Ajker Patrika

যুক্তরাষ্ট্রে ব্যাংক খাতে বিপর্যয়: সিলিকন ভ্যালির পর বন্ধ হলো সিগনেচার ব্যাংক 

আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১২: ৫৩
যুক্তরাষ্ট্রে ব্যাংক খাতে বিপর্যয়: সিলিকন ভ্যালির পর বন্ধ হলো সিগনেচার ব্যাংক 

সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) বন্ধ হয়ে যাওয়ার দুই দিনের মাথায় বন্ধ হলো যুক্তরাষ্ট্রের আরেকটি ব্যাংক। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১২ মার্চ) নিউইয়র্কভিত্তিক সিগনেচার ব্যাংক বন্ধ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ব্যাংকিং খাতে বিপর্যয়ের দিক থেকে এটি তৃতীয় বৃহত্তম ঘটনা। 

নিউইয়র্ক রাজ্যের ফিন্যান্সিয়াল সার্ভিস বিভাগের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি) সিগনেচার ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছে। সিগনেচার ব্যাংকের মোট সম্পদের পরিমাণ ১১ হাজার ৩৬ কোটি ডলার এবং তাদের আমানত আছে ৮ হাজার ৮৫০ কোটি ডলার। 

তবে ব্যাংক বন্ধ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের করদাতাদের ওপর কোনো নতুন চাপ আসবে না বলে জানিয়েছে মার্কিন রাজস্ব বিভাগ। এ বিষয়ে রাজস্ব বিভাগ ও ব্যাংকের নিয়ন্ত্রকদের পক্ষ থেকে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়, সিলিকন ভ্যালি ব্যাংক কিংবা সিগনেচার ব্যাংকে এখনো যাঁদের টাকা জমা আছে, এমন ব্যক্তি এবং প্রতিষ্ঠান সোমবার থেকে তাঁদের অর্থ উত্তোলন করতে পারবেন। 

রোববার নিউইয়র্কভিত্তিক সিগনেচার ব্যাংক বন্ধ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাএসভিবির মতো সিগনেচার ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার ঘোষণাও হঠাৎ করে আসে। সাপ্তাহিক ছুটির দিন হলেও রোববার সিগনেচার ব্যাংকের ম্যানহাটনের প্রধান কার্যালয়ে এক বৈঠকে উপস্থিত হওয়ার জন্য কর্মীরা জড়ো হয়েছিলেন। এমনকি একটি ইতালিয়ান রেস্তোরাঁ থেকে দুপুরের খাবারের অর্ডারও দিয়েছিলেন, সঙ্গে ছিল স্টারবাকসের কফি। এ সময় ব্যাংক বন্ধ করে দেওয়ার ঘোষণা আসে। সঙ্গে সঙ্গে কর্মীরা এক এক করে প্রধান কার্যালয় থেকে বেরিয়ে আসেন। তবে ঠিক কী কারণে ব্যাংকটি বন্ধ করা হলো, এ বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

এর আগে গত শুক্রবার পুঁজি সংকটের কারণে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ হয়ে যায় যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি)। এরই মধ্যে প্রতিষ্ঠানটির সমস্ত সম্পত্তি সরকারি নিয়ন্ত্রকদের দ্বারা বাজেয়াপ্ত করা হয়েছে। দেশটির আর্থিক প্রতিষ্ঠানগুলোর ইতিহাসে এটি একটি বড় ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত