বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে শঙ্কা। করোনায় বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র ওমিক্রন নিয়ে বেশ চিন্তিত। দেশটিতে এ পর্যন্ত আটজনের দেহে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে নাগরিকদের বুস্টার ডোজ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। সামনের শীতের মাসগুলোতে করোনা যেন বৃদ্ধি না পায় সে লক্ষ্যে বেশ কিছু বিধিনিষেধ ঘোষণা করেছেন তিনি।
স্থানীয় সময় বৃহস্পতিবার ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ-এ বক্তৃতা দেওয়ার সময় বাইডেন বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
বাইডেন বলেন, আরও বেশি সংখ্যক মার্কিনিকে বুস্টার ডোজের আওতায় আনতে তাঁর প্রশাসন পদক্ষেপ নিয়ে যাচ্ছে। সেই সঙ্গে বিনা খরচে বাড়িতে বসেই করোনার পরীক্ষা করানোর সুবিধা বাড়ানোর ওপর নজর দেওয়া হচ্ছে।
বাইডেন আরও বলেন, ‘বিশেষজ্ঞরা বলছেন শীতের মাসগুলোতে করোনা শনাক্তের সংখ্যা বাড়তে থাকবে। তাই আমাদের প্রস্তুত থাকতে হবে। নাগরিকদের টিকা নিতে উদ্বুদ্ধ করতে হবে।’
ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) থেকে পাওয়া তথ্য অনুসারে, এ পর্যন্ত দেশটির ২৩ শতাংশ মানুষ টিকার বুস্টার ডোজ নিয়েছেন।
হোয়াইট হাউস বিবৃতিতে বলেছে, গণ পরিবহন এবং বিমানবন্দরে আগামী মার্চ পর্যন্ত মাস্ক পরা বাধ্যতামূলক থাকবে। সকল আন্তর্জাতিক ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ২৪ ঘণ্টার মধ্যে কোভিড পরীক্ষায় নেগেটিভ হতে হবে। টিকার বুস্টার ডোজ নিতে উৎসাহিত করার জন্য পারিবারিক টিকা ক্লিনিকসহ জনশিক্ষা এবং প্রচার কার্যক্রম অব্যাহত রাখা হবে।
বাইডেন প্রশাসনের পরিকল্পনার মধ্যে আরও রয়েছে, বেসরকারি স্বাস্থ্য বিমা পরিকল্পনার আওতায় থাকা ব্যক্তিদের বাড়ির জন্য বিনা মূল্যে টেস্টিং কিট তৈরি করা এবং যুক্তরাষ্ট্রের যেসব রাজ্যে সংক্রমণের হার বেশি সেই সব রাজ্যের জরুরি সেবা প্রদানকারী দলগুলোকে হাসপাতালের সহযোগিতার জন্য নিয়োগ করা।
বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে শঙ্কা। করোনায় বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র ওমিক্রন নিয়ে বেশ চিন্তিত। দেশটিতে এ পর্যন্ত আটজনের দেহে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে নাগরিকদের বুস্টার ডোজ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। সামনের শীতের মাসগুলোতে করোনা যেন বৃদ্ধি না পায় সে লক্ষ্যে বেশ কিছু বিধিনিষেধ ঘোষণা করেছেন তিনি।
স্থানীয় সময় বৃহস্পতিবার ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ-এ বক্তৃতা দেওয়ার সময় বাইডেন বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
বাইডেন বলেন, আরও বেশি সংখ্যক মার্কিনিকে বুস্টার ডোজের আওতায় আনতে তাঁর প্রশাসন পদক্ষেপ নিয়ে যাচ্ছে। সেই সঙ্গে বিনা খরচে বাড়িতে বসেই করোনার পরীক্ষা করানোর সুবিধা বাড়ানোর ওপর নজর দেওয়া হচ্ছে।
বাইডেন আরও বলেন, ‘বিশেষজ্ঞরা বলছেন শীতের মাসগুলোতে করোনা শনাক্তের সংখ্যা বাড়তে থাকবে। তাই আমাদের প্রস্তুত থাকতে হবে। নাগরিকদের টিকা নিতে উদ্বুদ্ধ করতে হবে।’
ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) থেকে পাওয়া তথ্য অনুসারে, এ পর্যন্ত দেশটির ২৩ শতাংশ মানুষ টিকার বুস্টার ডোজ নিয়েছেন।
হোয়াইট হাউস বিবৃতিতে বলেছে, গণ পরিবহন এবং বিমানবন্দরে আগামী মার্চ পর্যন্ত মাস্ক পরা বাধ্যতামূলক থাকবে। সকল আন্তর্জাতিক ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ২৪ ঘণ্টার মধ্যে কোভিড পরীক্ষায় নেগেটিভ হতে হবে। টিকার বুস্টার ডোজ নিতে উৎসাহিত করার জন্য পারিবারিক টিকা ক্লিনিকসহ জনশিক্ষা এবং প্রচার কার্যক্রম অব্যাহত রাখা হবে।
বাইডেন প্রশাসনের পরিকল্পনার মধ্যে আরও রয়েছে, বেসরকারি স্বাস্থ্য বিমা পরিকল্পনার আওতায় থাকা ব্যক্তিদের বাড়ির জন্য বিনা মূল্যে টেস্টিং কিট তৈরি করা এবং যুক্তরাষ্ট্রের যেসব রাজ্যে সংক্রমণের হার বেশি সেই সব রাজ্যের জরুরি সেবা প্রদানকারী দলগুলোকে হাসপাতালের সহযোগিতার জন্য নিয়োগ করা।
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন বলেছেন, ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনায় সফল হলে তিনি ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেবেন। তবে শর্ত হলো, এই সমঝোতা যেন রাশিয়া তথা পুতিনের কাছে আত্মসমর্পণের সমান না হয়।
৩ ঘণ্টা আগেআলাস্কায় আজ শুক্রবারের বহুল আলোচিত শীর্ষ বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমরা আমেরিকার ওপর ভরসা করছি।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি ট্রাম্পের মন্তব্যের সঙ্গে সুর মিলিয়ে জানান, আজকের বৈঠক নিঃসন্দেহে উচ্চঝুঁকির এবং এটি ন্যায়সংগত শান্তির পথে একটি
৪ ঘণ্টা আগেসিঙ্গাপুরভিত্তিক ধনকুবের ও হোটেল ব্যবসায়ী ওং বেন সেংকে উপহার কেলেঙ্কারির মামলায় ২৩ হাজার ৪০০ মার্কিন ডলার (২৮ লাখ ৪২ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। গত বছর তিনি সারা দেশকে নাড়া দেওয়া ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছিলেন।
৪ ঘণ্টা আগেআলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকটি ছয় থেকে সাত ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে বলে আশা করছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমনটাই জানিয়েছেন। খবর বিবিসির।
৪ ঘণ্টা আগে