Ajker Patrika

স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মাস্কের মামলা

স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মাস্কের মামলা

চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে কৃত্রিম বুদ্ধিমত্তার মার্কিন প্রতিষ্ঠান ওপেনএআই এবং এর সহপ্রতিষ্ঠাতা ও সিইও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা করেছেন ইলন মাস্ক। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে এই মামলা করেন ইলন মাস্ক। 

মামলার বিষয়ে আজ শুক্রবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালে ওপেনএআইয়ের দুই সহ-প্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যান ও স্যাম অল্টম্যান একটি ওপেন সোর্স ও অলাভজনক কোম্পানি তৈরি করার জন্য ইলন মাস্কের সঙ্গে যোগাযোগ করেছিলেন। কথা ছিল, মানবতার সুবিধার জন্য ওই কোম্পানি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিকাশ করবে। 

পরবর্তীতে ইলন মাস্ক ওপেনএআই ও এর সহপ্রতিষ্ঠাতাদের সঙ্গে একটি চুক্তি করেন ইলন মাস্ক। চুক্তি অনুযায়ী—মুনাফা নয়, মানবকল্যাণে কাজ করবে প্রতিষ্ঠানটি। কিন্তু মাইক্রোসফটে বিনিয়োগের মধ্য দিয়ে ওপেনএআই বর্তমানে মুনাফার দিকে ঝুঁকছে। এ অবস্থায় স্যাম অল্টম্যান শর্ত ভঙ্গ করেছেন বলে অভিযোগ মাস্কের। তাই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে ওপেনএআই-এর পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়িয়েছিলেন ইলন মাস্ক। এই প্রতিষ্ঠানেরই সহযোগী প্রতিষ্ঠান বর্তমানে জনপ্রিয় হয়ে ওঠা অ্যাপ্লিকেশন চ্যাটজিপিটি। ২০২২ সালের নভেম্বরে চ্যাটজিপিটি বাজারে আসার পর বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে। এ অবস্থায় প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। 

চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত ওপেনএআই ও স্যাম অল্টম্যানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত