Ajker Patrika

ভার্জিনিয়ায় বাড়িতে বিস্ফোরণে দমকলকর্মী নিহত, আহত ১১

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ৪৬
ভার্জিনিয়ায় বাড়িতে বিস্ফোরণে দমকলকর্মী নিহত, আহত ১১

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ভার্জিনিয়ার স্টার্লিং নামক এলাকায় একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে একজন দমকলকর্মী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১১ জন। গতকাল শুক্রবার সন্ধ্যায় এই বিস্ফোরণ ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

স্থানীয় দমকল বিভাগের সহকারী প্রধান জেমস উইলিয়ামস বিস্ফোরণটিকে ‘সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ’ বলে বর্ণনা করেছেন। স্থানীয় সময় গতকাল রাতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাস্তায় এবং আশপাশে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাড়িটির ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে।

উইলিয়ামস আরও বলেন, তদন্তের জন্য স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ভার্জিনিয়ার স্টার্লিংয়ের বাড়িটিতে অগ্নিনির্বাপক এবং উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছিল। তবে তদন্তের জন্য তাঁদের পাঠানো হয়েছিল কি না, তা খুলে বলেননি তিনি। উইলিয়ামস জানান, অগ্নিনির্বাপক ও উদ্ধারকর্মীরা বাড়িটিতে পৌঁছানোর পরপরই বিস্ফোরণটি ঘটে।

বিস্ফোরণের পরপরই ৯ জন অগ্নিনির্বাপক কর্মী এবং দুজন বেসামরিক নাগরিককে কাছাকাছি অবস্থিত একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান উইলিয়ামস। তিনি বলেন, আহতদের মধ্যে কারও কারও অবস্থা গুরুতর, আবার কয়েকজনের অবস্থা অপেক্ষাকৃত কম গুরুতর।

স্থানীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজের পাশাপাশি সামাজিক প্ল্যাটফর্মে পোস্ট করা ছবি এবং ভিডিওতে বাড়িটির ধোঁয়াটে ধ্বংসাবশেষ দেখা গেছে। সেই বাড়ির ধ্বংসাবশেষ উঠানসহ রাস্তায় ছড়িয়ে আছে।

বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত