যুক্তরাষ্ট্রে একটি গর্ভপাতের বড়ি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশটির দুটি আদালত পরস্পরবিরোধী রায় দিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার একজন বিচারক ওষুধটির সরকারি অনুমোদন স্থগিত করেছেন। আরেকজন বিচারক বলেছেন, ওষুধটি যুক্তরাষ্ট্রের সব রাজ্যে পাওয়া উচিত।
মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গর্ভপাতের বড়িটির নাম মিফেপ্রিস্টোন। শুক্রবার টেক্সাস অঙ্গরাজ্যের আদালতের বিচারক ক্যাকসম্যারিক এই বড়ির সরকারি অনুমোদন স্থগিতের আদেশ দেন। এই আদেশের বিরুদ্ধে আপিল আবেদন করতে সরকারকে সাত দিন সময় দিয়েছেন তিনি।
অন্যদিকে ওয়াশিংটন আদালতের বিচারক টমাস রাইস ‘বড়িটি পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না’ বলে রায় দিয়েছেন। টমাস রাইসকে নিয়োগ দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
দুই বিচারকের এমন পরস্পরবিরোধী রায়ের পর মিফেপ্রিস্টোনের অনুমোদনের বিষয়টি এখন অনিবার্যভাবেই উচ্চ আদালতে গড়াবে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলেছে, ক্যাকসম্যারিকের এই রায়ের কারণে লাখ লাখ নারী মিফেপ্রিস্টোন পেতে বাধার মুখে পড়বেন। সংগত কারণে এই রায়কে চ্যালেঞ্জ করা হবে।
ওয়াশিংটন পোস্ট বলছে, ডিস্ট্রিক্ট জজ ম্যাথিউ জে ক্যাকসম্যারিককে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়োগ দিয়েছিলেন। দীর্ঘদিন ধরেই তাঁর গর্ভপাতবিরোধী দৃষ্টিভঙ্গি রয়েছে। ফলে যেসব রাজ্যে গর্ভপাতের অধিকার সুরক্ষিত রয়েছে, সেসব রাজ্যেও তিনি মিফেপ্রিস্টোনের অনুমোদন নিষিদ্ধ করতে চান।
৬৭ পৃষ্ঠার রায়ে তিনি লিখেছেন, আদালত এফডিএর (ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন) সিদ্ধান্তকে হালকাভাবে দেখছে না। তবে এটা স্পষ্ট যে তারা কিছু অযৌক্তিক গবেষণার ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত (গর্ভপাত পিলের অনুমোদন) নিয়েছে। সংস্থাটি ওষুধের মাধ্যমে গর্ভপাত বাড়ানোর ব্যাপারে রাজনৈতিক চাপের মুখে পড়েছিল বলেও রায়ে উল্লেখ করেছেন তিনি।
টেক্সাসের রায়ের কয়েক ঘণ্টা পর বিচার বিভাগ ও ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ড্যাংকো ল্যাবরেটরিজ তাদের আপিলের নোটিশ দাখিল করেছে। অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেছেন, সরকার ইউএস কোর্ট অব আপিলের কাছে বড়িটির অনুমোদন বজায় রাখার অনুমতি দিতে অনুরোধ করবে।
প্রেসিডেন্ট বাইডেন শুক্রবার এক বিবৃতিতে টেক্সাসের রায়ের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘রায়টি কার্যকর হলে এফডিএর অনুমোদিত কোনো প্রেসক্রিপশন থাকবে না। এটি নারীদের মৌলিক স্বাধীনতা কেড়ে নেওয়া এবং তাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলার আরেকটি অভূতপূর্ব পদক্ষেপ।’
যুক্তরাষ্ট্রে একটি গর্ভপাতের বড়ি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশটির দুটি আদালত পরস্পরবিরোধী রায় দিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার একজন বিচারক ওষুধটির সরকারি অনুমোদন স্থগিত করেছেন। আরেকজন বিচারক বলেছেন, ওষুধটি যুক্তরাষ্ট্রের সব রাজ্যে পাওয়া উচিত।
মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গর্ভপাতের বড়িটির নাম মিফেপ্রিস্টোন। শুক্রবার টেক্সাস অঙ্গরাজ্যের আদালতের বিচারক ক্যাকসম্যারিক এই বড়ির সরকারি অনুমোদন স্থগিতের আদেশ দেন। এই আদেশের বিরুদ্ধে আপিল আবেদন করতে সরকারকে সাত দিন সময় দিয়েছেন তিনি।
অন্যদিকে ওয়াশিংটন আদালতের বিচারক টমাস রাইস ‘বড়িটি পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না’ বলে রায় দিয়েছেন। টমাস রাইসকে নিয়োগ দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
দুই বিচারকের এমন পরস্পরবিরোধী রায়ের পর মিফেপ্রিস্টোনের অনুমোদনের বিষয়টি এখন অনিবার্যভাবেই উচ্চ আদালতে গড়াবে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলেছে, ক্যাকসম্যারিকের এই রায়ের কারণে লাখ লাখ নারী মিফেপ্রিস্টোন পেতে বাধার মুখে পড়বেন। সংগত কারণে এই রায়কে চ্যালেঞ্জ করা হবে।
ওয়াশিংটন পোস্ট বলছে, ডিস্ট্রিক্ট জজ ম্যাথিউ জে ক্যাকসম্যারিককে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়োগ দিয়েছিলেন। দীর্ঘদিন ধরেই তাঁর গর্ভপাতবিরোধী দৃষ্টিভঙ্গি রয়েছে। ফলে যেসব রাজ্যে গর্ভপাতের অধিকার সুরক্ষিত রয়েছে, সেসব রাজ্যেও তিনি মিফেপ্রিস্টোনের অনুমোদন নিষিদ্ধ করতে চান।
৬৭ পৃষ্ঠার রায়ে তিনি লিখেছেন, আদালত এফডিএর (ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন) সিদ্ধান্তকে হালকাভাবে দেখছে না। তবে এটা স্পষ্ট যে তারা কিছু অযৌক্তিক গবেষণার ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত (গর্ভপাত পিলের অনুমোদন) নিয়েছে। সংস্থাটি ওষুধের মাধ্যমে গর্ভপাত বাড়ানোর ব্যাপারে রাজনৈতিক চাপের মুখে পড়েছিল বলেও রায়ে উল্লেখ করেছেন তিনি।
টেক্সাসের রায়ের কয়েক ঘণ্টা পর বিচার বিভাগ ও ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ড্যাংকো ল্যাবরেটরিজ তাদের আপিলের নোটিশ দাখিল করেছে। অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেছেন, সরকার ইউএস কোর্ট অব আপিলের কাছে বড়িটির অনুমোদন বজায় রাখার অনুমতি দিতে অনুরোধ করবে।
প্রেসিডেন্ট বাইডেন শুক্রবার এক বিবৃতিতে টেক্সাসের রায়ের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘রায়টি কার্যকর হলে এফডিএর অনুমোদিত কোনো প্রেসক্রিপশন থাকবে না। এটি নারীদের মৌলিক স্বাধীনতা কেড়ে নেওয়া এবং তাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলার আরেকটি অভূতপূর্ব পদক্ষেপ।’
মিয়ানমারের সামরিক জান্তা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এক প্রভাবশালী মার্কিন লবিং প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে। এই প্রতিষ্ঠানের বার্ষিক ফি ৩০ লাখ মার্কিন ডলার বা ৩৬৫ কোটি টাকা। মিয়ানমারে আগামী ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত চলবে এই চুক্তি। থাইল্যান্ড থেকে প্রকা
১০ মিনিট আগে২০০০ সালের ১০ আগস্ট। আর্কটিক সার্কেলের ওপরে ব্যারেন্টস সাগরে সামরিক কৌশল অনুশীলনে অংশ নিতে বন্দর ছেড়ে যায় রাশিয়ার পারমাণবিক সাবমেরিন ‘কুরস্ক’। দুই দিন পর অর্থাৎ ১২ আগস্ট সেটির একটি অনুশীলন টর্পেডো ছোড়ার কথা ছিল। কিন্তু টর্পেডোটি ছোড়ার আগেই সাগরের তলদেশে হারিয়ে যায় সাবমেরিনটি। পরে এর ১১৮ জন ক্রুকেই
১ ঘণ্টা আগেইসরায়েলে ফিলিস্তিনি শ্রমিকদের শূন্যস্থান পূরণে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি ভারতীয় শ্রমিক দেশটিতে গেছে। এমনটাই জানিয়েছে ভারত সরকার জানিয়েছে। গাজায় ইসরায়েলের চলমান অভিযানের মধ্যেই এ খবর প্রকাশ্যে এল। এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের প্রতি চাপ বাড়ার সময় ভারতের গুরুত্বপ
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। যাঁদের মধ্যে পাঁচজনের অবস্থাই সংকটাপন্ন। গতকাল সোমবার স্থানীয় সময় সকালে পিটসবার্গের কাছে ইউএস স্টিলের ক্লেয়ারটন কারখানায় এ বিস্ফোরণ হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে।
২ ঘণ্টা আগে