ইসলাম ডেস্ক
হজরত হোসাইন (রা.) ছিলেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর কন্যা ফাতেমার দ্বিতীয় সন্তান। তিনি চতুর্থ হিজরির ৩ শাবান মদিনায় জন্মগ্রহণ করেন। জন্মের পর রাসুল (সা.) তাঁর কানে আজান দেন, সপ্তম দিনে আকিকা করেন এবং মাথার চুল পরিমাণ রূপা সদকা করেন। তাঁর বাবা ছিলেন ইসলামের চতুর্থ খলিফা ও রাসুল (সা.)-এর চাচাত ভাই হজরত আলী (রা.)।
শারীরিক গঠন, আকৃতি ও চারিত্রিক গুণাবলির দিক থেকে হজরত হোসাইন ছিলেন প্রিয়তম নানা রাসুলুল্লাহ (সা.)-এর প্রতিচ্ছবি। হজরত হোসাইন অধিক পরিমাণে রোজা রাখতেন এবং নামাজ আদায় করতেন। তাঁর দান-দক্ষিণার হাত ছিল সদা প্রসারিত। অসহায় ও মিসকিনদের সঙ্গে ওঠাবসা ছিল তাঁর পছন্দের বিষয়।
রাসুল (সা.) হজরত হোসাইনকে আনন্দদানের উদ্দেশ্যে তাঁর সঙ্গে খেলায় মেতে উঠতেন। বুকে জড়িয়ে চুমু খেতেন আর বলতেন, ‘হোসাইন আমার; আমি হোসাইনের।’ (তারিখে কাবির) হজরত হোসাইন ও তাঁর বড় ভাই হাসানের মর্যাদা সম্পর্কে নবী (সা.) বলেছেন, ‘হাসান ও হোসাইন প্রত্যেকেই জান্নাতি যুবকদের সর্দার।’ (তিরমিজি) অন্য এক হাদিসে তাঁদের মর্যাদা সম্পর্কে রাসুল (সা.) বলেন, ‘হে আল্লাহ, আমি এই দুজনকে ভালোবাসি। সুতরাং তুমি তাদের ভালোবাসো এবং যে ব্যক্তি তাদের ভালোবাসবে, তুমি তাদেরও ভালোবাসো।’ (তিরমিজি)
হজরত হোসাইনের শাহাদাত সম্পর্কে আগেই ভবিষ্যদ্বাণী করেছেন মহানবী (সা.)। তাঁর হত্যাকারীদের কঠিন পরিণতির কথাও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। রাসুল (সা.) বলেন, ‘যে ভূমিতে হোসাইনকে হত্যা করা হবে জিব্রাঈল আমাকে সে স্থানের মাটি দেখিয়েছেন। যে ব্যক্তি হোসাইনের রক্ত ঝরাবে সে মহান আল্লাহর রোষানলে পতিত হবে। হে আয়শা, এ ঘটনা আমাকে অত্যন্ত ব্যথিত করে। আমার উম্মতের মধ্যে কে সেই ব্যক্তি, যে আমার হোসাইনকে হত্যা করবে?’ (কান্জুল উম্মাল)
হজরত হোসাইন (রা.) ছিলেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর কন্যা ফাতেমার দ্বিতীয় সন্তান। তিনি চতুর্থ হিজরির ৩ শাবান মদিনায় জন্মগ্রহণ করেন। জন্মের পর রাসুল (সা.) তাঁর কানে আজান দেন, সপ্তম দিনে আকিকা করেন এবং মাথার চুল পরিমাণ রূপা সদকা করেন। তাঁর বাবা ছিলেন ইসলামের চতুর্থ খলিফা ও রাসুল (সা.)-এর চাচাত ভাই হজরত আলী (রা.)।
শারীরিক গঠন, আকৃতি ও চারিত্রিক গুণাবলির দিক থেকে হজরত হোসাইন ছিলেন প্রিয়তম নানা রাসুলুল্লাহ (সা.)-এর প্রতিচ্ছবি। হজরত হোসাইন অধিক পরিমাণে রোজা রাখতেন এবং নামাজ আদায় করতেন। তাঁর দান-দক্ষিণার হাত ছিল সদা প্রসারিত। অসহায় ও মিসকিনদের সঙ্গে ওঠাবসা ছিল তাঁর পছন্দের বিষয়।
রাসুল (সা.) হজরত হোসাইনকে আনন্দদানের উদ্দেশ্যে তাঁর সঙ্গে খেলায় মেতে উঠতেন। বুকে জড়িয়ে চুমু খেতেন আর বলতেন, ‘হোসাইন আমার; আমি হোসাইনের।’ (তারিখে কাবির) হজরত হোসাইন ও তাঁর বড় ভাই হাসানের মর্যাদা সম্পর্কে নবী (সা.) বলেছেন, ‘হাসান ও হোসাইন প্রত্যেকেই জান্নাতি যুবকদের সর্দার।’ (তিরমিজি) অন্য এক হাদিসে তাঁদের মর্যাদা সম্পর্কে রাসুল (সা.) বলেন, ‘হে আল্লাহ, আমি এই দুজনকে ভালোবাসি। সুতরাং তুমি তাদের ভালোবাসো এবং যে ব্যক্তি তাদের ভালোবাসবে, তুমি তাদেরও ভালোবাসো।’ (তিরমিজি)
হজরত হোসাইনের শাহাদাত সম্পর্কে আগেই ভবিষ্যদ্বাণী করেছেন মহানবী (সা.)। তাঁর হত্যাকারীদের কঠিন পরিণতির কথাও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। রাসুল (সা.) বলেন, ‘যে ভূমিতে হোসাইনকে হত্যা করা হবে জিব্রাঈল আমাকে সে স্থানের মাটি দেখিয়েছেন। যে ব্যক্তি হোসাইনের রক্ত ঝরাবে সে মহান আল্লাহর রোষানলে পতিত হবে। হে আয়শা, এ ঘটনা আমাকে অত্যন্ত ব্যথিত করে। আমার উম্মতের মধ্যে কে সেই ব্যক্তি, যে আমার হোসাইনকে হত্যা করবে?’ (কান্জুল উম্মাল)
শান্তি, শৃঙ্খলা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের মূলমন্ত্র হলো পরামর্শ। পরিবার থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্র পর্যন্ত প্রতিটি স্তরে পরামর্শভিত্তিক কাজের গুরুত্ব অপরিসীম। পরামর্শ করে কাজ করলে যেমন মানসিক তৃপ্তি আসে, তেমনি তাতে আল্লাহর রহমতও বর্ষিত হয়। ইসলামে পরামর্শকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। মহানবী (সা.)
১৩ ঘণ্টা আগেপবিত্র কোরআনের ৬২ তম সুরা, সুরা জুমুআ। এটি মাদানি সুরা, যা জুমার দিনের গুরুত্ব ও তাৎপর্যকে কেন্দ্র করে নাজিল হয়েছে। এই সুরার মূল বার্তা হলো আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্যের মাধ্যমে ইমানদারদের পরিশুদ্ধ জীবন লাভ এবং ইহুদিদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করা।
১ দিন আগেজনসম্পদকে আমানত হিসেবে দেখা, এর প্রতি যত্নশীল হওয়া এবং এর অপব্যবহার থেকে বিরত থাকা ইমানের অপরিহার্য অংশ। এটি একজন মুমিনের সামাজিক দায়বদ্ধতা এবং আল্লাহর প্রতি গভীর আনুগত্যের পরিচায়ক। এই সম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণ নৈতিক ও ইমানি কর্তব্য।
১ দিন আগেআমি প্রবাসে আছি সাত বছর হলো। এখনো বিয়ে করিনি। বিয়ের পর আর প্রবাসে আসার ইচ্ছে নেই। তাই মা-বাবাকে বলেছি, পাত্রী দেখার জন্য। যদি সবকিছু ঠিক থাকে মোবাইলের মাধ্যমে বিয়ে সম্পন্ন করে দেশে চলে আসব। প্রবাসে বসে মোবাইলে বিয়ে করা কি আমার জন্য জায়েজ হবে? এ বিষয়ে ইসলামের নির্দেশনা জানতে চাই।
১ দিন আগে