বাংলাদেশসহ এই অঞ্চল থেকে রোহিঙ্গা শরণার্থীদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসন উল্লেখযোগ্যভাবে বাড়াতে যুক্তরাষ্ট্র কাজ করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রোহিঙ্গা নিপীড়নের পাঁচ বছরপূর্তি উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।
বিবৃতিতে তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিজে) গাম্বিয়ার মামলা সমর্থন করার পাশাপাশি মিয়ানমারের পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সুপারিশকে সমর্থন করবে যুক্তরাষ্ট্র।’
চলতি বছরের মার্চে অ্যান্টনি ব্লিংকেন রোহিঙ্গাদের বিরুদ্ধে নিপীড়নকে ‘গণহত্যা’ বলে আখ্যা দিয়েছিলেন। তিনি বলেছেন, ‘সম্প্রতি গণতন্ত্রপন্থী ও বিরোধী নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর করেছে মিয়ানমারের সামরিক সরকার। এটি মিয়ানমারের জনজীবনের প্রতি সেনাবাহিনীর চরম অবহেলার সর্বশেষ উদাহরণ।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ‘মিয়ানমারের সামরিক শাসকদের ক্রমবর্ধমান সহিংসতা দেশটির মানবিক পরিস্থিতিকে আরও বিপর্যস্ত করে তুলছে, বিশেষ করে রোহিঙ্গাসহ জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জীবনকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।’
যুক্তরাষ্ট্র ২০১৭ সাল থেকে রোহিঙ্গাদের সমর্থন দিয়ে আসছে। দেশটি বলেছে, বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গারা নিরাপদে স্বদেশে ফিরতে পারবে না।
ইতিমধ্যে মিয়ানমার, বাংলাদেশ এবং এই অঞ্চলের অন্যান্য জায়গায় থাকা ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র ১৭০ কোটি ডলারেরও বেশি সহায়তা দিয়েছে।
উল্লেখ্য, মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে বাংলাদেশে আশ্রয় নিতে শুরু করে রোহিঙ্গারা। এর আগে থেকেই বাংলাদেশে আশ্রয় নিয়েছিল ৪ লাখের বেশি রোহিঙ্গা। সব মিলিয়ে এখন ১১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশের শিবিরগুলোতে রয়েছে।
বাংলাদেশসহ এই অঞ্চল থেকে রোহিঙ্গা শরণার্থীদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসন উল্লেখযোগ্যভাবে বাড়াতে যুক্তরাষ্ট্র কাজ করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রোহিঙ্গা নিপীড়নের পাঁচ বছরপূর্তি উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।
বিবৃতিতে তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিজে) গাম্বিয়ার মামলা সমর্থন করার পাশাপাশি মিয়ানমারের পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সুপারিশকে সমর্থন করবে যুক্তরাষ্ট্র।’
চলতি বছরের মার্চে অ্যান্টনি ব্লিংকেন রোহিঙ্গাদের বিরুদ্ধে নিপীড়নকে ‘গণহত্যা’ বলে আখ্যা দিয়েছিলেন। তিনি বলেছেন, ‘সম্প্রতি গণতন্ত্রপন্থী ও বিরোধী নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর করেছে মিয়ানমারের সামরিক সরকার। এটি মিয়ানমারের জনজীবনের প্রতি সেনাবাহিনীর চরম অবহেলার সর্বশেষ উদাহরণ।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ‘মিয়ানমারের সামরিক শাসকদের ক্রমবর্ধমান সহিংসতা দেশটির মানবিক পরিস্থিতিকে আরও বিপর্যস্ত করে তুলছে, বিশেষ করে রোহিঙ্গাসহ জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জীবনকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।’
যুক্তরাষ্ট্র ২০১৭ সাল থেকে রোহিঙ্গাদের সমর্থন দিয়ে আসছে। দেশটি বলেছে, বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গারা নিরাপদে স্বদেশে ফিরতে পারবে না।
ইতিমধ্যে মিয়ানমার, বাংলাদেশ এবং এই অঞ্চলের অন্যান্য জায়গায় থাকা ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র ১৭০ কোটি ডলারেরও বেশি সহায়তা দিয়েছে।
উল্লেখ্য, মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে বাংলাদেশে আশ্রয় নিতে শুরু করে রোহিঙ্গারা। এর আগে থেকেই বাংলাদেশে আশ্রয় নিয়েছিল ৪ লাখের বেশি রোহিঙ্গা। সব মিলিয়ে এখন ১১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশের শিবিরগুলোতে রয়েছে।
তিব্বতে বিরল সফর করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। অঞ্চলটিতে চীনা শাসন প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে এ সফর করলেন তিনি। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গতকাল বুধবার আঞ্চলিক রাজধানী লাসায় পৌঁছান তিনি। সেখানে তাকে স্বাগত জানাতে প্রায় ২০ হাজার কর্মকর্তা ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন
৬ মিনিট আগেশানুকে নিয়মিতই শারীরিক নির্যাতন ও বডি শেমিং করতেন শিবম। শানু বলেন, ‘আমার গড়পড়তা উচ্চতা এবং গায়ের রং ফরসা থাকা সত্ত্বেও আমাকে কুৎসিত বলে অপমান করতেন। তিনি ইউটিউব ও ইনস্টাগ্রামে নারীদের অশ্লীল ভিডিও দেখতেন এবং বলতেন, আমি নাকি তার জীবন নষ্ট করছি।
৩৬ মিনিট আগেবিক্ষোভকারীদের অভিযোগ, মাইক্রোসফটের এজেডইউআরই সফটওয়্যার ব্যবহার করে ফিলিস্তিনিদের ওপর নজরদারি চালাচ্ছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা ‘ইউনিট ৮২০০’ মাইক্রোসফটের এজেডইউআরই সিস্টেমে ফিলিস্তিনিদের ফোনকলের রেকর্ড সংরক্ষণ করছে
২ ঘণ্টা আগেআবারও আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এর বিচারক ও প্রসিকিউটরদের ওপর নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাগরিকদের বিরুদ্ধে ‘অবৈধ পদক্ষেপ’ নেওয়ার অভিযোগে আইসিসির চার কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
৪ ঘণ্টা আগে