Ajker Patrika

রুশ প্রকাশকদের সহযোগিতা করবেন না স্টিফেন কিং

আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৬: ৪৬
রুশ প্রকাশকদের সহযোগিতা করবেন না স্টিফেন কিং

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদে রুশ প্রকাশকদের আর কোনো ধরনের সহযোগিতা করবেন না বলে জানিয়েছেন বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় মার্কিন লেখক স্টিফেন কিং। তিনি রুশ প্রকাশনা সংস্থা এএসটির সঙ্গে নতুন এক চুক্তিতে সকল সহযোগিতা স্থগিত করেছেন। রুশ বার্তা সংস্থা তাস, সংবাদমাধ্যম মস্কো টাইমস ও ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান নিউজ হাব এ তথ্য জানিয়েছে। 
তাস এক প্রতিবেদনে জানিয়েছে, স্টিফেন কিংয়ের ‘বিলি সামারস’ উপন্যাস আগামী ৬ এপ্রিল থেকে রাশিয়ার বইয়ের দোকানগুলোতে পাওয়া যাওয়ার কথা রয়েছে। যদি তাই হয়, তবে এই উপন্যাসটিই হতে যাচ্ছে অনির্দিষ্টকালের জন্য রাশিয়ায় স্টিফেন কিংয়ের শেষ বই। চুক্তি নবায়ন না হওয়া পর্যন্ত রুশ পাঠকেরা আর স্টিফেন কিংয়ের নতুন কোনো বই রাশিয়ায় পাবেন না। 
এর আগে এক টুইটার পোস্টে স্টিফেন কিং জানিয়েছিলেন, তিনি রাশিয়ায় তাঁর বই প্রকাশের জন্য চুক্তি নবায়ন করবেন না। ইউক্রেনে রুশ আগ্রাসনের শুরু থেকেই যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং রুশ সরকারের পদক্ষেপের সমালোচনা করছেন।

প্রকাশনা সংস্থা এএসটি জানিয়েছে, তারা রুশ পাঠকদের চাহিদাকে সব সময় গুরুত্ব দেয়। সে জন্য তারা স্টিফেন কিংয়ের বই প্রকাশের জন্য তিন-চার বছর ধরে চুক্তি দীর্ঘায়িত করে আসছে। কিন্তু কিং আর নতুন করে চুক্তি নবায়ন করতে চাচ্ছেন না। 

স্টিফেন কিংয়ের বই বিশ্বব্যাপী ৩ কোটি ৫০ লাখ কপি বিক্রি হয়েছে। তাঁর লেখা বহু উপন্যাস থেকে চলচ্চিত্র, টেলিভিশন সিরিজ ও ওয়েব সিরিজ তৈরি হয়েছে। বিশ্বের অসংখ্য সাহিত্য পুরস্কার অর্জন করেছেন স্টিফেন কিং। এ পর্যন্ত তিনি ৬০ টির বেশি উপন্যাস এবং ২০০ টিরও বেশি ছোটগল্প লিখেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত