Ajker Patrika

ইউক্রেনকে আরও সামরিক সহায়তার আশ্বাস বাইডেনের

ইউক্রেনকে আরও সামরিক সহায়তার আশ্বাস বাইডেনের

ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পোল্যান্ডের স্থানীয় সময় গতকাল শনিবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বাইডেনের সঙ্গে আলোচনা শেষে এ কথা জানিয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। 

ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের মতো অন্য কোনো দেশ আমাদের এত বেশি সহযোগিতা করছে না। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ 

দিমিত্র কুলেবা বলেন, ইউক্রেনীয় মনোবল এবং পশ্চিমাদের অস্ত্র, বিশেষ করে বেশির ভাগ মার্কিন অস্ত্র যুদ্ধক্ষেত্রে আমাদের সাফল্যের উপায় হিসেবে ব্যবহৃত হচ্ছে। 

তবে ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী এই সামরিক সহায়তার ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। তবে তিনি বলেছেন, ‘কীভাবে আমাদের প্রতিরক্ষা সহযোগিতা আরও বিকশিত হবে, সে ব্যাপারে আজ আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে অতিরিক্ত প্রতিশ্রুতি পেয়েছি।’ 

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালালে তার দুদিন পরই বাইডেন প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা দেশটিকে ৩৫ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়া হবে বলে জানায়। এ ছাড়া গত ১৩ মার্চ আবারও বাইডেন প্রশাসন দেশটিকে ২০ কোটি ডলার সামরিক সহায়তা দেওয়া হবে বলে জানায়। 

বাইডেন প্রশাসন জানিয়েছে, ২০২১ সালের শুরু থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ১২০ কোটি ডলার সহায়তা দিয়েছে। এই অর্থ বৈদেশিক সহায়তা আইনের মাধ্যমেই ইউক্রেনকে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত