Ajker Patrika

স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মাস্কের মামলা

স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মাস্কের মামলা

চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে কৃত্রিম বুদ্ধিমত্তার মার্কিন প্রতিষ্ঠান ওপেনএআই এবং এর সহপ্রতিষ্ঠাতা ও সিইও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা করেছেন ইলন মাস্ক। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে এই মামলা করেন ইলন মাস্ক। 

মামলার বিষয়ে আজ শুক্রবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালে ওপেনএআইয়ের দুই সহ-প্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যান ও স্যাম অল্টম্যান একটি ওপেন সোর্স ও অলাভজনক কোম্পানি তৈরি করার জন্য ইলন মাস্কের সঙ্গে যোগাযোগ করেছিলেন। কথা ছিল, মানবতার সুবিধার জন্য ওই কোম্পানি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিকাশ করবে। 

পরবর্তীতে ইলন মাস্ক ওপেনএআই ও এর সহপ্রতিষ্ঠাতাদের সঙ্গে একটি চুক্তি করেন ইলন মাস্ক। চুক্তি অনুযায়ী—মুনাফা নয়, মানবকল্যাণে কাজ করবে প্রতিষ্ঠানটি। কিন্তু মাইক্রোসফটে বিনিয়োগের মধ্য দিয়ে ওপেনএআই বর্তমানে মুনাফার দিকে ঝুঁকছে। এ অবস্থায় স্যাম অল্টম্যান শর্ত ভঙ্গ করেছেন বলে অভিযোগ মাস্কের। তাই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে ওপেনএআই-এর পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়িয়েছিলেন ইলন মাস্ক। এই প্রতিষ্ঠানেরই সহযোগী প্রতিষ্ঠান বর্তমানে জনপ্রিয় হয়ে ওঠা অ্যাপ্লিকেশন চ্যাটজিপিটি। ২০২২ সালের নভেম্বরে চ্যাটজিপিটি বাজারে আসার পর বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে। এ অবস্থায় প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। 

চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত ওপেনএআই ও স্যাম অল্টম্যানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত