Ajker Patrika

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ২ শীর্ষ আইএস জঙ্গি নিহত 

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ২ শীর্ষ আইএস জঙ্গি নিহত 

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আফগানিস্তানে ইসলামিক স্টেট জিহাদি গোষ্ঠীর দুই শীর্ষ জঙ্গি নিহত হয়েছেন। আজ শনিবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পক্ষ সংবাদ সম্মেলনে থেকে এমনটি বলা হয়েছে।

পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়, শনিবারের এই হামলায় কোনো বেসামরিক নাগরিক নিহত হননি। গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে হামলা চালায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ওই হামলায় কমপক্ষে ১৩ মার্কিন সেনা নিহত হন। এরপরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, এই হামলার প্রতিশোধ নেওয়া হবে। 
তবে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় যারা মারা গেছেন তাঁরা সরাসরি কাবুল বিমানবন্দরে হামলায় জড়িত ছিল কি-না তা নিয়ে পেন্টাগনের পক্ষ থেকে বিস্তারিত কিছু বলা হয়নি। 

সংবাদ সম্মেলনে পেন্টাগনের মুখপাত্র জন কার্বি বলেন, তাঁরা আইএস-কে বা খোরাসান প্রদেশের ইসলামিক স্টেটের পরিকল্পনাকারী এবং সহায়তাকারী। এই দুজন আর বিশ্বের বুকে হাঁটতে পারবে না। এটি ভালো খবর।

এদিকে যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে আগামী কয়েক দিন কাবুলে আরও সন্ত্রাসী হামলা চালানো হতে পারে। এর মধ্যেই যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

তালেবান ক্ষমতায় আসার পর গত ১৪ আগস্ট থেকে এই পর্যন্ত আফগানিস্তান থেকে ১ লাখ ১৭ হাজার মানুষ দেশটি ছেড়ে পালিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত