Ajker Patrika

পুতিনের পরিবর্তন দেখে বিস্মিত ট্রাম্প 

পুতিনের পরিবর্তন দেখে বিস্মিত ট্রাম্প 

ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরিবর্তন দেখে বিস্মিত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জানান, তাঁর সঙ্গে যখন পুতিন কাজ করেছেন তখনকার চেয়ে তিনি এখন পরিবর্তন হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন এক্সামিনারকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটি জানান ট্রাম্প। 

ট্রাম্প বলেন, আমি অবাক-আমি অবাক। আমি ভেবেছিলাম পুতিন যখন ইউক্রেন সীমান্তে তাঁর সৈন্য পাঠান তখন তিনি আলোচনা করছিলেন।  আমি ভেবেছিলাম এটি আলোচনা করার কঠোর উপায় হলেও এটি একটি স্মার্ট উপায়।

ট্রাম্প ভেবেছিলেন পুতিন হয়তো একটি ভালো চুক্তি চান। 

এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি ভেবেছিলাম যে তিনি একটি ভালো চুক্তি করতে যাচ্ছেন। যেমনটা সবাই যুক্তরাষ্ট্রের সঙ্গে করে থাকে। তবে এখন আমার মনে হয় সে বদলে গেছে। এটা বিশ্বের জন্য খুবই দুঃখজনক বিষয়। সে অনেক বদলে গেছে। 

ক্ষমতাসীন অবস্থায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সম্পর্ক নিয়ে সমালোচিত হয়েছেন ট্রাম্প। ইউক্রেনে হামলার পর পুতিনের সমালোচনা না করেও সমালোচিত হয়েছেন ট্রাম্প। 

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন হামলার পরই রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছেন। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে তিন দিক থেকে হামলা শুরু করে রাশিয়া। বর্তমানে ইউক্রেনের রাজধানী কিয়েভের দখল নেওয়ার চেষ্টা করছে রুশ বাহিনী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত