অনলাইন ডেস্ক
অভিবাসীবিরোধী অভিযানের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ চলছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে। ভয়াবহ আকার ধারণ করেছে বিক্ষোভ সমাবেশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিক্ষোভকারীরা মুখোমুখি অবস্থানে রয়েছে। অগ্নিগর্ভে পরিণত হওয়া লস অ্যাঞ্জেলেসে প্রতিবাদকারীদের পিছু হটাতে কাঁদানে গ্যাস, ফ্ল্যাশ ব্যাং ও রাবার বুলেট ছুঁড়ছে নিরাপত্তা বাহিনী। তাদের দিকে পাল্টা বোতল ও ইট-পাথর ছুঁড়ছে ক্ষুব্ধ জনতা।
এমন পরিস্থিতিতে ন্যাশনাল গার্ডের ৩০০ সেনাকে মাঠে নামিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, যেকোনো সময় মাঠে নামানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে ৫০০ মেরিন সেনাকে। ১৯৬৫ সালের পর এবারই প্রথম কোনো অঙ্গরাজ্যের প্রশাসনের অনুমোদন ছাড়াই ওই অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন করল ফেডারেল সরকার।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেছেন। স্থানীয় সরকারের অনুমতি ছাড়া ন্যাশনাল গার্ড মোতায়েন করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করবেন বলে হুমকিও দিয়েছেন তিনি।
এর আগে ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউসম এবং লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাস হোয়াইট হাউসকে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের আহ্বান জানান।
ন্যাশনাল গার্ড মোতায়েন ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে ‘ঠান্ডা মাথার মিথ্যাবাদী’ বলে অভিহিত করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন শুক্রবার ফোনালাপে ন্যাশনাল গার্ড মোতায়েন নিয়ে কথা বলেছেন তাঁরা। তবে, এই দাবিকে পুরোপুরি মিথ্যা বলছেন নিউসম।
এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিউসম বলেন, ‘তিনি (ট্রাম্প) ন্যাশনাল গার্ড নিয়ে কোনো কথা তোলেননি। অথচ তিনি বলেছেন, তিনি বিষয়টি নিয়ে আমার সঙ্গে আলোচনা করেছেন। একেবারে ঠাণ্ডা মাথার মিথ্যাবাদী তিনি।’
গভর্নর আরও বলেন, ‘আমি সবসময় প্রেসিডেন্টের সঙ্গে দায়িত্বশীল ও সম্মানজনকভাবে কাজ করতে চেয়েছি। কিন্তু তাঁর সঙ্গে কাজ করার কোনো পথ নেই। তিনি কেবল চান সবাই তাঁর হয়ে কাজ করুক। আর আমি কখনোই ডোনাল্ড ট্রাম্পের হয়ে কাজ করব না।’
নিউসম আরও বলেন, ট্রাম্প প্রশাসন ন্যাশনাল গার্ড মোতায়েন করেছে তাঁর সঙ্গে আলোচনা না করেই, যা স্পষ্টতই প্রশাসনিক নিয়মের লঙ্ঘন। তিনি বলেন, ‘প্রেসিডেন্টের নির্বাহী আদেশ অনুযায়ী, রাজ্যের গভর্নরের সঙ্গে সমন্বয় করা বাধ্যতামূলক। কিন্তু তারা আমাদের সঙ্গে কোনো সমন্বয় করেনি।’
এদিকে, চলমান বিক্ষোভ নিয়ে একের পর এক মন্তব্য করেই যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একে ক্যালিফোর্নিয়ার নেতৃত্বে থাকা ডেমোক্র্যাট নেতাদের চাল বলে আখ্যা দিয়েছেন তিনি। এক পোস্টে বিক্ষোভকারীদের ‘বেতনভোগী বিদ্রোহী’ বলে অভিহিত করেছেন তিনি। তাঁর ভাষ্য— টাকার বিনিময়ে বিশৃঙ্খলা করছেন তারা। তিনি বলেন, ‘এরা কোনো বিক্ষোভকারী নয়, এরা বিশৃঙ্খলাকারী ও বিদ্রোহী।’
অন্য একটি পোস্টে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাসকে ব্যর্থ আখ্যা দিয়েছেন ট্রাম্প। লিখেছেন, চলমান দাঙ্গাসহ অন্য সব ব্যর্থতার জন্য লস অ্যাঞ্জেলেসের বাসিন্দাদের কাছে ক্ষমতা চাওয়া উচিৎ ওই দুই ডেমোক্র্যাট নেতার।
এদিকে, গত দুদিনের তুলনায় তৃতীয় দিন বেশি ক্ষুব্ধ বিক্ষোভকারীরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্যমতে, লস অ্যাঞ্জেলেসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফ্রি-ওয়ে ১০১-এ একটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। পুলিশের গাড়ি ছাড়াও গুগল মালিকানাধীন স্বচালিত গাড়ি ওয়েমোর দুটি গাড়ি জ্বালিয়ে দিয়েছে তাঁরা। এমন পরিস্থিতিতে ফ্রি-ওয়ে ১০১ বন্ধ ঘোষণা করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট। বিক্ষোভকারীদের শিগগিরই ফ্রি-ওয়ে ১০১ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। শহরের পুরো ডাউনটাউন এলাকাকে এখন ‘অবৈধ সমাবেশ অঞ্চল’ হিসেবে ঘোষণা করা হয়েছে। সবশেষ পাওয়া খবর পর্যন্ত, স্থানীয় সময় রোববার (বাংলাদেশ সময় সোমবার) আটক করা হয়েছে কমপক্ষে ১০ জনকে।
আল-জাজিরার লস অ্যাঞ্জেলেস প্রতিনিধি ফিল ল্যাভেলে বলছেন, গত কয়েক ঘণ্টায় নাটকীয় মোড় নিয়েছে বিক্ষোভ। বিক্ষুব্ধ জনতার সামনে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে পুলিশ। ব্রিজের ওপর থেকে তাদের দিকে ইট-পাথর এমনকি জলন্ত পটকা ছুড়ে মারা হচ্ছে। নিরাপত্তা বাহিনীকে একপ্রকার ঘিরে রেখেছে বিক্ষোভকারীরা।
অভিবাসীবিরোধী অভিযানের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ চলছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে। ভয়াবহ আকার ধারণ করেছে বিক্ষোভ সমাবেশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিক্ষোভকারীরা মুখোমুখি অবস্থানে রয়েছে। অগ্নিগর্ভে পরিণত হওয়া লস অ্যাঞ্জেলেসে প্রতিবাদকারীদের পিছু হটাতে কাঁদানে গ্যাস, ফ্ল্যাশ ব্যাং ও রাবার বুলেট ছুঁড়ছে নিরাপত্তা বাহিনী। তাদের দিকে পাল্টা বোতল ও ইট-পাথর ছুঁড়ছে ক্ষুব্ধ জনতা।
এমন পরিস্থিতিতে ন্যাশনাল গার্ডের ৩০০ সেনাকে মাঠে নামিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, যেকোনো সময় মাঠে নামানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে ৫০০ মেরিন সেনাকে। ১৯৬৫ সালের পর এবারই প্রথম কোনো অঙ্গরাজ্যের প্রশাসনের অনুমোদন ছাড়াই ওই অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন করল ফেডারেল সরকার।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেছেন। স্থানীয় সরকারের অনুমতি ছাড়া ন্যাশনাল গার্ড মোতায়েন করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করবেন বলে হুমকিও দিয়েছেন তিনি।
এর আগে ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউসম এবং লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাস হোয়াইট হাউসকে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের আহ্বান জানান।
ন্যাশনাল গার্ড মোতায়েন ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে ‘ঠান্ডা মাথার মিথ্যাবাদী’ বলে অভিহিত করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন শুক্রবার ফোনালাপে ন্যাশনাল গার্ড মোতায়েন নিয়ে কথা বলেছেন তাঁরা। তবে, এই দাবিকে পুরোপুরি মিথ্যা বলছেন নিউসম।
এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিউসম বলেন, ‘তিনি (ট্রাম্প) ন্যাশনাল গার্ড নিয়ে কোনো কথা তোলেননি। অথচ তিনি বলেছেন, তিনি বিষয়টি নিয়ে আমার সঙ্গে আলোচনা করেছেন। একেবারে ঠাণ্ডা মাথার মিথ্যাবাদী তিনি।’
গভর্নর আরও বলেন, ‘আমি সবসময় প্রেসিডেন্টের সঙ্গে দায়িত্বশীল ও সম্মানজনকভাবে কাজ করতে চেয়েছি। কিন্তু তাঁর সঙ্গে কাজ করার কোনো পথ নেই। তিনি কেবল চান সবাই তাঁর হয়ে কাজ করুক। আর আমি কখনোই ডোনাল্ড ট্রাম্পের হয়ে কাজ করব না।’
নিউসম আরও বলেন, ট্রাম্প প্রশাসন ন্যাশনাল গার্ড মোতায়েন করেছে তাঁর সঙ্গে আলোচনা না করেই, যা স্পষ্টতই প্রশাসনিক নিয়মের লঙ্ঘন। তিনি বলেন, ‘প্রেসিডেন্টের নির্বাহী আদেশ অনুযায়ী, রাজ্যের গভর্নরের সঙ্গে সমন্বয় করা বাধ্যতামূলক। কিন্তু তারা আমাদের সঙ্গে কোনো সমন্বয় করেনি।’
এদিকে, চলমান বিক্ষোভ নিয়ে একের পর এক মন্তব্য করেই যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একে ক্যালিফোর্নিয়ার নেতৃত্বে থাকা ডেমোক্র্যাট নেতাদের চাল বলে আখ্যা দিয়েছেন তিনি। এক পোস্টে বিক্ষোভকারীদের ‘বেতনভোগী বিদ্রোহী’ বলে অভিহিত করেছেন তিনি। তাঁর ভাষ্য— টাকার বিনিময়ে বিশৃঙ্খলা করছেন তারা। তিনি বলেন, ‘এরা কোনো বিক্ষোভকারী নয়, এরা বিশৃঙ্খলাকারী ও বিদ্রোহী।’
অন্য একটি পোস্টে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাসকে ব্যর্থ আখ্যা দিয়েছেন ট্রাম্প। লিখেছেন, চলমান দাঙ্গাসহ অন্য সব ব্যর্থতার জন্য লস অ্যাঞ্জেলেসের বাসিন্দাদের কাছে ক্ষমতা চাওয়া উচিৎ ওই দুই ডেমোক্র্যাট নেতার।
এদিকে, গত দুদিনের তুলনায় তৃতীয় দিন বেশি ক্ষুব্ধ বিক্ষোভকারীরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্যমতে, লস অ্যাঞ্জেলেসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফ্রি-ওয়ে ১০১-এ একটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। পুলিশের গাড়ি ছাড়াও গুগল মালিকানাধীন স্বচালিত গাড়ি ওয়েমোর দুটি গাড়ি জ্বালিয়ে দিয়েছে তাঁরা। এমন পরিস্থিতিতে ফ্রি-ওয়ে ১০১ বন্ধ ঘোষণা করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট। বিক্ষোভকারীদের শিগগিরই ফ্রি-ওয়ে ১০১ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। শহরের পুরো ডাউনটাউন এলাকাকে এখন ‘অবৈধ সমাবেশ অঞ্চল’ হিসেবে ঘোষণা করা হয়েছে। সবশেষ পাওয়া খবর পর্যন্ত, স্থানীয় সময় রোববার (বাংলাদেশ সময় সোমবার) আটক করা হয়েছে কমপক্ষে ১০ জনকে।
আল-জাজিরার লস অ্যাঞ্জেলেস প্রতিনিধি ফিল ল্যাভেলে বলছেন, গত কয়েক ঘণ্টায় নাটকীয় মোড় নিয়েছে বিক্ষোভ। বিক্ষুব্ধ জনতার সামনে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে পুলিশ। ব্রিজের ওপর থেকে তাদের দিকে ইট-পাথর এমনকি জলন্ত পটকা ছুড়ে মারা হচ্ছে। নিরাপত্তা বাহিনীকে একপ্রকার ঘিরে রেখেছে বিক্ষোভকারীরা।
এদিন রাখিবন্ধন উপলক্ষে ভারতের গুরুগ্রামভিত্তিক ১২ বছরের পুরোনো কুইক-কমার্স কোম্পানি ব্লিংকিট, যা শহুরে মধ্যবিত্তের কেনাকাটার ধরন বদলে দিয়েছে, সেখানে কার্ল মার্ক্স ও ফ্রেডরিক এঙ্গেলস রচিত ‘দ্য কমিউনিস্ট মেনিফেস্টো’ সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্রের প্রথম খণ্ডের সঙ্গে ‘গিফট ফর সিস্টার্স’ বা ‘বোনদের...
৭ ঘণ্টা আগেইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে গত কয়েক মাসে ২০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। দেশটির বিচার বিভাগ আজ শনিবার এ তথ্য জানিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছে, এদের প্রতি কোনো দয়া দেখানো হবে না এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
৮ ঘণ্টা আগেইউক্রেন এক বিন্দু পিছপা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ শনিবার ভোরে তিনি বলেছেন, ইউক্রেনীয়রা তাদের জমি দখলদারদের হাতে তুলে দেবে না। এক ইঞ্চিও না।
৯ ঘণ্টা আগেগত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একাধিক পোস্ট করে স্বামীর প্রতি সহানুভূতি দেখানোর আহ্বান জানান আবির। তাঁর স্বামীর সাজা ঘোষণার কয়েক দিন পর এই পোস্ট করেন তিনি। পাকিস্তানে বসবাসরত আবিরের ইনস্টাগ্রাম ও টিকটক মিলিয়ে অনুসারী রয়েছে ৫ লাখের বেশি।
১০ ঘণ্টা আগে