যুক্তরাষ্ট্রে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভস বা প্রতিনিধি পরিষদে স্পিকার নির্বাচন নিয়ে জটিলতা তৈরি হয়েছে। প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে নির্বাচিত হতে পারছেন না কেভিন ম্যাকার্থি। স্পিকার নির্বাচন গড়িয়েছে চতুর্থ দিনে। যুক্তরাষ্ট্রে গত ১০০ বছরে কংগ্রেসের ইতিহাসে এ ধরনের ঘটনার নজির নেই।
আজ শুক্রবার স্পিকার নির্বাচনে আবার ভোট হবে। স্পিকার নির্বাচিত হতে ম্যাকার্থির দরকার ২১৮ ভোট। কিন্তু নিজ দল থেকেই কয়েকজনের ভোট না পাওয়ায় তিনি নির্বাচিত হতে পারছেন না। রিপাবলিকানদের মধ্যে কট্টর ডানপন্থী দল ম্যাকার্থির বিপরীতে অবস্থান নিয়েছে। মূলত এ কারণেই প্রতিনিধি পরিষদে নিজ দলের সংখ্যাগরিষ্ঠতা থাকার পরেও স্পিকার নির্বাচিত হতে পারছেন না রিপাবলিকানদের প্রথম সারির এ নেতা।
আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্পিকার নির্বাচনে এ পর্যন্ত ১১ দফায় ভোট গ্রহণ হয়েছে। প্রতিবারই হেরেছেন ম্যাকার্থি। বৃহস্পতিবার সবশেষ ১১ দফার ভোটে ম্যাকার্থি পেয়েছেন ২০০ ভোট। প্রতিনিধি পরিষদের ১১ জন রিপাবলিকান সদস্য বায়রন ডোনাল্ডসকে ও সাতজন কেভিন হার্নকে ভোট দিয়েছেন। এ ছাড়া অপর একজন ‘প্রোটেস্ট ব্যালট’ দিয়েছেন।
এর আগে স্পিকার নির্বাচনে ১৮৬০ সালে এমন জটিলতার মুখে পড়েছিল যুক্তরাষ্ট্র। সেবার স্পিকার নির্বাচনে ৪৪ বার ভোট করতে হয়েছিল।
স্পিকার নির্বাচনে অচলাবস্থার কারণে অনেক গুরুত্বপূর্ণ কাজ আটকে আছে। কেননা স্পিকার ছাড়া সদস্যদের শপথ গ্রহণ, কমিটি গঠন, বিল পাস করাসহ অনেক গুরুত্বপূর্ণ কাজ করা যায় না।
যুক্তরাষ্ট্রে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভস বা প্রতিনিধি পরিষদে স্পিকার নির্বাচন নিয়ে জটিলতা তৈরি হয়েছে। প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে নির্বাচিত হতে পারছেন না কেভিন ম্যাকার্থি। স্পিকার নির্বাচন গড়িয়েছে চতুর্থ দিনে। যুক্তরাষ্ট্রে গত ১০০ বছরে কংগ্রেসের ইতিহাসে এ ধরনের ঘটনার নজির নেই।
আজ শুক্রবার স্পিকার নির্বাচনে আবার ভোট হবে। স্পিকার নির্বাচিত হতে ম্যাকার্থির দরকার ২১৮ ভোট। কিন্তু নিজ দল থেকেই কয়েকজনের ভোট না পাওয়ায় তিনি নির্বাচিত হতে পারছেন না। রিপাবলিকানদের মধ্যে কট্টর ডানপন্থী দল ম্যাকার্থির বিপরীতে অবস্থান নিয়েছে। মূলত এ কারণেই প্রতিনিধি পরিষদে নিজ দলের সংখ্যাগরিষ্ঠতা থাকার পরেও স্পিকার নির্বাচিত হতে পারছেন না রিপাবলিকানদের প্রথম সারির এ নেতা।
আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্পিকার নির্বাচনে এ পর্যন্ত ১১ দফায় ভোট গ্রহণ হয়েছে। প্রতিবারই হেরেছেন ম্যাকার্থি। বৃহস্পতিবার সবশেষ ১১ দফার ভোটে ম্যাকার্থি পেয়েছেন ২০০ ভোট। প্রতিনিধি পরিষদের ১১ জন রিপাবলিকান সদস্য বায়রন ডোনাল্ডসকে ও সাতজন কেভিন হার্নকে ভোট দিয়েছেন। এ ছাড়া অপর একজন ‘প্রোটেস্ট ব্যালট’ দিয়েছেন।
এর আগে স্পিকার নির্বাচনে ১৮৬০ সালে এমন জটিলতার মুখে পড়েছিল যুক্তরাষ্ট্র। সেবার স্পিকার নির্বাচনে ৪৪ বার ভোট করতে হয়েছিল।
স্পিকার নির্বাচনে অচলাবস্থার কারণে অনেক গুরুত্বপূর্ণ কাজ আটকে আছে। কেননা স্পিকার ছাড়া সদস্যদের শপথ গ্রহণ, কমিটি গঠন, বিল পাস করাসহ অনেক গুরুত্বপূর্ণ কাজ করা যায় না।
অস্ট্রিয়ার দানিউব নদীর উত্তরে অবস্থিত একটি পাহাড়ি গ্রামের গির্জার গুহায় শতাব্দীর পর শতাব্দী ধরে সংরক্ষিত একটি রহস্যময় মমি অবশেষে বিজ্ঞানের আলোয় উঠে এসেছে। ধারণা করা হতো, মমিটি ১৮ শতকের কোনো ধর্মযাজকের মরদেহ—যিনি সংক্রামক রোগে মারা গিয়েছিলেন এবং পরে কবর থেকে তুলে গির্জার গুহায় স্থানান্তর করা হয়।
১ ঘণ্টা আগেভারতের বেসরকারি বিদ্যুৎ উৎপাদক প্রতিষ্ঠান আদানি পাওয়ার জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ চুক্তির আওতায় বাংলাদেশ ইতিমধ্যেই বকেয়ার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে। কোম্পানিটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) দিলীপ ঝা আশা প্রকাশ করেছেন, বাকি প্রায় ৯০০ মিলিয়ন ডলারও আদায় হবে।
৩ ঘণ্টা আগেশান্তিচুক্তিতে স্বাক্ষর করতে কঙ্গো ও রুয়ান্ডার ওপর যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপ বাড়ছে। মার্কিন পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যে চুক্তিটি হোয়াইট হাউসে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। শুধু শান্তিচুক্তিই নয়, এর সঙ্গে যুক্ত হবে পৃথক খনিজসম্পদ বিষয়ক চুক্তিও, যার ফলে কঙ্গো ও রুয়ান্ডায় যুক্তরাষ্ট্র ও অন
৫ ঘণ্টা আগেইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা সংস্থা স্টারলিংক। সংস্থাটি এরই মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানে কার্যক্রম পরিচালনার লাইসেন্স পেয়ে গেছে। পরীক্ষামূলক সেবা দিয়েছে। শিগগির পূর্ণাঙ্গ পরিষেবা কার্যক্রম শুরু করবে স্টারলিংক। ভারতেও স্টারলিংকের পরিষেবা চালু নিয়ে তোড়জোড় চলছে। তবে
৫ ঘণ্টা আগে