Ajker Patrika

স্পিকার নির্বাচন: রিপাবলিকানদের দ্বন্দ্বে ১৮ ভোটে ঝুলে আছে ম্যাকার্থির ভাগ্য

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ২৩: ৫৫
স্পিকার নির্বাচন: রিপাবলিকানদের দ্বন্দ্বে ১৮ ভোটে ঝুলে আছে ম্যাকার্থির ভাগ্য

যুক্তরাষ্ট্রে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভস বা প্রতিনিধি পরিষদে স্পিকার নির্বাচন নিয়ে জটিলতা তৈরি হয়েছে। প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে নির্বাচিত হতে পারছেন না কেভিন ম্যাকার্থি। স্পিকার নির্বাচন গড়িয়েছে চতুর্থ দিনে। যুক্তরাষ্ট্রে গত ১০০ বছরে কংগ্রেসের ইতিহাসে এ ধরনের ঘটনার নজির নেই। 

আজ শুক্রবার স্পিকার নির্বাচনে আবার ভোট হবে। স্পিকার নির্বাচিত হতে ম্যাকার্থির দরকার ২১৮ ভোট। কিন্তু নিজ দল থেকেই কয়েকজনের ভোট না পাওয়ায় তিনি নির্বাচিত হতে পারছেন না। রিপাবলিকানদের মধ্যে কট্টর ডানপন্থী দল ম্যাকার্থির বিপরীতে অবস্থান নিয়েছে। মূলত এ কারণেই প্রতিনিধি পরিষদে নিজ দলের সংখ্যাগরিষ্ঠতা থাকার পরেও স্পিকার নির্বাচিত হতে পারছেন না রিপাবলিকানদের প্রথম সারির এ নেতা। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্পিকার নির্বাচনে এ পর্যন্ত ১১ দফায় ভোট গ্রহণ হয়েছে। প্রতিবারই হেরেছেন ম্যাকার্থি। বৃহস্পতিবার সবশেষ ১১ দফার ভোটে ম্যাকার্থি পেয়েছেন ২০০ ভোট। প্রতিনিধি পরিষদের ১১ জন রিপাবলিকান সদস্য বায়রন ডোনাল্ডসকে ও সাতজন কেভিন হার্নকে ভোট দিয়েছেন। এ ছাড়া অপর একজন ‘প্রোটেস্ট ব্যালট’ দিয়েছেন। 

এর আগে স্পিকার নির্বাচনে ১৮৬০ সালে এমন জটিলতার মুখে পড়েছিল যুক্তরাষ্ট্র। সেবার স্পিকার নির্বাচনে ৪৪ বার ভোট করতে হয়েছিল। 

স্পিকার নির্বাচনে অচলাবস্থার কারণে অনেক গুরুত্বপূর্ণ কাজ আটকে আছে। কেননা স্পিকার ছাড়া সদস্যদের শপথ গ্রহণ, কমিটি গঠন, বিল পাস করাসহ অনেক গুরুত্বপূর্ণ কাজ করা যায় না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত