রাশিয়ার সঙ্গে সম্পর্কিত হওয়ায় যুক্তরাষ্ট্রে থাকা রাশিয়ার কয়েকজন ধনকুবেরের মালিকানাধীন প্রায় ১০০টি বিমানের উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে রুশ ‘অলিগার্ক’ খ্যাত রোমান আব্রামোভিচের মালিকানাধীন একটি বিমানও রয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, এই বিমানগুলো রাশিয়ার ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় পড়েছে বলেই তাঁদের উড্ডয়ন বন্ধ করা হয়েছে। রাশিয়াসহ বিশ্বের যে কোনো জায়গায় এই বিমানগুলোকে যেকোনো ধরনের পরিষেবা প্রদান করা হলে বড় অঙ্কের জরিমানা এমনকি জেলও হতে পারে।
একটি বিবৃতিতে দেশটির বাণিজ্য বিভাগ বলেছে, ‘যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত বিমানগুলোর যেকোনো রিফুয়েলিং, রক্ষণাবেক্ষণ বা মেরামতের কাজ, খুচরা যন্ত্রাংশ ক্রয়-বিক্রয় মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ লঙ্ঘন করে। আমরা এই তালিকাটি বিশ্বকে জানিয়ে রাখার জন্য প্রকাশ করছি। আমরা রাশিয়া ও বেলারুশের কোনো বিমান পরিবহন সংস্থা ও অলিগার্কদের আমাদের আইন লঙ্ঘন করে দায়মুক্তির সঙ্গে ভ্রমণ করার অনুমতি দেব না।’
বাণিজ্যসচিব জিনা রাইমন্ডো বলেছেন, এই পদক্ষেপ ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার নৃশংস যুদ্ধ’ এর প্রতিক্রিয়া হিসেবে নেওয়া হয়েছে।
এই নিষেধাজ্ঞার তালিকায় রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন সংস্থা রাশিয়ান এয়ারলাইনস বা এরোফ্লোটসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিমান অন্তর্ভুক্ত রয়েছে। এসব বিমানের অধিকাংশই বোয়িংয়ের তৈরি বিমান। তবে চেলসি ফুটবল ক্লাবের বর্তমান মালিক আব্রামোভিচের মালিকানাধীন বিমানটি একটি গাল্ফস্ট্রিম প্রাইভেট জেট।
ইউক্রেন যুদ্ধের প্রতিক্রিয়ায় চলতি মাসে বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়ার ‘অলিগার্ক’দের ওপর বিভিন্ন ধরনের অবরোধ আরোপ করে। তারই ধারাবাহিকতায় যুক্তরাজ্য সরকার সাতজন রুশ অলিগার্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। সেই সাতজনের তালিকায় আব্রামোভিচও ছিলেন। তবে ৫৫ বছর বয়েসি আব্রামোভিচ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দৃঢ় সম্পর্ক থাকার অভিযোগ সব সময়ই অস্বীকার করেছেন।
রাশিয়ার সঙ্গে সম্পর্কিত হওয়ায় যুক্তরাষ্ট্রে থাকা রাশিয়ার কয়েকজন ধনকুবেরের মালিকানাধীন প্রায় ১০০টি বিমানের উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে রুশ ‘অলিগার্ক’ খ্যাত রোমান আব্রামোভিচের মালিকানাধীন একটি বিমানও রয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, এই বিমানগুলো রাশিয়ার ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় পড়েছে বলেই তাঁদের উড্ডয়ন বন্ধ করা হয়েছে। রাশিয়াসহ বিশ্বের যে কোনো জায়গায় এই বিমানগুলোকে যেকোনো ধরনের পরিষেবা প্রদান করা হলে বড় অঙ্কের জরিমানা এমনকি জেলও হতে পারে।
একটি বিবৃতিতে দেশটির বাণিজ্য বিভাগ বলেছে, ‘যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত বিমানগুলোর যেকোনো রিফুয়েলিং, রক্ষণাবেক্ষণ বা মেরামতের কাজ, খুচরা যন্ত্রাংশ ক্রয়-বিক্রয় মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ লঙ্ঘন করে। আমরা এই তালিকাটি বিশ্বকে জানিয়ে রাখার জন্য প্রকাশ করছি। আমরা রাশিয়া ও বেলারুশের কোনো বিমান পরিবহন সংস্থা ও অলিগার্কদের আমাদের আইন লঙ্ঘন করে দায়মুক্তির সঙ্গে ভ্রমণ করার অনুমতি দেব না।’
বাণিজ্যসচিব জিনা রাইমন্ডো বলেছেন, এই পদক্ষেপ ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার নৃশংস যুদ্ধ’ এর প্রতিক্রিয়া হিসেবে নেওয়া হয়েছে।
এই নিষেধাজ্ঞার তালিকায় রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন সংস্থা রাশিয়ান এয়ারলাইনস বা এরোফ্লোটসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিমান অন্তর্ভুক্ত রয়েছে। এসব বিমানের অধিকাংশই বোয়িংয়ের তৈরি বিমান। তবে চেলসি ফুটবল ক্লাবের বর্তমান মালিক আব্রামোভিচের মালিকানাধীন বিমানটি একটি গাল্ফস্ট্রিম প্রাইভেট জেট।
ইউক্রেন যুদ্ধের প্রতিক্রিয়ায় চলতি মাসে বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়ার ‘অলিগার্ক’দের ওপর বিভিন্ন ধরনের অবরোধ আরোপ করে। তারই ধারাবাহিকতায় যুক্তরাজ্য সরকার সাতজন রুশ অলিগার্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। সেই সাতজনের তালিকায় আব্রামোভিচও ছিলেন। তবে ৫৫ বছর বয়েসি আব্রামোভিচ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দৃঢ় সম্পর্ক থাকার অভিযোগ সব সময়ই অস্বীকার করেছেন।
সাম্প্রতিক সামরিক উত্তেজনার কয়েক সপ্তাহ পরই ভারত ও পাকিস্তান দুই দেশ আরব সাগরে পৃথক নৌ মহড়া শুরু করেছে। প্রতিরক্ষা সূত্রের খবর অনুযায়ী, আজ থেকে এই মহড়া শুরু হয়েছে।
৭ মিনিট আগেঅ্যান্টার্কটিকার বরফ গলার ফলে ১৯৫৯ সালে দুর্ঘটনায় নিহত এক ব্রিটিশ অভিযাত্রীর দেহাবশেষ আবিষ্কৃত হয়েছে ৬৫ বছর পর। সোমবার (১১ আগস্ট) বিবিসি জানিয়েছে, গত জানুয়ারি মাসে পোল্যান্ডের একটি অভিযাত্রী দল অ্যান্টার্কটিকার কিং জর্জ দ্বীপের ইকোলজি গ্লেসিয়ারে কিছু হাড়, একটি হাতঘড়ি, রেডিও ও পাইপ খুঁজে পেয়েছিল।
১০ মিনিট আগেসম্প্রতি কুয়েতের প্রায় ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সউদ আল সাবাহ। আল-কাবাস পত্রিকাকে তিনি জানান, কয়েকটি দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বহু ‘প্রতারক’ শনাক্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগেমিছিলের অগ্রভাগে ছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী; তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, সুস্মিতা দেব; সমাজবাদী পার্টির অখিলেশ যাদব; শিবসেনার সঞ্জয় রাউতসহ অন্যান্য দলের শীর্ষ নেতারা। তাঁদের হাতে ‘চুপি চুপি ভোটের কারচুপি?’ লেখা পোস্টার ছিল এবং তাঁরা ‘ভোট চুরি মানছি না, মানব না’ স্লোগান দিচ্ছিলেন।
১ ঘণ্টা আগে