কিউবার উত্তর উপকূলে একটি অপরিশোধিত তেল মজুত কারখানায় বজ্রপাত আঘাত হানায় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। এ দুর্ঘটনায় ১৭ জন অগ্নিনির্বাপক নিখোঁজ রয়েছেন। কারখানাটি থেকে এ পর্যন্ত ৬০০ ব্যক্তিকে সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটেছে এবং শনিবার বিকেল পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে বার্তা সংস্থা এপি কিউবার কর্তৃপক্ষের বরাত দিয়ে এক ব্যক্তি নিহত হওয়ার খবর জানিয়েছে। তবে তাঁর পরিচয় উদ্ধার করা যায়নি। এপি জানিয়েছে, শনিবার রাতে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছেন।
বজ্রপাতজনিত এই অগ্নিকাণ্ড হয়েছে কিউবার রাজধানী শহর হাভানা থেকে ৬০ মাইল পূর্ব দিকে মাতানজাস প্রদেশের ‘মাতানজাস সুপারট্যাংকার’ নামে পরিচিত তেল কারখানায়। সামাজিক মাধ্যমে পোস্ট করা কিউবার জ্বালানি মন্ত্রণালয়ের ছবিতে দেখা গেছে, তেল কারখানাটি থেকে কালো ধোঁয়া ওপরের দিকে উঠে আকাশ ছেয়ে ফেলেছে।
কিউবার প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, আগুন লাগার খবর পাওয়ামাত্র ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে ছুটে গেছেন। আহত অবস্থায় ১২১ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ৬০০ জনকে সেখান থেকে সরিয়ে নিয়েছেন। এ ছাড়া ওই এলাকা থেকে ১ হাজার ৩০০ ব্যক্তি নিজেরাই সরে গেছে।
কিউবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বজ্রপাতে একটি তেলের ট্যাংকে আগুনের সূত্রপাত হয়। এরপর শনিবার ভোরের দিকে অন্য একটি ট্যাংকে আগুন ছড়িয়ে পড়ে এবং ব্যাপক বিস্ফোরণ হয়। এরপর থেকে ফায়ার সার্ভিসের ১৭ জন কর্মী নিখোঁজ রয়েছেন। দ্বিতীয় ট্যাংকে ৫২ হাজার ঘনমিটার জ্বালানি মজুত ছিল।
আহতদের মধ্যে কিউবার জ্বালানিমন্ত্রী লিভান আরন্তে ক্রুজও রয়েছেন বলে এক টুইটার পোস্টে জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়।
প্রেসিডেন্ট দিয়াজ ক্যানেল ও প্রধানমন্ত্রী ম্যানুয়েল মারেরো ক্রুজ স্থানীয় সময় শনিবার দুর্ঘটনাকবলিত কারখানাটি পরিদর্শন করেছেন। এ ছাড়া হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গেও দেখা করেছেন তাঁরা।
কিউবার উত্তর উপকূলে একটি অপরিশোধিত তেল মজুত কারখানায় বজ্রপাত আঘাত হানায় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। এ দুর্ঘটনায় ১৭ জন অগ্নিনির্বাপক নিখোঁজ রয়েছেন। কারখানাটি থেকে এ পর্যন্ত ৬০০ ব্যক্তিকে সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটেছে এবং শনিবার বিকেল পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে বার্তা সংস্থা এপি কিউবার কর্তৃপক্ষের বরাত দিয়ে এক ব্যক্তি নিহত হওয়ার খবর জানিয়েছে। তবে তাঁর পরিচয় উদ্ধার করা যায়নি। এপি জানিয়েছে, শনিবার রাতে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছেন।
বজ্রপাতজনিত এই অগ্নিকাণ্ড হয়েছে কিউবার রাজধানী শহর হাভানা থেকে ৬০ মাইল পূর্ব দিকে মাতানজাস প্রদেশের ‘মাতানজাস সুপারট্যাংকার’ নামে পরিচিত তেল কারখানায়। সামাজিক মাধ্যমে পোস্ট করা কিউবার জ্বালানি মন্ত্রণালয়ের ছবিতে দেখা গেছে, তেল কারখানাটি থেকে কালো ধোঁয়া ওপরের দিকে উঠে আকাশ ছেয়ে ফেলেছে।
কিউবার প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, আগুন লাগার খবর পাওয়ামাত্র ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে ছুটে গেছেন। আহত অবস্থায় ১২১ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ৬০০ জনকে সেখান থেকে সরিয়ে নিয়েছেন। এ ছাড়া ওই এলাকা থেকে ১ হাজার ৩০০ ব্যক্তি নিজেরাই সরে গেছে।
কিউবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বজ্রপাতে একটি তেলের ট্যাংকে আগুনের সূত্রপাত হয়। এরপর শনিবার ভোরের দিকে অন্য একটি ট্যাংকে আগুন ছড়িয়ে পড়ে এবং ব্যাপক বিস্ফোরণ হয়। এরপর থেকে ফায়ার সার্ভিসের ১৭ জন কর্মী নিখোঁজ রয়েছেন। দ্বিতীয় ট্যাংকে ৫২ হাজার ঘনমিটার জ্বালানি মজুত ছিল।
আহতদের মধ্যে কিউবার জ্বালানিমন্ত্রী লিভান আরন্তে ক্রুজও রয়েছেন বলে এক টুইটার পোস্টে জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়।
প্রেসিডেন্ট দিয়াজ ক্যানেল ও প্রধানমন্ত্রী ম্যানুয়েল মারেরো ক্রুজ স্থানীয় সময় শনিবার দুর্ঘটনাকবলিত কারখানাটি পরিদর্শন করেছেন। এ ছাড়া হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গেও দেখা করেছেন তাঁরা।
গত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
৭ মিনিট আগেজম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছেন। তিনি বলেছেন, ‘আমি পোপ হতে চাই।’ এই পর্যন্ত ঠিক আছে। বক্তব্য দেখে ঘাবড়ে যাবেন না। ট্রাম্প আন্তরিকভাবে এই আকাঙ্ক্ষা পোষণ করেননি, রসিকতার ছলেই তিনি এই আকাঙ্ক্ষা পোষণ করেন।
২ ঘণ্টা আগেগতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিটের ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আনন্দবাজারের সকাল ৭টার প্রতিবেদনে জানানো হয়েছে, তখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
৩ ঘণ্টা আগে