ইসলাম ডেস্ক
জিলহজ। আরবি বছরের শেষ মাস। হজ, কোরবানি, ও ঈদুল আজহার মাস। সম্মানের বিচারে জিলহজের রয়েছে অনন্য উচ্চতা।
এই মাসের গুরুত্ব ও ফজিলত বোঝাতে স্বয়ং আল্লাহ তাআলা জিলহজের প্রথম দশকের কসম খেয়েছেন। নবীজি (সা.)-ও জিলহজের শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন। এক হাদিসে প্রিয় নবী (সা.) বলেন, ‘মনে রেখো, জিলহজ হলো সবচেয়ে সম্মানিত মাস।’ (মুসনাদে আহমদ: ১১৭৬২)
জিলহজের প্রথম দশক বিপুল মর্যাদা ও ফজিলতের দশক। বছরের সেরা দশক। অন্য সময়ের তুলনায় এই দশকের ইবাদত অনেক দামি। আল্লাহর কাছে অতি পছন্দনীয় এবং প্রিয়। এই দশকে অল্প ইবাদতেও আল্লাহর রহমত এবং সন্তুষ্টি অর্জন করা সম্ভব।
মহানবী (সা.) বলেন, জিলহজের প্রথম দশ দিনের আমল আল্লাহর কাছে যত প্রিয়, অন্য কোনো সময়ের আমল তত প্রিয় নয়। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, আল্লাহর পথে লড়াইও কি এর চেয়ে প্রিয় নয়? নবীজি বললেন, না, আল্লাহর পথে জিহাদও এই দশ দিনের নেক আমলের চেয়ে বেশি প্রিয় নয়। তবে ওই ব্যক্তির কথা ভিন্ন, যে নিজের জানমাল নিয়ে আল্লাহর পথে লড়াইয়ের জন্য বেরিয়ে যায় এবং কোনো কিছু নিয়ে আর ঘরে ফিরে আসেনি। (সহিহ্ বুখারি: ৯৬৯)
অন্য এক হাদিসে নবীজি (সা.) ঘোষাণা করেন, ‘জগতের সর্বোত্তম দিন হলো জিলহজের প্রথম দশ দিন।’ (মুসনাদে বাজ্জার: ১১২৭)
সবাই সবকিছুতে সেরা খোঁজে। বাড়তি মূল্যায়ন করে। এটাই স্বাভাবিক। কিন্তু বছরের সেরা এই দিনগুলোর মূল্যায়ন করে কয়জন! পরকালীন পুঁজি সংগ্রহের সুবর্ণ এই সময় আমলে কাটানোই প্রকৃত মোমিনের কাজ। এভাবে ইমান আমলের আলোয় জীবন সমৃদ্ধ ও আলোকিত করা উচিত।
এ দশকে যে কোনো ধরনের নফল আমল করা যায়। নির্ধারিত কোনো নিয়ম বা সংখ্যা নেই। তবে রোজা রাখা উত্তম। সম্ভব হলে নয়টি রোজা রাখা। কেননা নবীজি (সা.) এই নয় দিন রোজা রাখতেন। হজরত হাফসা (রা.) থেকে বর্ণিত, আশুরার রোজা, জিলহজের প্রথম দশকের রোজা আল্লাহর রাসুল কখনো ছাড়তেন না। (সুনানে নাসায়ি: ২৪১৫)
অপর এক হাদিসে বর্ণিত, ‘নবীজি (সা.) জিলহজের নয়টি রোজা রাখতেন।’ (মুসনাদে আহমদ: ২২৩৩৪)
জিলহজের প্রথম দশকের গুরুত্ব ও মহিমা সবার উপলব্ধিতে আসুক। সৌভাগ্যের এবং ইবাদতের এই সুবর্ণ সময়ে চারদিকে ছড়িয়ে পড়ুক আমলের সৌরভ।
লেখক: মুহাম্মদ এনায়েত কবীর শিক্ষক, শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন চৌধুরীপাড়া মাদরাসা, ঢাকা-১২১৯
জিলহজ। আরবি বছরের শেষ মাস। হজ, কোরবানি, ও ঈদুল আজহার মাস। সম্মানের বিচারে জিলহজের রয়েছে অনন্য উচ্চতা।
এই মাসের গুরুত্ব ও ফজিলত বোঝাতে স্বয়ং আল্লাহ তাআলা জিলহজের প্রথম দশকের কসম খেয়েছেন। নবীজি (সা.)-ও জিলহজের শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন। এক হাদিসে প্রিয় নবী (সা.) বলেন, ‘মনে রেখো, জিলহজ হলো সবচেয়ে সম্মানিত মাস।’ (মুসনাদে আহমদ: ১১৭৬২)
জিলহজের প্রথম দশক বিপুল মর্যাদা ও ফজিলতের দশক। বছরের সেরা দশক। অন্য সময়ের তুলনায় এই দশকের ইবাদত অনেক দামি। আল্লাহর কাছে অতি পছন্দনীয় এবং প্রিয়। এই দশকে অল্প ইবাদতেও আল্লাহর রহমত এবং সন্তুষ্টি অর্জন করা সম্ভব।
মহানবী (সা.) বলেন, জিলহজের প্রথম দশ দিনের আমল আল্লাহর কাছে যত প্রিয়, অন্য কোনো সময়ের আমল তত প্রিয় নয়। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, আল্লাহর পথে লড়াইও কি এর চেয়ে প্রিয় নয়? নবীজি বললেন, না, আল্লাহর পথে জিহাদও এই দশ দিনের নেক আমলের চেয়ে বেশি প্রিয় নয়। তবে ওই ব্যক্তির কথা ভিন্ন, যে নিজের জানমাল নিয়ে আল্লাহর পথে লড়াইয়ের জন্য বেরিয়ে যায় এবং কোনো কিছু নিয়ে আর ঘরে ফিরে আসেনি। (সহিহ্ বুখারি: ৯৬৯)
অন্য এক হাদিসে নবীজি (সা.) ঘোষাণা করেন, ‘জগতের সর্বোত্তম দিন হলো জিলহজের প্রথম দশ দিন।’ (মুসনাদে বাজ্জার: ১১২৭)
সবাই সবকিছুতে সেরা খোঁজে। বাড়তি মূল্যায়ন করে। এটাই স্বাভাবিক। কিন্তু বছরের সেরা এই দিনগুলোর মূল্যায়ন করে কয়জন! পরকালীন পুঁজি সংগ্রহের সুবর্ণ এই সময় আমলে কাটানোই প্রকৃত মোমিনের কাজ। এভাবে ইমান আমলের আলোয় জীবন সমৃদ্ধ ও আলোকিত করা উচিত।
এ দশকে যে কোনো ধরনের নফল আমল করা যায়। নির্ধারিত কোনো নিয়ম বা সংখ্যা নেই। তবে রোজা রাখা উত্তম। সম্ভব হলে নয়টি রোজা রাখা। কেননা নবীজি (সা.) এই নয় দিন রোজা রাখতেন। হজরত হাফসা (রা.) থেকে বর্ণিত, আশুরার রোজা, জিলহজের প্রথম দশকের রোজা আল্লাহর রাসুল কখনো ছাড়তেন না। (সুনানে নাসায়ি: ২৪১৫)
অপর এক হাদিসে বর্ণিত, ‘নবীজি (সা.) জিলহজের নয়টি রোজা রাখতেন।’ (মুসনাদে আহমদ: ২২৩৩৪)
জিলহজের প্রথম দশকের গুরুত্ব ও মহিমা সবার উপলব্ধিতে আসুক। সৌভাগ্যের এবং ইবাদতের এই সুবর্ণ সময়ে চারদিকে ছড়িয়ে পড়ুক আমলের সৌরভ।
লেখক: মুহাম্মদ এনায়েত কবীর শিক্ষক, শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন চৌধুরীপাড়া মাদরাসা, ঢাকা-১২১৯
ইসলামে দান-সদকা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি আমল। পবিত্র কোরআন ও হাদিসে এর অসংখ্য ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে। সদকা কেবল দরিদ্রের প্রয়োজনই মেটায় না, বরং এটি বান্দা ও তার প্রতিপালকের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করে।
৪ ঘণ্টা আগেআত্মীয়তার বন্ধন আছে বলেই পৃথিবী এত সুন্দর। পারস্পরিক সম্পর্কের এ বন্ধন না থাকলে হয়তো পৃথিবীর রূপ ভিন্ন থাকত। মা তার সন্তানের প্রতি, ভাই তার ভাইয়ের প্রতি, স্বামী তার স্ত্রীর প্রতি ভালোবাসার যে রূপ আমরা দেখতে পাই—তা হয়তো থাকত না। কোরআন ও হাদিসে আত্মীয়তার বন্ধন রক্ষার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
১৫ ঘণ্টা আগেজুলুম আরবি শব্দ। জুলুমের অর্থ ব্যাপক এবং অনেক বিস্তৃত। সাধারণত জুলুম অর্থ নির্যাতন, নিপীড়ন। শরিয়তের পরিভাষায় জুলুম বলা হয়—কোনো উপযুক্ত জিনিসকে উপযুক্ত স্থানে না রেখে অনুপযুক্ত স্থানে রাখা। যে জুলুম করে তাকে জালিম বলা হয়। মানুষ বিভিন্ন পদ্ধতিতে একজন অন্যজনের ওপর জুলুম করে।
১৯ ঘণ্টা আগেমা-বাবা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ এবং নিরাপদ আশ্রয়স্থল। তাঁদের আদর-সোহাগে আমাদের জীবনের ভিত্তি রচিত হয়। তাঁদের ত্যাগ ও পরিশ্রমে গড়ে ওঠে সুন্দর ভবিষ্যৎ। তাঁদের ভরসায় আমরা শক্তি পাই এবং তাঁদের দোয়ায় জীবন সার্থক হয়। ইসলাম তাই মা-বাবাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে এবং তাঁদের প্রতি সদাচরণকে আল্লাহ তাআলার ইবাদতের
১ দিন আগে