বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে শঙ্কা। করোনায় বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র ওমিক্রন নিয়ে বেশ চিন্তিত। দেশটিতে এ পর্যন্ত আটজনের দেহে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে নাগরিকদের বুস্টার ডোজ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। সামনের শীতের মাসগুলোতে করোনা যেন বৃদ্ধি না পায় সে লক্ষ্যে বেশ কিছু বিধিনিষেধ ঘোষণা করেছেন তিনি।
স্থানীয় সময় বৃহস্পতিবার ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ-এ বক্তৃতা দেওয়ার সময় বাইডেন বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
বাইডেন বলেন, আরও বেশি সংখ্যক মার্কিনিকে বুস্টার ডোজের আওতায় আনতে তাঁর প্রশাসন পদক্ষেপ নিয়ে যাচ্ছে। সেই সঙ্গে বিনা খরচে বাড়িতে বসেই করোনার পরীক্ষা করানোর সুবিধা বাড়ানোর ওপর নজর দেওয়া হচ্ছে।
বাইডেন আরও বলেন, ‘বিশেষজ্ঞরা বলছেন শীতের মাসগুলোতে করোনা শনাক্তের সংখ্যা বাড়তে থাকবে। তাই আমাদের প্রস্তুত থাকতে হবে। নাগরিকদের টিকা নিতে উদ্বুদ্ধ করতে হবে।’
ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) থেকে পাওয়া তথ্য অনুসারে, এ পর্যন্ত দেশটির ২৩ শতাংশ মানুষ টিকার বুস্টার ডোজ নিয়েছেন।
হোয়াইট হাউস বিবৃতিতে বলেছে, গণ পরিবহন এবং বিমানবন্দরে আগামী মার্চ পর্যন্ত মাস্ক পরা বাধ্যতামূলক থাকবে। সকল আন্তর্জাতিক ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ২৪ ঘণ্টার মধ্যে কোভিড পরীক্ষায় নেগেটিভ হতে হবে। টিকার বুস্টার ডোজ নিতে উৎসাহিত করার জন্য পারিবারিক টিকা ক্লিনিকসহ জনশিক্ষা এবং প্রচার কার্যক্রম অব্যাহত রাখা হবে।
বাইডেন প্রশাসনের পরিকল্পনার মধ্যে আরও রয়েছে, বেসরকারি স্বাস্থ্য বিমা পরিকল্পনার আওতায় থাকা ব্যক্তিদের বাড়ির জন্য বিনা মূল্যে টেস্টিং কিট তৈরি করা এবং যুক্তরাষ্ট্রের যেসব রাজ্যে সংক্রমণের হার বেশি সেই সব রাজ্যের জরুরি সেবা প্রদানকারী দলগুলোকে হাসপাতালের সহযোগিতার জন্য নিয়োগ করা।
বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে শঙ্কা। করোনায় বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র ওমিক্রন নিয়ে বেশ চিন্তিত। দেশটিতে এ পর্যন্ত আটজনের দেহে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে নাগরিকদের বুস্টার ডোজ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। সামনের শীতের মাসগুলোতে করোনা যেন বৃদ্ধি না পায় সে লক্ষ্যে বেশ কিছু বিধিনিষেধ ঘোষণা করেছেন তিনি।
স্থানীয় সময় বৃহস্পতিবার ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ-এ বক্তৃতা দেওয়ার সময় বাইডেন বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
বাইডেন বলেন, আরও বেশি সংখ্যক মার্কিনিকে বুস্টার ডোজের আওতায় আনতে তাঁর প্রশাসন পদক্ষেপ নিয়ে যাচ্ছে। সেই সঙ্গে বিনা খরচে বাড়িতে বসেই করোনার পরীক্ষা করানোর সুবিধা বাড়ানোর ওপর নজর দেওয়া হচ্ছে।
বাইডেন আরও বলেন, ‘বিশেষজ্ঞরা বলছেন শীতের মাসগুলোতে করোনা শনাক্তের সংখ্যা বাড়তে থাকবে। তাই আমাদের প্রস্তুত থাকতে হবে। নাগরিকদের টিকা নিতে উদ্বুদ্ধ করতে হবে।’
ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) থেকে পাওয়া তথ্য অনুসারে, এ পর্যন্ত দেশটির ২৩ শতাংশ মানুষ টিকার বুস্টার ডোজ নিয়েছেন।
হোয়াইট হাউস বিবৃতিতে বলেছে, গণ পরিবহন এবং বিমানবন্দরে আগামী মার্চ পর্যন্ত মাস্ক পরা বাধ্যতামূলক থাকবে। সকল আন্তর্জাতিক ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ২৪ ঘণ্টার মধ্যে কোভিড পরীক্ষায় নেগেটিভ হতে হবে। টিকার বুস্টার ডোজ নিতে উৎসাহিত করার জন্য পারিবারিক টিকা ক্লিনিকসহ জনশিক্ষা এবং প্রচার কার্যক্রম অব্যাহত রাখা হবে।
বাইডেন প্রশাসনের পরিকল্পনার মধ্যে আরও রয়েছে, বেসরকারি স্বাস্থ্য বিমা পরিকল্পনার আওতায় থাকা ব্যক্তিদের বাড়ির জন্য বিনা মূল্যে টেস্টিং কিট তৈরি করা এবং যুক্তরাষ্ট্রের যেসব রাজ্যে সংক্রমণের হার বেশি সেই সব রাজ্যের জরুরি সেবা প্রদানকারী দলগুলোকে হাসপাতালের সহযোগিতার জন্য নিয়োগ করা।
২০১৭ সালে রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গা মুসলিমদের ব্যাপকভাবে বিতাড়নের পর তাদের গ্রাম ও মসজিদ পুড়িয়ে দিয়ে জমি দখল করে ঘাঁটি নির্মাণ করেছে মিয়ানমারের সেনাবাহিনী। এই তথ্য উঠে এসেছে জাতিসংঘ-সমর্থিত এক তদন্ত প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগেব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী শবানা মাহমুদ নতুন অভিবাসন নীতি ঘোষণা করেছেন, যেখানে অভিবাসীদের জন্য স্থায়ীভাবে দেশে থাকার নিয়ম কঠোর করা হবে। লেবার পার্টির লিভারপুল সম্মেলনে তিনি নিজেকে ‘কঠোর স্বরাষ্ট্রমন্ত্রী’ আখ্যা দিয়ে জানান—
১০ ঘণ্টা আগেতামিলনাড়ুর কারুর জেলায় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার ৪৮ ঘণ্টা পর পুলিশ টিভিকের (তামিলাগা ভেটরি কাজাগম) কারুর পশ্চিম জেলার সম্পাদক মাথিয়াঝাগানকে গ্রেপ্তার করেছে। এই মর্মান্তিক ঘটনার জন্য প্রয়োজনীয় সুরক্ষার অভাব ও ত্রুটিকে দায়ী করে...
১০ ঘণ্টা আগেকাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলার জেরে ক্ষমা চেয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ সোমবার হোয়াইট হাউস থেকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানিকে ফোন করে তিনি এ হামলার জন্য দুঃখ প্রকাশ করেন। নেতানিয়াহুর ঘনিষ্ঠ একটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
১১ ঘণ্টা আগে