর নিচে কাপড় পরিধানকারী, কাউকে কোনো কিছু দিয়ে খোঁটা দানকারী এবং মিথ্যা শপথ করে পণ্য বিক্রেতা।’ (মুসলিম)
মিথ্যা শপথ করে অন্যের অধিকার ছিনিয়ে নেওয়া বড় অন্যায়। হজরত আবু উমামা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘কেউ (মিথ্যা) শপথের মাধ্যমে কোনো মুসলিমের অধিকার হরণ করলে আল্লাহ তাঁর জন্য জাহান্নাম অবধারিত করে দেন। এবং তার জন্য জান্নাত হারাম করে দেন।’ (মুসলিম) অন্য হাদিসে আরও বলা হয়েছে, তখন এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রাসুল, তা যদি খুব সামান্য জিনিস হয়, তবুও?’ তিনি বললেন, ‘যদি একটা গাছের ডালও হয়, তবুও।’ (মুসলিম)
মুফতি ইশমাম আহমেদ, ইসলামবিষয়ক গবেষক
হালাল পেশাকে ইসলাম মর্যাদার চোখে দেখে। হালাল পেশায় নিযুক্ত শ্রমিকের মর্যাদাও কম নয়। তাঁদের অধিকার নিশ্চিতের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে ইসলাম। প্রিয় নবী (সা.) বলেন ‘শ্রমিকেরা তোমাদেরই ভাই, আল্লাহ তাদের তোমাদের দায়িত্বে অর্পণ করেছেন।
১ দিন আগেইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে ইসলাম অনন্য। ইসলাম সমাজের সব স্তরের মানুষের অধিকার ও মর্যাদা সুনিশ্চিত করেছে। মালিক-শ্রমিক একজনকে অপরজনের ভাইয়ের মর্যাদা দিয়েছে।
১ দিন আগেকোরআন ও হাদিসে জান্নাতের বিবরণে এর সৌন্দর্য ও শান্তির কথা বহুবার বর্ণিত হয়েছে। এটি প্রতিটি মোমিনের পরম কাঙ্ক্ষিত গন্তব্য। এই গন্তব্যে যেতে হলে মহানবী (সা.)-এর সুপারিশের বিকল্প নেই। তিন ধরনের ব্যক্তির জান্নাতের জিম্মাদারি নবী (সা.) নিয়েছেন।
২ দিন আগেহজ ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট কার্যাবলির মাধ্যমে পবিত্র কাবাঘর জিয়ারত করার ইচ্ছা পোষণ করাকেই হজ বলে। পবিত্র কোরআনে এসেছে, ‘মানুষের মধ্যে যারা সেখানে পৌঁছানোর সামর্থ্য রাখে, তাদের ওপর আল্লাহর জন্য এ ঘরের হজ করা ফরজ’ (সুরা আলে ইমরান ৯৭)।
২ দিন আগে