মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ হতে পারে এমন শঙ্কার মধ্যে ব্যবহারকারীরা ‘রেডনোট’ নামে অপর একটি চীনা অ্যাপের দিকে ঝুঁকছেন। বলা হচ্ছে, নিজেদের ‘টিকটক শরণার্থী’ পরিচয় দিয়ে ব্যবহারকারীরা রেডনোটে অভিবাসন করছেন।
বিবিসি জানিয়েছে, গতকাল সোমবার অ্যাপলের মার্কিন অ্যাপ স্টোরে রেডনোট হয়ে উঠেছিল সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ।
রেডনোট চীনের তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয়। এটি মূলত টিকটক এবং ইনস্টাগ্রামের মিশ্র রূপ। অ্যাপটি বর্তমানে প্রায় ৩০ কোটি মাসিক ব্যবহারকারীকে ডেটিং, ফ্যাশন এবং জীবনযাত্রার টিপস বিনিময়ের সুযোগ দিচ্ছে।
জানা গেছে, মার্কিন সুপ্রিম কোর্ট এমন একটি আইন নিয়ে রায় দেবে, যার ফলে আগামী ১৯ জানুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে পারে টিকটক।
তবে টিকটকের আইনজীবীরা সতর্ক করেছেন, নিষেধাজ্ঞা দেওয়া হলে এটি মার্কিন সংবিধানের বাক্স্বাধীনতার অধিকার লঙ্ঘন করবে।
এদিকে রেডনোট অ্যাপটি নতুন ব্যবহারকারীদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। ‘টিকটক শরণার্থী’ শিরোনামে ৬৩ হাজারের বেশি পোস্টে নতুন ব্যবহারকারীদের অ্যাপ ব্যবহার এবং চীনা ভাষার প্রাথমিক শব্দ শেখানোর টিপস দেওয়া হচ্ছে। তবে রেডনোটেও চীনা সরকারের সমালোচনা নিয়ে সেন্সরশিপের অভিযোগ রয়েছে। এ ছাড়া তাইওয়ানে নিরাপত্তা শঙ্কার কারণে সরকারি কর্মকর্তাদের এই অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
রেডনোটে প্রবেশ করা মার্কিন ব্যবহারকারীদের কাছে চীনা ব্যবহারকারীরা মজা করে নিজেদের ‘চীনা গুপ্তচর’ হিসেবে পরিচয় দিচ্ছেন।
যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের স্কুল ক্যানটিন কর্মী সারা ফাদারিংহ্যাম রেডনোটে যোগ দিয়ে বলেছেন, ‘চীনের সংস্কৃতি ও সাধারণ মানুষের জীবনযাপন সম্পর্কে জানার দারুণ সুযোগ পেয়েছি।’
ভার্জিনিয়ার ফ্যাশন ডিজাইনার মার্কাস রবিনসন বলেছেন, ‘রেডনোট দারুণ লাগছে। তবে আমাকে মান্দারিন শিখতে হবে!’
রেডনোটে টেনেসির প্রযুক্তি কর্মী সিডনি ক্রাউলি ২৪ ঘণ্টার মধ্যে ৬ হাজার ফলোয়ার পেয়েছেন। তিনি বলেন, ‘টিকটক থাকলেও আমি রেডনোটে আমার প্ল্যাটফর্ম বজায় রাখব এবং নতুন সম্পর্ক ও সুযোগের সন্ধান করব।’
রেডনোট এখন নতুন ব্যবহারকারীদের জন্য সামাজিক যোগাযোগের একটি বিকল্প প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। চীনা সংস্কৃতি এবং নতুন বন্ধুত্ব তৈরি করার জন্য অ্যাপটি একটি জনপ্রিয় গন্তব্যে পরিণত হচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ হতে পারে এমন শঙ্কার মধ্যে ব্যবহারকারীরা ‘রেডনোট’ নামে অপর একটি চীনা অ্যাপের দিকে ঝুঁকছেন। বলা হচ্ছে, নিজেদের ‘টিকটক শরণার্থী’ পরিচয় দিয়ে ব্যবহারকারীরা রেডনোটে অভিবাসন করছেন।
বিবিসি জানিয়েছে, গতকাল সোমবার অ্যাপলের মার্কিন অ্যাপ স্টোরে রেডনোট হয়ে উঠেছিল সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ।
রেডনোট চীনের তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয়। এটি মূলত টিকটক এবং ইনস্টাগ্রামের মিশ্র রূপ। অ্যাপটি বর্তমানে প্রায় ৩০ কোটি মাসিক ব্যবহারকারীকে ডেটিং, ফ্যাশন এবং জীবনযাত্রার টিপস বিনিময়ের সুযোগ দিচ্ছে।
জানা গেছে, মার্কিন সুপ্রিম কোর্ট এমন একটি আইন নিয়ে রায় দেবে, যার ফলে আগামী ১৯ জানুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে পারে টিকটক।
তবে টিকটকের আইনজীবীরা সতর্ক করেছেন, নিষেধাজ্ঞা দেওয়া হলে এটি মার্কিন সংবিধানের বাক্স্বাধীনতার অধিকার লঙ্ঘন করবে।
এদিকে রেডনোট অ্যাপটি নতুন ব্যবহারকারীদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। ‘টিকটক শরণার্থী’ শিরোনামে ৬৩ হাজারের বেশি পোস্টে নতুন ব্যবহারকারীদের অ্যাপ ব্যবহার এবং চীনা ভাষার প্রাথমিক শব্দ শেখানোর টিপস দেওয়া হচ্ছে। তবে রেডনোটেও চীনা সরকারের সমালোচনা নিয়ে সেন্সরশিপের অভিযোগ রয়েছে। এ ছাড়া তাইওয়ানে নিরাপত্তা শঙ্কার কারণে সরকারি কর্মকর্তাদের এই অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
রেডনোটে প্রবেশ করা মার্কিন ব্যবহারকারীদের কাছে চীনা ব্যবহারকারীরা মজা করে নিজেদের ‘চীনা গুপ্তচর’ হিসেবে পরিচয় দিচ্ছেন।
যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের স্কুল ক্যানটিন কর্মী সারা ফাদারিংহ্যাম রেডনোটে যোগ দিয়ে বলেছেন, ‘চীনের সংস্কৃতি ও সাধারণ মানুষের জীবনযাপন সম্পর্কে জানার দারুণ সুযোগ পেয়েছি।’
ভার্জিনিয়ার ফ্যাশন ডিজাইনার মার্কাস রবিনসন বলেছেন, ‘রেডনোট দারুণ লাগছে। তবে আমাকে মান্দারিন শিখতে হবে!’
রেডনোটে টেনেসির প্রযুক্তি কর্মী সিডনি ক্রাউলি ২৪ ঘণ্টার মধ্যে ৬ হাজার ফলোয়ার পেয়েছেন। তিনি বলেন, ‘টিকটক থাকলেও আমি রেডনোটে আমার প্ল্যাটফর্ম বজায় রাখব এবং নতুন সম্পর্ক ও সুযোগের সন্ধান করব।’
রেডনোট এখন নতুন ব্যবহারকারীদের জন্য সামাজিক যোগাযোগের একটি বিকল্প প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। চীনা সংস্কৃতি এবং নতুন বন্ধুত্ব তৈরি করার জন্য অ্যাপটি একটি জনপ্রিয় গন্তব্যে পরিণত হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
২ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
২ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৩ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৫ ঘণ্টা আগে