আজকের পত্রিকা ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি ক্ষমতা গ্রহণের পর দেশটি থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে তিনি জরুরি অবস্থা ঘোষণা করবেন এবং সামরিক বাহিনীকে কাজে লাগাবেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন ট্রাম্প। তিনি মূলত রক্ষণশীল জুডিশিয়াল ওয়াচের প্রেসিডেন্ট টম ফিটনের ৮ নভেম্বরের এক পোস্টের জবাব দিয়েছেন। টম ফিটন ওই পোস্টে লিখেছিলেন, পরবর্তী প্রশাসন অনিবন্ধিত অভিবাসীদের গণহারে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করতে সামরিক বাহিনী ব্যবহার করতে পারে। ট্রাম্প তার জবাবে পোস্টে লিখেছেন, ‘সত্য’।
এর আগে নির্বাচনে বিজয় নিশ্চিত হওয়ার পরই ট্রাম্প বলেছেন, তিনি ক্ষমতা গ্রহণের পর প্রথম দিন থেকেই অনিবন্ধিত অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নে কাজ শুরু করবেন। এ ছাড়া নির্বাচনের পর দেওয়া প্রথম সাক্ষাৎকারে ট্রাম্প এনবিসি নিউজকে বলেছেন, গণহারে বিতাড়নের কোনো কোনো বিকল্প নেই।
অনেকেরই শঙ্কা, ট্রাম্প এবার যা করতে চলেছেন, তা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় গণবিতাড়নের ঘটনা হতে চলেছে। অবশ্য ট্রাম্প যে খুব একটা স্বস্তিতে কাজটা করতে পারবেন, সেটার কোনো নিশ্চয়তা নেই। কারণ, ডেমাক্রেটিক পার্টির অনেক নেতাই ঘোষণা দিয়ে রেখেছেন, তাঁরা ট্রাম্পকে
গণবিতাড়নে সহযোগিতা করবেন না। তবে ট্রাম্পও বলে রেখেছেন, তিনি অবৈধ অভিবাসী তাড়াতে যুদ্ধকালীন প্রেসিডেন্টের ক্ষমতা ও সামরিক বাহিনী ব্যবহার করবেন এবং বন্ধুরাষ্ট্র ও স্থানীয় সমমনা নেতাদের সঙ্গে কাজ করবেন।
পিউ রিসার্চের তথ্যমতে, ২০২২ সাল নাগাদ যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীর সংখ্যা ছিল ১ কোটি ১০ লাখের মতো। ২০২২ ও ২০২৩ সালে মার্কিন সীমান্ত অভিবাসী প্রবেশের হার সর্বোচ্চ পর্যায়ে ঠেকেছিল। যদিও মেক্সিকো কর্তৃপক্ষের কঠোর অবস্থান এবং বাইডেন প্রশাসনের কঠোর পদক্ষেপের কারণে চলতি বছর এই হার নাটকীয়ভাবে কমেছে।
ট্রাম্প যে অবৈধ অভিবাসীদের গণহারে বিতাড়নের পরিকল্পনার পথেই অগ্রসর হচ্ছেন, তার আভাসও পাওয়া যায় তাঁর সম্ভাব্য প্রশাসনের তাকালে। তিনি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের ভারপ্রাপ্ত পরিচালক টম হোম্যানকে ‘সীমান্ত জার’ ঘোষণা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেছেন, সব অবৈধ ভিনদেশিকে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর কাজে হোম্যান নেতৃত্ব দেবেন।
এ ছাড়া ট্রাম্প প্রশাসনে ফিরছেন স্টিফেন মিলারও। ট্রাম্পের আগের প্রশাসনে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত অভিবাসন নীতির পক্ষে কথা বলেছেন। ওই নীতিতে অভিবাসীর স্রোত ঠেকাতে সন্তানকে মা-বাবার থেকে আলাদা করাসহ বেশ কিছু কঠোর ব্যবস্থার বিধান রাখা হয়েছিল। মিলারকে এবার হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ এবং স্বরাষ্ট্র নিরাপত্তা উপদেষ্টা করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তাঁর এবারের প্রশাসনে থাকবেন ক্রিস্টি নোয়েমও। সাউথ ডাকোটার এই গভর্নর কঠোর অভিবাসন নীতির পক্ষের লোকদের একজন এবং ট্রাম্পের অনুগত। তিনি হবেন ট্রাম্প প্রশাসনের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি ক্ষমতা গ্রহণের পর দেশটি থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে তিনি জরুরি অবস্থা ঘোষণা করবেন এবং সামরিক বাহিনীকে কাজে লাগাবেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন ট্রাম্প। তিনি মূলত রক্ষণশীল জুডিশিয়াল ওয়াচের প্রেসিডেন্ট টম ফিটনের ৮ নভেম্বরের এক পোস্টের জবাব দিয়েছেন। টম ফিটন ওই পোস্টে লিখেছিলেন, পরবর্তী প্রশাসন অনিবন্ধিত অভিবাসীদের গণহারে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করতে সামরিক বাহিনী ব্যবহার করতে পারে। ট্রাম্প তার জবাবে পোস্টে লিখেছেন, ‘সত্য’।
এর আগে নির্বাচনে বিজয় নিশ্চিত হওয়ার পরই ট্রাম্প বলেছেন, তিনি ক্ষমতা গ্রহণের পর প্রথম দিন থেকেই অনিবন্ধিত অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নে কাজ শুরু করবেন। এ ছাড়া নির্বাচনের পর দেওয়া প্রথম সাক্ষাৎকারে ট্রাম্প এনবিসি নিউজকে বলেছেন, গণহারে বিতাড়নের কোনো কোনো বিকল্প নেই।
অনেকেরই শঙ্কা, ট্রাম্প এবার যা করতে চলেছেন, তা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় গণবিতাড়নের ঘটনা হতে চলেছে। অবশ্য ট্রাম্প যে খুব একটা স্বস্তিতে কাজটা করতে পারবেন, সেটার কোনো নিশ্চয়তা নেই। কারণ, ডেমাক্রেটিক পার্টির অনেক নেতাই ঘোষণা দিয়ে রেখেছেন, তাঁরা ট্রাম্পকে
গণবিতাড়নে সহযোগিতা করবেন না। তবে ট্রাম্পও বলে রেখেছেন, তিনি অবৈধ অভিবাসী তাড়াতে যুদ্ধকালীন প্রেসিডেন্টের ক্ষমতা ও সামরিক বাহিনী ব্যবহার করবেন এবং বন্ধুরাষ্ট্র ও স্থানীয় সমমনা নেতাদের সঙ্গে কাজ করবেন।
পিউ রিসার্চের তথ্যমতে, ২০২২ সাল নাগাদ যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীর সংখ্যা ছিল ১ কোটি ১০ লাখের মতো। ২০২২ ও ২০২৩ সালে মার্কিন সীমান্ত অভিবাসী প্রবেশের হার সর্বোচ্চ পর্যায়ে ঠেকেছিল। যদিও মেক্সিকো কর্তৃপক্ষের কঠোর অবস্থান এবং বাইডেন প্রশাসনের কঠোর পদক্ষেপের কারণে চলতি বছর এই হার নাটকীয়ভাবে কমেছে।
ট্রাম্প যে অবৈধ অভিবাসীদের গণহারে বিতাড়নের পরিকল্পনার পথেই অগ্রসর হচ্ছেন, তার আভাসও পাওয়া যায় তাঁর সম্ভাব্য প্রশাসনের তাকালে। তিনি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের ভারপ্রাপ্ত পরিচালক টম হোম্যানকে ‘সীমান্ত জার’ ঘোষণা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেছেন, সব অবৈধ ভিনদেশিকে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর কাজে হোম্যান নেতৃত্ব দেবেন।
এ ছাড়া ট্রাম্প প্রশাসনে ফিরছেন স্টিফেন মিলারও। ট্রাম্পের আগের প্রশাসনে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত অভিবাসন নীতির পক্ষে কথা বলেছেন। ওই নীতিতে অভিবাসীর স্রোত ঠেকাতে সন্তানকে মা-বাবার থেকে আলাদা করাসহ বেশ কিছু কঠোর ব্যবস্থার বিধান রাখা হয়েছিল। মিলারকে এবার হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ এবং স্বরাষ্ট্র নিরাপত্তা উপদেষ্টা করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তাঁর এবারের প্রশাসনে থাকবেন ক্রিস্টি নোয়েমও। সাউথ ডাকোটার এই গভর্নর কঠোর অভিবাসন নীতির পক্ষের লোকদের একজন এবং ট্রাম্পের অনুগত। তিনি হবেন ট্রাম্প প্রশাসনের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী।
ফিলিস্তিনে যুদ্ধবিধ্বস্ত ছিটমহল গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের চলমান হামলায় প্রায় ৬২ হাজার মানুষ নিহত হয়েছে। গতকাল শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলটিতে অন্তত ৬১ হাজার ৮২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
৩ মিনিট আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য সমাধান নিয়ে সমঝোতায় পৌঁছেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, যুদ্ধ শেষ হবে ইউক্রেনের ভূখণ্ড অদলবদল আর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চয়তার মাধ্যমে।
২৩ মিনিট আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপরই এখন যুদ্ধবিরতি আলোচনার দায়িত্ব বর্তেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার রাতে তিনি জানান, শিগগিরই জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক আয়োজন করা হবে।
৩২ মিনিট আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চান, ভবিষ্যতে ইউক্রেন যুদ্ধ বন্ধ ও শান্তি নিয়ে আলোচনার জন্য তাঁদের সম্ভাব্য বৈঠকে তিনি উপস্থিত থাকুন।
৪২ মিনিট আগে