আগামীকাল ২৫ অক্টোবর বিশ্বখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর ১৪০তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় পাবলো পিকাসোর ১১টি শিল্পকর্ম নিয়ে বিলাজিওতে অনুষ্ঠিত হয়েছে লাস ভেগাসের সবচেয়ে বড় নিলাম। এখানে পিকাসোর ১১টি শিল্পকর্ম বিক্রি হয়েছে ১০ কোটি ৯০ লাখ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৩২ কোটি ৬৭ লাখ টাকা।
নিলাম প্রতিষ্ঠান নিউইয়র্ক সেল রুম ও এমজিএম যৌথভাবে এই নিলামের আয়োজন করে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ তাঁর সব শিল্পকর্ম সংগ্রহ ও বৈচিত্র্যময় উপস্থাপনের কাজে ব্যয় করার পরিকল্পনা আয়োজকদের।
নিলাম হওয়া শিল্পকর্মের মধ্যে ১৯৩৮ সালের লাল-কমলা ব্রেটে থাকা নারীর প্রতিকৃতি বিক্রি হয়েছে ৩ কোটি ৫০ লাখ ডলারে। ১৯৭০ সালে আঁকা পিকাসোর অন্যতম নিখুঁত প্রতিকৃতি ‘একজন মানুষের বক্ষ’ বিক্রি হয়েছে ৮০ লাখ ডলারে। পিকাসোর শেষ বয়স তথা ১৯৬৯ সালের আঁকা ‘মানুষ ও শিশু’ বিক্রি হয়েছে ২ কোটি ১০ লাখ ডলারে। ভিনসেন্ট ভ্যান গগ থেকে অনুপ্রাণিত হয়ে একই বছর আঁকা প্রতিকৃতি ‘মানুষের মাথা’ শিল্পকর্মটি বিক্রি হয়েছে ১০ লাখ ৮৫ হাজার ডলারে।
১৯৫৬ সালের সিরামিক টুকরা দিয়ে নির্মিত ‘দাড়িওয়ালা মানুষের মাথা’ প্রতিকৃতিটি বিক্রি হয়েছে ১০ লাখ ৯০ হাজার ডলারে। ১৯৪২ সালে প্যারিসে নাৎসি দখলের সময় আঁকা ‘ফল এবং ফুলের ঝুড়িসহ স্থির জীবন’ চিত্রটি বিক্রি হয়েছে ১ কোটি ৪০ লাখ ২৫ হাজার ডলারে। এমন আরও পাঁচটি শিল্পকর্ম এই বেলাজিও নিলামঘর থেকে বিক্রি হয়েছে।
আগামীকাল ২৫ অক্টোবর বিশ্বখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর ১৪০তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় পাবলো পিকাসোর ১১টি শিল্পকর্ম নিয়ে বিলাজিওতে অনুষ্ঠিত হয়েছে লাস ভেগাসের সবচেয়ে বড় নিলাম। এখানে পিকাসোর ১১টি শিল্পকর্ম বিক্রি হয়েছে ১০ কোটি ৯০ লাখ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৩২ কোটি ৬৭ লাখ টাকা।
নিলাম প্রতিষ্ঠান নিউইয়র্ক সেল রুম ও এমজিএম যৌথভাবে এই নিলামের আয়োজন করে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ তাঁর সব শিল্পকর্ম সংগ্রহ ও বৈচিত্র্যময় উপস্থাপনের কাজে ব্যয় করার পরিকল্পনা আয়োজকদের।
নিলাম হওয়া শিল্পকর্মের মধ্যে ১৯৩৮ সালের লাল-কমলা ব্রেটে থাকা নারীর প্রতিকৃতি বিক্রি হয়েছে ৩ কোটি ৫০ লাখ ডলারে। ১৯৭০ সালে আঁকা পিকাসোর অন্যতম নিখুঁত প্রতিকৃতি ‘একজন মানুষের বক্ষ’ বিক্রি হয়েছে ৮০ লাখ ডলারে। পিকাসোর শেষ বয়স তথা ১৯৬৯ সালের আঁকা ‘মানুষ ও শিশু’ বিক্রি হয়েছে ২ কোটি ১০ লাখ ডলারে। ভিনসেন্ট ভ্যান গগ থেকে অনুপ্রাণিত হয়ে একই বছর আঁকা প্রতিকৃতি ‘মানুষের মাথা’ শিল্পকর্মটি বিক্রি হয়েছে ১০ লাখ ৮৫ হাজার ডলারে।
১৯৫৬ সালের সিরামিক টুকরা দিয়ে নির্মিত ‘দাড়িওয়ালা মানুষের মাথা’ প্রতিকৃতিটি বিক্রি হয়েছে ১০ লাখ ৯০ হাজার ডলারে। ১৯৪২ সালে প্যারিসে নাৎসি দখলের সময় আঁকা ‘ফল এবং ফুলের ঝুড়িসহ স্থির জীবন’ চিত্রটি বিক্রি হয়েছে ১ কোটি ৪০ লাখ ২৫ হাজার ডলারে। এমন আরও পাঁচটি শিল্পকর্ম এই বেলাজিও নিলামঘর থেকে বিক্রি হয়েছে।
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে আবারও নিরঙ্কুশ জয় পেয়েছে দেশটির লেবার পার্টি। এই নির্বাচনের মধ্য দিয়ে দলপ্রধান ও দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ দ্বিতীয়বারের মতো ক্ষমতা পেলেন।
৯ মিনিট আগেচরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে পাকিস্তান সফলভাবে পরীক্ষা করেছে ৪৫০ কিলোমিটার রেঞ্জবিশিষ্ট ‘আবদালি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সামরিক মহড়ার অংশ হিসেবে চালানো এ পরীক্ষাকে ইসলামাবাদ নিয়মিত ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ বললেও ভারত একে উসকানিমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। কাশ্মীর হামলা ও সীমান্ত সংঘর্ষে
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ আগামী কয়েক বছরের মধ্যে ধাপে ধাপে ১২০০ জনবল ছাঁটাই করবে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপ মূলত নিয়োগ কমিয়ে বাস্তবায়ন করা হবে এবং এটি ট্রাম্প প্রশাসনের ফেডারেল কর্মীসংখ্যা হ্রাস নীতির অংশ।
২ ঘণ্টা আগেক্যাথলিক খ্রিষ্টধর্মের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদের আনুষ্ঠানিক নাম পোপ। সম্প্রতি পোপ ফ্রান্সিস মৃত্যুবরণ করায় পোপের পদটি খালি হয়েছে। আর কিছু দিন আগে ডোনাল্ড ট্রাম্প হাস্যরসের মাধ্যমে জানিয়েছিলেন, পোপ হিসেবে তিনিই নিজের প্রথম পছন্দ। এবার তিনি পোপের পোশাক পরা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার
৩ ঘণ্টা আগে