নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল ব্রুকলিনের একটি পাতাল স্টেশনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ১৬ জন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ব্রুকলিনের সানসেট পার্ক এলাকায় ঘটনাটি ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক যাত্রী সিএনএনকে জানান, ব্রুকলিনের সানসেট পার্ক এলাকার ৪ অ্যাভিনিউ এবং ৩৬ স্ট্রিটের নিকটস্থ পাতাল স্টেশনটি এবং সেখানে ঘটনার সময় আগত ট্রেনটি অফিসগামী মানুষে ভর্তি মানুষ ছিল। ঘটনার সময় ওই ট্রেনের একটি বগিতে প্রায় ৪০ / ৫০ জন যাত্রী ছিলেন। হঠাৎ একটি ‘স্মোক গ্রেনেড’ বিস্ফোরিত হওয়ায় নিমেষেই চারিদিক ধোঁয়ায় ছেয়ে যায়। ধোঁয়ায় কিছুই যখন দেখা যাচ্ছিল না—তখন এক বন্দুকধারী ওই বগির ভেতরের যাত্রীদের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে।
এতে, পাঁচজন সরাসরি গুলিবিদ্ধ হন। নিমেষেই রক্তাক্ত হয়ে যায় বগিটির বিভিন্ন স্থান। প্রাণের ভয়ে যাত্রীরা ধোঁয়ার মধ্যেই ছোটাছুটি করতে থাকে। এ সময়, আরও কয়েক জন আহত হন।
ঘটনার পর থেকে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে। ভেতর থেকে কাউকে বেরোতে বা বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এ ঘটনায় গ্যাস মাস্ক এবং শ্রমিকের ভেস্ট পরা এক ব্যক্তিকে পুলিশ খুঁজছে।
ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, আহতের মধ্যে বেশ কয়েকজন বন্দুকের গুলিতে আহত হয়েছে। তবে আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী পলাতক রয়েছে। হামলাকারী কমলা রঙের কনস্ট্রাকশনের পোশাক পরহিত ছিলেন। কী কারণে গুলি চালানো হয়েছে সেটি জানা যায়নি।
পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই মুহূর্তে স্টেশনের ভেতরে কোনো সক্রিয় বিস্ফোরক নেই।
নিরাপত্তার জন্য ঘটনাস্থল এড়িয়ে যেতে বলেছেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের মুখপাত্র।
নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল ব্রুকলিনের একটি পাতাল স্টেশনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ১৬ জন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ব্রুকলিনের সানসেট পার্ক এলাকায় ঘটনাটি ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক যাত্রী সিএনএনকে জানান, ব্রুকলিনের সানসেট পার্ক এলাকার ৪ অ্যাভিনিউ এবং ৩৬ স্ট্রিটের নিকটস্থ পাতাল স্টেশনটি এবং সেখানে ঘটনার সময় আগত ট্রেনটি অফিসগামী মানুষে ভর্তি মানুষ ছিল। ঘটনার সময় ওই ট্রেনের একটি বগিতে প্রায় ৪০ / ৫০ জন যাত্রী ছিলেন। হঠাৎ একটি ‘স্মোক গ্রেনেড’ বিস্ফোরিত হওয়ায় নিমেষেই চারিদিক ধোঁয়ায় ছেয়ে যায়। ধোঁয়ায় কিছুই যখন দেখা যাচ্ছিল না—তখন এক বন্দুকধারী ওই বগির ভেতরের যাত্রীদের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে।
এতে, পাঁচজন সরাসরি গুলিবিদ্ধ হন। নিমেষেই রক্তাক্ত হয়ে যায় বগিটির বিভিন্ন স্থান। প্রাণের ভয়ে যাত্রীরা ধোঁয়ার মধ্যেই ছোটাছুটি করতে থাকে। এ সময়, আরও কয়েক জন আহত হন।
ঘটনার পর থেকে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে। ভেতর থেকে কাউকে বেরোতে বা বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এ ঘটনায় গ্যাস মাস্ক এবং শ্রমিকের ভেস্ট পরা এক ব্যক্তিকে পুলিশ খুঁজছে।
ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, আহতের মধ্যে বেশ কয়েকজন বন্দুকের গুলিতে আহত হয়েছে। তবে আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী পলাতক রয়েছে। হামলাকারী কমলা রঙের কনস্ট্রাকশনের পোশাক পরহিত ছিলেন। কী কারণে গুলি চালানো হয়েছে সেটি জানা যায়নি।
পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই মুহূর্তে স্টেশনের ভেতরে কোনো সক্রিয় বিস্ফোরক নেই।
নিরাপত্তার জন্য ঘটনাস্থল এড়িয়ে যেতে বলেছেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের মুখপাত্র।
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন বলেছেন, ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনায় সফল হলে তিনি ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেবেন। তবে শর্ত হলো, এ সমঝোতা যেন রাশিয়া তথা পুতিনের কাছে আত্মসমর্পণের সমান না হয়।
৮ মিনিট আগেআলাস্কায় আজ শুক্রবারের বহুল আলোচিত শীর্ষ বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমরা আমেরিকার ওপর ভরসা করছি।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি ট্রাম্পের মন্তব্যের সঙ্গে সুর মিলিয়ে জানান, আজকের বৈঠক নিঃসন্দেহে উচ্চঝুঁকির এবং এটি ন্যায়সংগত শান্তির পথে একটি
১ ঘণ্টা আগেসিঙ্গাপুরভিত্তিক ধনকুবের ও হোটেল ব্যবসায়ী ওং বেন সেংকে উপহার কেলেঙ্কারির মামলায় ২৩ হাজার ৪০০ মার্কিন ডলার (২৮ লাখ ৪২ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। গত বছর তিনি সারা দেশকে নাড়া দেওয়া ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছিলেন।
১ ঘণ্টা আগেএয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি ইউক্রেনের হয়ে মধ্যস্থতা করতে যাচ্ছেন না, বরং তাঁর লক্ষ্য হলো পুতিনকে আলোচনার টেবিলে আনা। তিনি বলেন, ‘আমি এখানে ইউক্রেনের জন্য সমঝোতা করতে আসিনি।’
১ ঘণ্টা আগে