ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন রুখে দেওয়ার মতো ইউরোপ যথেষ্ট শক্তিশালী নয়। আর এ জন্যই ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সমর্থনের ওপর নির্ভর করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিন। স্থানীয় সময় শুক্রবার অস্ট্রেলিয়া সফরের সময় সান্না এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
গত ফেব্রুয়ারিতে রাশিয়া যুদ্ধ শুরু করার পর থেকে এ পর্যন্ত ইউক্রেনকে সবচেয়ে বেশি সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত মাসে যুক্তরাজ্যের হাউস অব কমন্সের একটি গবেষণা থেকে জানা গেছে, ইউক্রেনকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ১৮ দশমিক ৬ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান কিল ইনস্টিটিউট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পরে ইউক্রেনকে সবচেয়ে বেশি সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এরপর রয়েছে যুক্তরাজ্য। তবে তাদের সহায়তা যুক্তরাষ্ট্রের সহায়তার তুলনায় খুবই নগণ্য।
শুক্রবার অস্ট্রেলিয়ার সিডনির লোই ইনস্টিটিউট থিংক ট্যাংকে বক্তৃতা দেওয়ার সময় সান্না মারিন আরও বলেছেন, ‘আপনাদের একটি কঠিন সত্য বলি। ইউরোপ এ মুহূর্তে যথেষ্ট শক্তিশালী নয়। যুক্তরাষ্ট্রকে ছাড়া আমরা হয়তো বিপদে পড়ব।’ ইউরোপের সামরিক শক্তি বাড়াতে আরও কাজ করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
ফিনিশ প্রধানমন্ত্রী বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অনেক অস্ত্র, অর্থ ও মানবিক সহায়তা দিয়েছে। ইউরোপ এ রকম সহায়তা দেওয়ার মতো এখনো যথেষ্ট শক্তিশালী হয়নি। এ রকম পরিস্থিতি মোকাবিলায় ইউরোপকে প্রস্তুতি নিতে হবে এবং নিজেদের সক্ষমতা গড়ে তুলতে হবে।’
ক্ষমতায় থাকার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা খাতে পর্যাপ্ত ব্যয় না করার জন্য ন্যাটোর ইউরোপীয় দেশগুলোর নিয়মিত সমালোচনা করতেন। ২০২০ সালের এক সমীক্ষায় দেখা গেছে, যুক্তরাষ্ট্র তাদের মোট জিডিপির ৩ দশমিক ৭ শতাংশ সামরিক খাতে ব্যয় করেছে, যেখানে ইউরোপের দেশগুলো ব্যয় করেছে মাত্র ১ দশমিক ৭৭ শতাংশ।
বক্তৃতা দেওয়ার সময় সান্না মারিন অভিযোগ করে বলেন, জ্বালানির প্রয়োজনে ইউরোপের কয়েকটি দেশ রাশিয়ার সঙ্গে সম্প্রতি গভীর সম্পর্ক গড়ে তুলেছে। আমরা ভেবেছিলাম, রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক বন্ধন গড়ে তোলার মাধ্যমে যুদ্ধ বন্ধ করা যাবে। কিন্তু ইউরোপের সেই কৌশল সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন রুখে দেওয়ার মতো ইউরোপ যথেষ্ট শক্তিশালী নয়। আর এ জন্যই ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সমর্থনের ওপর নির্ভর করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিন। স্থানীয় সময় শুক্রবার অস্ট্রেলিয়া সফরের সময় সান্না এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
গত ফেব্রুয়ারিতে রাশিয়া যুদ্ধ শুরু করার পর থেকে এ পর্যন্ত ইউক্রেনকে সবচেয়ে বেশি সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত মাসে যুক্তরাজ্যের হাউস অব কমন্সের একটি গবেষণা থেকে জানা গেছে, ইউক্রেনকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ১৮ দশমিক ৬ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান কিল ইনস্টিটিউট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পরে ইউক্রেনকে সবচেয়ে বেশি সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এরপর রয়েছে যুক্তরাজ্য। তবে তাদের সহায়তা যুক্তরাষ্ট্রের সহায়তার তুলনায় খুবই নগণ্য।
শুক্রবার অস্ট্রেলিয়ার সিডনির লোই ইনস্টিটিউট থিংক ট্যাংকে বক্তৃতা দেওয়ার সময় সান্না মারিন আরও বলেছেন, ‘আপনাদের একটি কঠিন সত্য বলি। ইউরোপ এ মুহূর্তে যথেষ্ট শক্তিশালী নয়। যুক্তরাষ্ট্রকে ছাড়া আমরা হয়তো বিপদে পড়ব।’ ইউরোপের সামরিক শক্তি বাড়াতে আরও কাজ করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
ফিনিশ প্রধানমন্ত্রী বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অনেক অস্ত্র, অর্থ ও মানবিক সহায়তা দিয়েছে। ইউরোপ এ রকম সহায়তা দেওয়ার মতো এখনো যথেষ্ট শক্তিশালী হয়নি। এ রকম পরিস্থিতি মোকাবিলায় ইউরোপকে প্রস্তুতি নিতে হবে এবং নিজেদের সক্ষমতা গড়ে তুলতে হবে।’
ক্ষমতায় থাকার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা খাতে পর্যাপ্ত ব্যয় না করার জন্য ন্যাটোর ইউরোপীয় দেশগুলোর নিয়মিত সমালোচনা করতেন। ২০২০ সালের এক সমীক্ষায় দেখা গেছে, যুক্তরাষ্ট্র তাদের মোট জিডিপির ৩ দশমিক ৭ শতাংশ সামরিক খাতে ব্যয় করেছে, যেখানে ইউরোপের দেশগুলো ব্যয় করেছে মাত্র ১ দশমিক ৭৭ শতাংশ।
বক্তৃতা দেওয়ার সময় সান্না মারিন অভিযোগ করে বলেন, জ্বালানির প্রয়োজনে ইউরোপের কয়েকটি দেশ রাশিয়ার সঙ্গে সম্প্রতি গভীর সম্পর্ক গড়ে তুলেছে। আমরা ভেবেছিলাম, রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক বন্ধন গড়ে তোলার মাধ্যমে যুদ্ধ বন্ধ করা যাবে। কিন্তু ইউরোপের সেই কৌশল সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে।
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৮ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
৯ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
১১ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
১১ ঘণ্টা আগে