Ajker Patrika

জাতিসংঘের ফিলিস্তিনি সংস্থা ছাড়ছে যুক্তরাষ্ট্র

আজকের পত্রিকা ডেস্ক­
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা (ইউএনআরডব্লিউএ) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার নিজ প্রশাসনের প্রতি এ নির্দেশ দেন তিনি। এদিন জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) থেকেও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের কার্যনির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। জাতিসংঘে মার্কিন অনুদানের বিষয়টিও পর্যালোচনার কথা জানিয়েছেন তিনি। এ ছাড়া ইউনেসকোর সঙ্গেও সম্পর্ক পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছেন।

২০১৮ সালে নিজের প্রথম মেয়াদে ইউএনএইচআরসি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছিলেন ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় এসে ২০২১ সালে আবার ওই সদস্যপদ গ্রহণ করেন।

ট্রাম্পের এই ঘোষণার পর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, জাতিসংঘের কর্মদক্ষতা বৃদ্ধি এবং উদ্ভাবনের জন্য নিরন্তর সংস্কারমূলক কাজ করেছেন গুতেরেস। মার্কিন সহায়তার ফলে জাতিসংঘ অগণিত জীবন রক্ষা করতে পেরেছে। আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষার কাজেও অগ্রণী ভূমিকা পালন করতে পেরেছে। বিশ্বের এই সামগ্রিক অশান্ত পরিবেশে মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রেসিডেন্ট ট্রাম্প তথা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী।

এদিকে জাতিসংঘের সংস্থাগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন হোয়াইট হাউসের স্টাফ সেক্রেটারি উইল শার্ফ। তিনি বলেন, জাতিসংঘের সঙ্গে সম্পর্ক এবং অন্যান্য দেশের তুলনায় সংস্থাটিতে মার্কিন অনুদানের অঙ্ক পুনর্বিবেচনা করা হবে।

ট্রাম্পের মতে, জাতিসংঘ ‘ভীষণ সম্ভাবনাময়’ হলেও সংস্থাটি সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। সব দেশের অর্থেই এটি পরিচালিত হওয়া উচিত। অথচ যুক্তরাষ্ট্র বরাবরই অসামঞ্জস্যপূর্ণ অনুদান দিয়ে যাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, জাতিসংঘকে সঠিকভাবে কাজ করতে হবে। কাজের মাধ্যমে অনেক মতবিরোধের নিষ্পত্তি ঘটবে। নিদেনপক্ষে যুক্তরাষ্ট্র সাহায্য পাবে, যে কাজটি কখনো হয় না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত