Ajker Patrika

মার্কিন কংগ্রেসে ফেসবুককে ধুয়ে দিলেন সংস্থাটির সাবেক কর্মকর্তা

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১১: ১৪
মার্কিন কংগ্রেসে ফেসবুককে ধুয়ে দিলেন সংস্থাটির সাবেক কর্মকর্তা

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক নিয়ে নতুন তথ্য সামনে এনেছেন সংস্থাটির সাবেক কর্মকর্তা ফ্রান্সেস হাউজেন। তিনি বলেছেন, কোম্পানির বিভিন্ন সাইট ও অ্যাপগুলো শিশুদের ক্ষতি করছে। পাশাপাশি এটি মানুষের মাঝে বিভক্তি সৃষ্টি করছে এবং বিশ্বের দেশে দেশে গণতন্ত্রকে দুর্বল করছে। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সিনেটের উপকমিটির সামনে এ কথা বলেন ফেসবুকের সাবেক এই কর্মকর্তা।  

ফেসবুকের সিভিক ইন্টেগ্রিটি গ্রুপের প্রোডাক্ট ম্যানেজার ছিলেন ফ্রান্সেস হাউজেন। গত মে মাসে সংস্থাটির চাকরি থেকে বিদায় নেন তিনি।

মার্কিন কংগ্রেসে শুনানিতে অংশ নিয়ে লিখিত বক্তব্যে ফ্রান্সেস হাউজেন বলেন, মূল সমস্যাটির হলো, ফেসবুকের ধ্বংসাত্মক বিষয়গুলো ফেসবুকের চেয়ে ভালোভাবে কেউ বুঝতে পারে না।  ফেসবুক তার অ্যালগরিদম ও অপারেশনগুলোকে গোপন রাখে।

ক্যাপিটল হিলে ফ্রান্সেস হাউজেন বলেন, ফেসবুক ও ইনস্টাগ্রামকে কীভাবে আরও নিরাপদ করা যায়, সেটি ভালো করেই জানে কোম্পানিটি। কিন্তু প্রয়োজনীয় সেসব পরিবর্তন ফেসবুক কর্তৃপক্ষ আনতে চায় না। কারণ ফেসবুক মানুষের নিরাপত্তার আগে একচেটিয়া ব্যবসায়িক মুনাফাকে বেশি প্রাধান্য দেয়।

সম্প্রতি মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারের মাধ্যমে প্রকাশ্যে আসেন ৩৭ বছর বয়সী ফ্রান্সেস হাউজেন। সেখানেও তিনি ফেসবুক ও এর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তীব্র সমালোচনা করেন। ওই সাক্ষাৎকারে ফ্রান্সেস হাউজেন জানিয়েছেন, তিনি সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালকে ফেসবুকের বেশ কয়েকটি নথি দিয়েছেন। 

হাউজেন অভিযোগ করেছেন,  ফেসবুক সহিংসতার পরিকল্পনাকারীদের বিরত রাখতে খুব কম কাজ করেছে। 

মিয়ানমারে গণহত্যায় ফেসবুক ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া ফেসবুকের মাধ্যমে পরিকল্পনা করে চলতি বছরের জানুয়ারিতে ক্যাপিটল হিলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা হামলা চালায় বলেও অভিযোগ রয়েছে।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

সশস্ত্র বাহিনীর সদস্যদের নতুন বেতন নির্ধারণে কমিটি

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

এক ভারতীয়র কারণে যুক্তরাষ্ট্রে বন্ধ হলো ট্রাকচালকদের ভিসা

সরকারি-আধা সরকারি-স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের দপ্তর থাকবে সমন্বিত ভবনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত