Ajker Patrika

যুক্তরাষ্ট্রে ব্যস্ত নাইট ক্লাবের সামনে ভিড়ের ওপর উঠে গেল গাড়ি, আহত অন্তত ৩০

অনলাইন ডেস্ক
ছবি: এপির সৌজন্যে
ছবি: এপির সৌজন্যে

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ব্যস্ত একটি নাইটক্লাবের বাইরে অপেক্ষারত মানুষের ভিড়ের ওপর গাড়ি উঠে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শহরের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, শনিবার (১৯ জুলাই) স্থানীয় সময় রাত দুইটার দিকে সান্তা মনিকা শহরের প্রশস্ত সড়কের পাশে একটি বারের সামনে এ ঘটনা ঘটে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতাল ও ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের পাবলিক ইনফরমেশন অফিসার ক্যাপ্টেন অ্যাডাম ভ্যানগারপেন জানান, নিসান ভার্সা মডেলের একটি গাড়ি হঠাৎ ভিড়ের ওপর উঠে যায়। দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে এমন ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। এতে আঘাতপ্রাপ্তদের অধিকাংশই ছিলেন নারী। তাঁরা নাইট ক্লাবে প্রবেশের জন্য লাইনে অপেক্ষা করছিলেন। গাড়িটি একটি টাকো ট্রাক (খাবারের গাড়ি) এবং কাছেই একটি পার্কিং স্ট্যান্ডেও আঘাত হানে।

ঘটনাস্থলে উপস্থিত চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের শরীরে গুলি লেগেছিল। এ বিষয়ে ক্যাপ্টেন ভ্যানগারপেন বলেন, ‘একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে আমরা জানতে পেরেছি, তিনি গুলির শব্দ শুনেছেন। ঘটনাটি পুলিশের তদন্তাধীন। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ এর তদন্ত করবে। আমরা ধারণা করছি, গাড়ির চালকের শরীরে গুলি লেগেছে।’

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জুতা ও অন্যান্য জিনিসপত্র রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। দ্রুত জরুরি পরিষেবা দলগুলো ঘটনাস্থলে পৌঁছানোর পর আশপাশের এলাকা সিল করে দেওয়া হয়।

ক্যাপ্টেন ভ্যানগারপেন আরও জানান, জরুরি সেবাদানকারী কর্মীরা পৌঁছানোর আগেই ক্লাবের ভেতরে থাকা ব্যক্তিরা আহতদের সাহায্যে এগিয়ে আসেন। তিনি বলেন, ‘তারা সবাই নাইট ক্লাবে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। সেখানে একটি খাবারের গাড়ি ছিল, তারা খাবার নিয়ে ভেতরে যাওয়ার অপেক্ষায় ছিল। গাড়ির ধাক্কায় পার্কিং স্ট্যান্ডটি ভেঙে যায়, টাকো ট্রাকটিও ভেঙে যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত