যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে দাবানল। ইয়োসেমিটি ন্যাশনাল পার্কের কাছে দাবানল ছড়িয়ে পড়ায় ক্যালিফোর্নিয়ার কিছু অংশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার থেকে দাবানল শুরু হয়। ২৪ ঘণ্টার চেষ্টায়ও দাবানল নিয়ন্ত্রণে আনা যায়নি। ৩ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। আগুনে ১০টি বাড়ি ধ্বংস হয়েছে। মারিপোসা কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ক্যালিফোর্নিয়ার অগ্নিনির্বাপক বিভাগ জানিয়েছে, দাবানল নিয়ন্ত্রণে দমকলবাহিনীর কর্মীরা বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছেন।
ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন অনুসারে, দাবানলে পুড়েছে ৪ হাজার ৮১৫ হেক্টর জমি।
এক বিবৃতিতে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম বলেন, ‘এখানকার আবহাওয়া এখন বেশ গরম ও শুষ্ক।’
চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের বেশ কিছু অঙ্গরাজ্যেই তীব্র দাবদাহ বিরাজ করছে। জরুরি অবস্থা জারি হওয়া মারিপোসাতে শনিবার ৩৫ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, আগামী কয়েক দিন দাবদাহ অব্যাহত থাকতে পারে।
উ
ল্লেখ্য, ১৯ শতকের শিল্পবিপ্লবের পর ভারী কলকারখানা হু হু করে বেড়েছে। এর পর থেকে বৈশ্বিক উষ্ণতা ইতিমধ্যে ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। চলতি শতাব্দীতে তা ১ দশমিক ৫ ডিগ্রিতে ধরে রাখা না গেলে পৃথিবীর অনেক নিচু দেশ বা অঞ্চল পানির নিচে তলিয়ে যেতে পারে। ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন অংশে সম্প্রতি তাপপ্রবাহ, দাবদাহ, বন্যা, অতিবৃষ্টি, খরার মতো যেসব দুর্যোগ চলছে, তার জন্য অতিরিক্ত কার্বন নিঃসরণ মোটাদাগে দায়ী।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে দাবানল। ইয়োসেমিটি ন্যাশনাল পার্কের কাছে দাবানল ছড়িয়ে পড়ায় ক্যালিফোর্নিয়ার কিছু অংশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার থেকে দাবানল শুরু হয়। ২৪ ঘণ্টার চেষ্টায়ও দাবানল নিয়ন্ত্রণে আনা যায়নি। ৩ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। আগুনে ১০টি বাড়ি ধ্বংস হয়েছে। মারিপোসা কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ক্যালিফোর্নিয়ার অগ্নিনির্বাপক বিভাগ জানিয়েছে, দাবানল নিয়ন্ত্রণে দমকলবাহিনীর কর্মীরা বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছেন।
ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন অনুসারে, দাবানলে পুড়েছে ৪ হাজার ৮১৫ হেক্টর জমি।
এক বিবৃতিতে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম বলেন, ‘এখানকার আবহাওয়া এখন বেশ গরম ও শুষ্ক।’
চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের বেশ কিছু অঙ্গরাজ্যেই তীব্র দাবদাহ বিরাজ করছে। জরুরি অবস্থা জারি হওয়া মারিপোসাতে শনিবার ৩৫ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, আগামী কয়েক দিন দাবদাহ অব্যাহত থাকতে পারে।
উ
ল্লেখ্য, ১৯ শতকের শিল্পবিপ্লবের পর ভারী কলকারখানা হু হু করে বেড়েছে। এর পর থেকে বৈশ্বিক উষ্ণতা ইতিমধ্যে ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। চলতি শতাব্দীতে তা ১ দশমিক ৫ ডিগ্রিতে ধরে রাখা না গেলে পৃথিবীর অনেক নিচু দেশ বা অঞ্চল পানির নিচে তলিয়ে যেতে পারে। ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন অংশে সম্প্রতি তাপপ্রবাহ, দাবদাহ, বন্যা, অতিবৃষ্টি, খরার মতো যেসব দুর্যোগ চলছে, তার জন্য অতিরিক্ত কার্বন নিঃসরণ মোটাদাগে দায়ী।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর বর্তমান স্ত্রী জিল বাইডেনের কন্যা অ্যাশলি বাইডেন তাঁর ১৩ বছরের দাম্পত্যজীবনের ইতি টানতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) ৪৪ বছর বয়সী অ্যাশলি ফিলাডেলফিয়ার কোর্ট অব কমন প্লিসে এই আবেদন দাখিল করেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে দেশটির প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম এক্স মাধ্যমে পরপর তিনটি পোস্ট দিয়েছেন। এসব পোস্টে তিনি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কৌশলগত সহযোগিতা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
২ ঘণ্টা আগেইউক্রেনের সীমানা জোর করে পরিবর্তন করা যাবে না বলে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। এই সতর্কতা এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ইউক্রেন ইস্যুতে আসন্ন আলাস্কা সম্মেলনের তিন দিন আগে।
২ ঘণ্টা আগেইউক্রেন যুদ্ধের কারণে শ্রমিক সংকট মোকাবিলায় হাজার হাজার উত্তর কোরিয়ানকে রাশিয়ায় পাঠানো হয়েছে। তবে বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে, রাশিয়ায় পৌঁছানোর পর দাসের মতো শর্তে কাজ করানো হচ্ছে উত্তর কোরিয়ার শ্রমিকদের।
৩ ঘণ্টা আগে