আগামী ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে যাওয়া ট্রাম্পের ব্যবসায় বিশাল সাম্রাজ্য রয়েছে। হোটেল, পানীয়, বাইবেল, ঘড়ি, পারফিউম—ট্রাম্প গ্রুপের ব্যবসা নেই কোন খাতে!
এবার ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প জানালেন, ট্রাম্প গ্রুপ আবার ফেরত আনতে যাচ্ছে ‘ট্রাম্প ভদকা’। ট্রাম্প নিজে মদ্যপান না করলেও তাঁর মদের ব্যবসা দীর্ঘদিনের। ট্রাম্পের পানীয় ব্যবসায় আরও রয়েছে—ওয়াইন, সিডার, পানি। এসব থেকে বিপুল আয় তাঁর।
সিবিএস নিউজ প্রতিবেদনে জানিয়েছে, ভদকা ব্যবসা নিয়ে এরিক ট্রাম্প উইনারিজ ও একটি কোম্পানির মধ্যে চুক্তির আলোচনা চলছে। এক বিবৃতিতে ট্রাম্পের ছেলে এরিক বলেন, ‘ভার্জিনিয়ার শার্লটসভিলে ট্রাম্প উইনারি ও ট্রাম্প সাইডারি বেশ সফলতা পেয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের ব্যবসা সম্প্রসারণ করতে আরও নতুন কিছু শুরু করার প্রস্তাব করা হয়েছিল। তবে এই আলোচনা বর্তমানে প্রাথমিক পর্যায়ে আছে বলা যায়।’
এর আগে ২০০৫ সালে ট্রাম্প গ্রুপের লিকার ব্র্যান্ড হিসেবে বাজারে এসেছিল ট্রাম্প ভদকা। সে সময় ট্রাম্প বলেছিলেন, টিঅ্যান্ডটি (ট্রাম্প অ্যান্ড টনিক) হবে আমেরিকায় সবচেয়ে বেশি চাহিদা পাওয়া পানীয়। তবে ব্যাপক প্রচারণার পরও সাফল্য না আসায় ২০১১ সালে আমেরিকায় ট্রাম্প ভদকার ব্যবসার ইতি ঘটে। পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনগুলোতে জমা দেওয়া সম্পত্তির তালিকায় এই ব্র্যান্ডের নাম ছিল না।
গত বছরের সেপ্টেম্বরে ১ লাখ ডলার মূল্যের ঘড়ির সিরিজ উন্মোচন করেন ট্রাম্প। এ ছাড়া, তিনি ১০০ ডলার মূল্যের সিলভার কয়েন এবং সীমিত সংস্করণে ১ হাজার জোড়া জুতা বাজারে এনেছিলেন। সীমিত সংস্করণের জুতাগুলো থেকে অন্তত ৩ লাখ ৯৯ হাজার ডলার আয় হয়েছে।
ট্রাম্প ব্র্যান্ডের ৬০ ডলার মূল্যের বাইবেলও রয়েছে। ৬০ ডলার মূল্যের বাইবেল বিক্রি করে প্রায় ৩ লাখ ৯৯ হাজার ডলার আয় করেছেন ট্রাম্প। এ ছাড়া পারফিউম এবং এনএফটি কার্ডগুলোতেও চমক দেখিয়েছেন তিনি। এনএফটি কার্ড (ডিজিটাল পরিচয়পত্র) থেকে প্রায় ৭২ লাখ ডলার লাইসেন্স ফি আয় করেছেন।
এ ছাড়া, ২০২৩ সালে তিনি একটি ডিজিটাল ট্রেডিং কার্ড আনেন, যা জর্জিয়ার ফাল্টন কাউন্টিতে তাঁর একটি সুইটে তোলা ছবি থেকে বানানো। ট্রাম্প বলেছিলেন, এই কার্ড কিনলে মার-এ-লাগোতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডিনারের সুযোগ পাবেন।
আগামী ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে যাওয়া ট্রাম্পের ব্যবসায় বিশাল সাম্রাজ্য রয়েছে। হোটেল, পানীয়, বাইবেল, ঘড়ি, পারফিউম—ট্রাম্প গ্রুপের ব্যবসা নেই কোন খাতে!
এবার ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প জানালেন, ট্রাম্প গ্রুপ আবার ফেরত আনতে যাচ্ছে ‘ট্রাম্প ভদকা’। ট্রাম্প নিজে মদ্যপান না করলেও তাঁর মদের ব্যবসা দীর্ঘদিনের। ট্রাম্পের পানীয় ব্যবসায় আরও রয়েছে—ওয়াইন, সিডার, পানি। এসব থেকে বিপুল আয় তাঁর।
সিবিএস নিউজ প্রতিবেদনে জানিয়েছে, ভদকা ব্যবসা নিয়ে এরিক ট্রাম্প উইনারিজ ও একটি কোম্পানির মধ্যে চুক্তির আলোচনা চলছে। এক বিবৃতিতে ট্রাম্পের ছেলে এরিক বলেন, ‘ভার্জিনিয়ার শার্লটসভিলে ট্রাম্প উইনারি ও ট্রাম্প সাইডারি বেশ সফলতা পেয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের ব্যবসা সম্প্রসারণ করতে আরও নতুন কিছু শুরু করার প্রস্তাব করা হয়েছিল। তবে এই আলোচনা বর্তমানে প্রাথমিক পর্যায়ে আছে বলা যায়।’
এর আগে ২০০৫ সালে ট্রাম্প গ্রুপের লিকার ব্র্যান্ড হিসেবে বাজারে এসেছিল ট্রাম্প ভদকা। সে সময় ট্রাম্প বলেছিলেন, টিঅ্যান্ডটি (ট্রাম্প অ্যান্ড টনিক) হবে আমেরিকায় সবচেয়ে বেশি চাহিদা পাওয়া পানীয়। তবে ব্যাপক প্রচারণার পরও সাফল্য না আসায় ২০১১ সালে আমেরিকায় ট্রাম্প ভদকার ব্যবসার ইতি ঘটে। পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনগুলোতে জমা দেওয়া সম্পত্তির তালিকায় এই ব্র্যান্ডের নাম ছিল না।
গত বছরের সেপ্টেম্বরে ১ লাখ ডলার মূল্যের ঘড়ির সিরিজ উন্মোচন করেন ট্রাম্প। এ ছাড়া, তিনি ১০০ ডলার মূল্যের সিলভার কয়েন এবং সীমিত সংস্করণে ১ হাজার জোড়া জুতা বাজারে এনেছিলেন। সীমিত সংস্করণের জুতাগুলো থেকে অন্তত ৩ লাখ ৯৯ হাজার ডলার আয় হয়েছে।
ট্রাম্প ব্র্যান্ডের ৬০ ডলার মূল্যের বাইবেলও রয়েছে। ৬০ ডলার মূল্যের বাইবেল বিক্রি করে প্রায় ৩ লাখ ৯৯ হাজার ডলার আয় করেছেন ট্রাম্প। এ ছাড়া পারফিউম এবং এনএফটি কার্ডগুলোতেও চমক দেখিয়েছেন তিনি। এনএফটি কার্ড (ডিজিটাল পরিচয়পত্র) থেকে প্রায় ৭২ লাখ ডলার লাইসেন্স ফি আয় করেছেন।
এ ছাড়া, ২০২৩ সালে তিনি একটি ডিজিটাল ট্রেডিং কার্ড আনেন, যা জর্জিয়ার ফাল্টন কাউন্টিতে তাঁর একটি সুইটে তোলা ছবি থেকে বানানো। ট্রাম্প বলেছিলেন, এই কার্ড কিনলে মার-এ-লাগোতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডিনারের সুযোগ পাবেন।
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৪ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
৫ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
৬ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগে