জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক নিয়ে নতুন তথ্য সামনে এনেছেন সংস্থাটির সাবেক কর্মকর্তা ফ্রান্সেস হাউজেন। তিনি বলেছেন, কোম্পানির বিভিন্ন সাইট ও অ্যাপগুলো শিশুদের ক্ষতি করছে। পাশাপাশি এটি মানুষের মাঝে বিভক্তি সৃষ্টি করছে এবং বিশ্বের দেশে দেশে গণতন্ত্রকে দুর্বল করছে। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সিনেটের উপকমিটির সামনে এ কথা বলেন ফেসবুকের সাবেক এই কর্মকর্তা।
ফেসবুকের সিভিক ইন্টেগ্রিটি গ্রুপের প্রোডাক্ট ম্যানেজার ছিলেন ফ্রান্সেস হাউজেন। গত মে মাসে সংস্থাটির চাকরি থেকে বিদায় নেন তিনি।
মার্কিন কংগ্রেসে শুনানিতে অংশ নিয়ে লিখিত বক্তব্যে ফ্রান্সেস হাউজেন বলেন, মূল সমস্যাটির হলো, ফেসবুকের ধ্বংসাত্মক বিষয়গুলো ফেসবুকের চেয়ে ভালোভাবে কেউ বুঝতে পারে না। ফেসবুক তার অ্যালগরিদম ও অপারেশনগুলোকে গোপন রাখে।
ক্যাপিটল হিলে ফ্রান্সেস হাউজেন বলেন, ফেসবুক ও ইনস্টাগ্রামকে কীভাবে আরও নিরাপদ করা যায়, সেটি ভালো করেই জানে কোম্পানিটি। কিন্তু প্রয়োজনীয় সেসব পরিবর্তন ফেসবুক কর্তৃপক্ষ আনতে চায় না। কারণ ফেসবুক মানুষের নিরাপত্তার আগে একচেটিয়া ব্যবসায়িক মুনাফাকে বেশি প্রাধান্য দেয়।
সম্প্রতি মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারের মাধ্যমে প্রকাশ্যে আসেন ৩৭ বছর বয়সী ফ্রান্সেস হাউজেন। সেখানেও তিনি ফেসবুক ও এর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তীব্র সমালোচনা করেন। ওই সাক্ষাৎকারে ফ্রান্সেস হাউজেন জানিয়েছেন, তিনি সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালকে ফেসবুকের বেশ কয়েকটি নথি দিয়েছেন।
হাউজেন অভিযোগ করেছেন, ফেসবুক সহিংসতার পরিকল্পনাকারীদের বিরত রাখতে খুব কম কাজ করেছে।
মিয়ানমারে গণহত্যায় ফেসবুক ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া ফেসবুকের মাধ্যমে পরিকল্পনা করে চলতি বছরের জানুয়ারিতে ক্যাপিটল হিলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা হামলা চালায় বলেও অভিযোগ রয়েছে।
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক নিয়ে নতুন তথ্য সামনে এনেছেন সংস্থাটির সাবেক কর্মকর্তা ফ্রান্সেস হাউজেন। তিনি বলেছেন, কোম্পানির বিভিন্ন সাইট ও অ্যাপগুলো শিশুদের ক্ষতি করছে। পাশাপাশি এটি মানুষের মাঝে বিভক্তি সৃষ্টি করছে এবং বিশ্বের দেশে দেশে গণতন্ত্রকে দুর্বল করছে। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সিনেটের উপকমিটির সামনে এ কথা বলেন ফেসবুকের সাবেক এই কর্মকর্তা।
ফেসবুকের সিভিক ইন্টেগ্রিটি গ্রুপের প্রোডাক্ট ম্যানেজার ছিলেন ফ্রান্সেস হাউজেন। গত মে মাসে সংস্থাটির চাকরি থেকে বিদায় নেন তিনি।
মার্কিন কংগ্রেসে শুনানিতে অংশ নিয়ে লিখিত বক্তব্যে ফ্রান্সেস হাউজেন বলেন, মূল সমস্যাটির হলো, ফেসবুকের ধ্বংসাত্মক বিষয়গুলো ফেসবুকের চেয়ে ভালোভাবে কেউ বুঝতে পারে না। ফেসবুক তার অ্যালগরিদম ও অপারেশনগুলোকে গোপন রাখে।
ক্যাপিটল হিলে ফ্রান্সেস হাউজেন বলেন, ফেসবুক ও ইনস্টাগ্রামকে কীভাবে আরও নিরাপদ করা যায়, সেটি ভালো করেই জানে কোম্পানিটি। কিন্তু প্রয়োজনীয় সেসব পরিবর্তন ফেসবুক কর্তৃপক্ষ আনতে চায় না। কারণ ফেসবুক মানুষের নিরাপত্তার আগে একচেটিয়া ব্যবসায়িক মুনাফাকে বেশি প্রাধান্য দেয়।
সম্প্রতি মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারের মাধ্যমে প্রকাশ্যে আসেন ৩৭ বছর বয়সী ফ্রান্সেস হাউজেন। সেখানেও তিনি ফেসবুক ও এর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তীব্র সমালোচনা করেন। ওই সাক্ষাৎকারে ফ্রান্সেস হাউজেন জানিয়েছেন, তিনি সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালকে ফেসবুকের বেশ কয়েকটি নথি দিয়েছেন।
হাউজেন অভিযোগ করেছেন, ফেসবুক সহিংসতার পরিকল্পনাকারীদের বিরত রাখতে খুব কম কাজ করেছে।
মিয়ানমারে গণহত্যায় ফেসবুক ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া ফেসবুকের মাধ্যমে পরিকল্পনা করে চলতি বছরের জানুয়ারিতে ক্যাপিটল হিলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা হামলা চালায় বলেও অভিযোগ রয়েছে।
বৈধ ভিসাধারী ৫ কোটি ৫০ লাখেরও বেশি বিদেশির রেকর্ড পুনর্মূল্যায়ন করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এসব নথিতে তারা খতিয়ে দেখছে ওই বিদেশিরা অভিবাসন আইন লঙ্ঘন করে এমন কোনো কাজ করেছে কিনা, যার জন্য তাদের ভিসা বাতিল বা দেশ থেকে বিতাড়িত করা হতে পারে।
১ ঘণ্টা আগেইউক্রেনীয় প্রেসিডেন্ট আরও অবাক হন, যখন ট্রাম্প তাঁর এক বন্ধুর ছেলের কথা বলেন, যিনি পেশাদার গলফার। ট্রাম্প দাবি করেন, দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ডিসিতে বাইরে খেতে যেতে পারছিলেন না তাঁর এই বন্ধুর ছেলে। এখন তিনি নিশ্চিন্তে রেস্টুরেন্টে যেতে পারছেন।
১ ঘণ্টা আগেশ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগে তাঁকে আজ শুক্রবার গ্রেপ্তার করেছে দেশটির আর্থিক অপরাধ তদন্ত বিভাগ। এই ঘটনা শ্রীলঙ্কার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
২ ঘণ্টা আগেভারতের ত্রিপুরা রাজ্যে ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশের অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক সদস্যকে আটক করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর এসেছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অনুপ্রবেশের দায়ে ওই বিজিবি সদস্যকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
৪ ঘণ্টা আগে