Ajker Patrika

জাতিসংঘের সদর দপ্তরের সামনে থাকা অস্ত্রধারীকে ৩ ঘণ্টার চেষ্টায় আটক

জাতিসংঘের সদর দপ্তরের সামনে থাকা অস্ত্রধারীকে ৩ ঘণ্টার চেষ্টায় আটক

জাতিসংঘের সদর দপ্তরের সামনে থাকা অস্ত্রধারী এক ব্যক্তিকে তিন ঘণ্টার চেষ্টায় আটক করেছে নিউইয়র্ক পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার তাঁকে ম্যানহাটনে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরের সামনে থেকে আটক করা হয়। এর আগে অস্ত্রধারী ওই ব্যক্তি জাতিসংঘের সদর দপ্তরের সামনে অবস্থান করেন। সতর্কতার অংশ হিসেবে সদর দপ্তরের চারপাশের রাস্তা বন্ধ করে দেয় প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

নিউইয়র্ক পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, ওই ব্যক্তি এখন পুলিশের হেফাজতে রয়েছে। সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকটি ভিডিওতে অস্ত্রধারী ওই ব্যক্তিকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে দেখা গেছে। 

আইন প্রয়োগকারী এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ওই ব্যক্তি ঘটনাস্থলেই জাতিসংঘকে দায়ী করে বিবৃতি দিয়েছিলেন। তাঁর দাবি ছিল, জাতিসংঘ বিশ্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। 

আটক অস্ত্রধারী ব্যক্তি ফুটপাতে বেশ কয়েকটি নোটবুক রেখে গেছেন। নোটবুকগুলো নিউইয়র্ক পুলিশ সংগ্রহ করেছে। 

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিট থেকে বেলা ১টা ৪০ মিনিট পর্যন্ত প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে ওই অস্ত্রধারী ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। 

নিউইয়র্ক পুলিশের একজন মুখপাত্র বলেছেন, অস্ত্রধারী ওই ব্যক্তির বয়স ষাটের কাছাকাছি। 

নাম প্রকাশ না করার শর্তে জাতিসংঘের একজন কর্মকর্তা বলেন, জাতিসংঘের সদর দপ্তরের সামনের প্রবেশপথে ওই ব্যক্তি আত্মহত্যার হুমকি দিয়েছিলেন। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, সশস্ত্র ওই ব্যক্তিকে ঘিরে রেখেছে পুলিশ। তিনি দীর্ঘ সময় ধরে অস্ত্র হাতে ফুটপাতে হাঁটাচলা করেন।      

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাপুড়ের রক্তে তৈরি হলো বিশ্বের সবচেয়ে কার্যকর অ্যান্টিভেনম

পাথরঘাটায় তিন শিক্ষকের ওপর হামলার‌ অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া

আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখলেই পুলিশে সোপর্দ করবেন: সামান্তা

কুষ্টিয়ায় দুই পুলিশকে আসামির হাতুড়িপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত